Mid-day-Meal: রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে হবে মিগ ডে মিলের সমীক্ষা ||The success of the mid-day-meal will determine the school’s ranking

Mid-day-Meal: রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে হবে মিগ ডে মিলের সমীক্ষা ||The success of the mid-day-meal will determine the school’s ranking

The success of the mid-day-meal will determine the school’s ranking: 2013 সালে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদের দুপুরের মিড ডে মিল এ উদ্ভাবন করা হয়েছিল।‌ এত দিন পর্যন্ত সাধারণত সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী অব্দি দুপুরবেলায় মিড ডে মিল দেওয়া হত তবে বর্তমানে তা বাড়িয়ে দশম শ্রেণী অব্দি করা হচ্ছে । কিন্তু মিড ডে মিল প্রকল্প রূপায়নে রাজ্য আদৌ কতটা স্বার্থক তার ভিত্তিতে রাজ্যব্যাপী বিভিন্ন সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের সামগ্রিক মূল্যায়নের ব্যবস্থা করা হবে।

The success of the mid-day-meal will determine the school’s ranking

কোন কোন বিষয় নিয়ে সমীক্ষা করা হবে

1. সকল ছাত্রছাত্রীরা তাদের মিড ডে মিল সঠিক ভাবে পাচ্ছে কিন।

2. মিড ডে মিলে উপযুক্ত পুষ্টি মূল্যসম্পন্ন খাবার দেওয়া হচ্ছে কিনা

3. খাবারের মান কতটা উপযুক্ত তা মূল্যায়ন করা হবে।

আর এই মূল্যায়নের ভিত্তিতেই বিভিন্ন স্কুলগুলোতে র‍্যাঙ্কিং দেওয়া হবে বলে জানা গিয়েছে। আপাতত স্কুল শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে ই মিড ডে মিলের র‍্যাঙ্কিং এর আয়তায় আনা হয়েছে। ১৫ ই এপ্রিল থেকে পরবর্তী এক মাস অব্দি এই সমীক্ষা চলতে থাকবে।

বিভিন্ন ধাঁচের মাধ্যমে সমীক্ষা গুলি বিভিন্ন স্কুল থেকে নেওয়া হবে। বলা হয়েছে প্রায় একমাস ধরেই রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে পরিদর্শন চলবে এবং মোট ৩০ টি বিষয়ের উপরে বিভিন্ন স্কুলগুলি থেকে তথ্য সংগ্রহ করা হবে। যেমন-

1. স্কুলের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত থেকে শুরু করে।

2. কতজন ছাত্রছাত্রী মিড ডে মিল নেয় তার তথ্য সংগ্রহ করা।

3. চালের মান কিরকম‌ তা‌ খতিয়ে দেখা।

4. খাদ্যদ্রব্য স্বাস্থ্যসম্মতভাবে রান্না হয় কিনা তাই খতিয়ে দেখা।

5. মিড ডে মিলের কুকার ও হেলপাররা নিয়মিত মাসিক ভাতা পান কিনা।

6. স্কুলে ডাইনিং বা হলের ব্যবস্থা আছে কিনা ইত্যাদি বিষয় তথ্যগুলি সংগ্রহ করা হবে।

কারা সমীক্ষার দায়িত্বে গ্ৰহণ করবে?

এই সকল তথ্য সংগ্রহে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ভারপ্রাপ্ত আধিকারিক। বা অনেক ক্ষেত্রেই পার্শ্ববর্তী কোন স্কুলের শিক্ষক বা শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার হিসাবে পার্শ্ববর্তী কোন স্কুলের প্রধান শিক্ষককেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। ১৫ই এপ্রিল থেকে ২ রা মে-র মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্কুলের শিক্ষাবন্ধু বা শিক্ষকরা তাদের ভারপ্রাপ্ত স্কুলগুলি পরিদর্শনের খবর পেয়ে যাবেন।

রাজ্য সরকারের তরফ থেকে এই সমীক্ষা চলাকালীন প্রত্যেক স্কুলে ছাত্রছাত্রীদের ভালো-মন্দ খাবার দেওয়া হবে যেমন মাছ মাংস ডিম ইত্যাদি। তাই এই সময় ছাত্র-ছাত্রীরা স্কুলের মিড ডে মিলের পাতে ভালো খাবার পাবে। আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হয়।

 

 

Leave a comment