মুঘল যুগের ইতিহাস MCQ || Mughal Yuger Ititihas MCQ

মুঘল যুগের ইতিহাস MCQ || Mughal Yuger Ititihas MCQ

Mughal Yuger Ititihas MCQ:আজ আমরা মুঘল যুগের ইতিহাস MCQ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেব। সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে তিন-চার টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই সমস্ত পরীক্ষার প্রস্তুতি জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ।

Mughal Yuger Ititihas MCQ

মুঘল সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

1. কবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়?:- ১৫৫৬ খ্রিস্টাব্দে।

2. জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত?:- লাহোর

3. কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?:- শাহজাহান

4. বাবরনামা কে রচনা করেন?:- বাবর

5. নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেন?:- মহন্মদ শাহ।

6. খানুয়ার যুদ্ধে বাবর এর প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?:- রানা সংগ্রাম সিংহ।

7. কার রাজত্ব কালকে হিন্দি কবিতার স্বর্ণযুগ বলা হয়?:- আকবর

8. ভারতের শেষ মুঘল বাদশাহ কে ছিলেন?:- দ্বিতীয় বাহাদুর শাহ।

9. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে কোন মুঘল সম্রাট অংশ নিয়েছিলেন?:- দ্বিতীয় বাহাদুর শাহ।

10. ভারতে প্রথম আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেন কে?:- বাবর

11. ১৫৩৯ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশাহের কাছে পরাস্ত হন কে?:- হুমায়ুন

12. আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি?:- আসিরগড় দুর্গ জয় (১৬০১ খ্রিস্টাব্দ)।

13. বাবর এর জীবনী “তুজুক-ই-বাবরি” কোন ভাষায় রচিত?:- তুর্কি

14. ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?:- ১৭৬০ খ্রিস্টাব্দে।

15. নাদির শাহ ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে?:- ১৭৩৯ খ্রিস্টাব্দে

16. আকবরের সময় মহাভারতের ফরাসি অনুবাদ কে করেন?:- রজমনামা

17. আকবর কোন রাজ্যটি জয় করতে পারেননি?:- অসম রাজ্য

18. কে জাহাঙ্গীরের রাজ্য সভায় আসতেন?:- স্যার টমাস রো।

19. দীন-ই-ইলাহীর প্রবর্তন করেন কে?:- আকবর

20. সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীর কে ছিলেন?:- ঔরঙ্গজেব

21. শেরশাহের সেনাপতি কে ছিলেন?:- ব্রথ্জিৎ গৌড়।

22. হুমায়ুমনামা কার রচনা?:- গুলবদন বেগম

23. কার আমলে প্রচলিত তামার মুদ্রা হল ‘দাম’?:- জাহাঙ্গীর

24. কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেন?:- জাহাঙ্গীর

25. ইবাদৎখানা কি?:- সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ।

26. কোন ইংরেজ জাহাঙ্গীরকে ‘খান’ উপাধি দিয়েছিলেন?:- উইলিয়াম হকিন্স।

27. ঘর্ঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?:- ১৫২৯ খ্রিস্টাব্দে।

28. আকবরের সময় সুবাস সংখ্যা কত ছিল?:- ১৫ টি।

29. আকবরের শাসনকালে কোন দুর্গটি নির্মিত হয়নি?:-লালকেল্লা

30. তাজমহল কে নির্মাণ করেছিলেন?:- শাহজাহান

31. কার রাজত্বে কালে ‘রামচরিতমানস’ রচিত হয়?:- আকবর

32. টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন?:-অর্থনীতি

33. জাহাঙ্গীরের আমলে প্রথম জেমসের দূত হিসেবে ভারতে আসেন কে?:- উইলিয়াম হকিন্স(১৬০৮ খ্রিষ্টাব্দ)।

34. শাহজাহানের সময় ভারত আগত কয়েকজন বিদেশি পর্যটক এর নাম কি?:- বার্নিয়ে ও তাঙানিয়ে(ফ্রান্স) এবং মানুচ্চি(ইতালি)।

35. আকবরনামা গ্রন্থের লেখক কে?:-আবুল ফজল।

36. জাবতি ব্যবস্থা প্রবর্তন করেন কে?:- টোডরমল

37. শাহজাহানের সময় ফ্রান্স থেকে আগত পর্যটকের নাম কি?:- বার্নিয়ে

38. তানসেন এর প্রকৃত নাম কি?:- রামতনু পান্ডে

39. জাহাঙ্গীরের পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন কত খ্রিস্টাব্দে?:- ১৬০৬ খ্রিস্টাব্দে

40. আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন?:- শাহজাহান

41. বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানায় কে?:- দৌলত খাঁন লোদি

42. কে আইন-ই-আকবরী রচনা করেন?:- আবুল ফজল।

43. টোডরমল কে ছিলেন?:- আকবরের রাজস্ব মন্ত্রী

44. কে পর্তুগিজদের দমন করেন?:- শাহজাহান

45. কে দিন-ই-ইলাহী গ্রহণ করেছিলেন?:- বীরবল

 

 

Leave a comment