প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 10 || Primary TET Practice Set 10

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 10 || Primary TET Practice Set 10

Primary TET Practice Set 10

 

Child Study 

1. আই কিউ মাত্রা(I.Q.level) 120-140 থাকা শিশুরা হয়-
A) উঁচু স্তরের।
B) খুব উঁচু স্তরের।
C) গড়পরতা।
D) প্রতিভা সম্পন্ন।

উঃ-B) খুব উঁচু স্তরের।

2. ‘দুই-হেতুতত্ত্ব’(Two-factor Theory) নীতির প্রবক্তা হলেন-
A) থর্নডাইক।
B) ভার্নর।
C) স্পিয়ারম্যান।
D) গিলফোর্ড।

উঃ-C) স্পিয়ারম্যান।

3. উঁচুস্তরের ‘ভাষাগত বুদ্ধির’ মানুষের হন-
A) গণিতবিদ।
B) যন্ত্রবিদ।
C) খেলোয়াড়।
D) লেখক।

উঃ-D) লেখক।

4. ম্যাসলো শারীরবৃত্তীয় প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন এবং অস্থাবর সম্পত্তির প্রয়োজনকে মনে করেন-
A) উচ্চগুণের প্রয়োজন হিসেবে।
B) বৃদ্ধির প্রয়োজন হিসেবে।
C) সৌন্দর্যের প্রয়োজন হিসেবে।
D) অভাব বা ঘাটতির প্রয়োজন হিসেবে।

উঃ-D) অভাব বা ঘাটতির প্রয়োজন হিসেবে।

5. পুরস্কার ও শাস্তি কাজ করে-
A) অন্তর্জাত প্রেরণা হিসেবে।
B) বহিঃস্থ প্রেরণা হিসেবে।
C) উচ্চমানের প্রেরণা হিসেবে।
D) নিম্নমানের প্রেরণা হিসেবে।

উঃ-B) বহিঃস্থ প্রেরণা হিসেবে।

6. কার মতে “সামাজিক বিকাশের অর্থ বোঝায়- সামাজিক সম্পর্কে পূর্ণতা অর্জন করা” কে:
A) এরিকসন।
B) স্যুলিভ্যান।
C) কোহলবার্গ।
D) হারলক।

উঃ-D) হারলক।

7. ব্যক্তি জিনিসগুলিকে তাদের বাস্তব পরিপেক্ষিতে উপলব্ধি করে; তারপর তার পথ তাদের_______পূর্ণতাকে:
A) সামাজিক।
B) ব্যবহারগত।
C) ভাবপ্রবণ।
D) নীতিগত।

উঃ- A)সামাজিক।

8. যদি আমরা 6 মাস ধরে চিত্রাংকন শেখে এমন একজন শিক্ষার্থীর অর্জিত দক্ষতাকে লক্ষ করতে থাকি তাহলে শিক্ষার যে বক্ররেখা কার্ভ পাওয়া যায় তা হয়:
A) ইতিবাচক কার্ভ।
B) ‘S’ টাইপ কার্ভ।
C) ঘন্টা আকারের কার্ভ।
D) না-বাচক কার্ভ।

উঃ-B) ‘S’ টাইপ কার্ভ।

9. পুনর্শক্তিবৃদ্ধি(Reinforcement) একটি সাধারণ শব্দ পুরস্কারকে উপস্থিত করতে ব্যবহার করা হয়:
A) ধ্রুপদী বিশেষভাবে প্রাপ্ত অবস্থা(Conditioning)।
B) S-R প্রাপ্ত অবস্থা।
C) S-O-R প্রাপ্ত অবস্থা।
D) ক্রিয়াশীল(Operant)প্রাপ্ত অবস্থা।

উঃ-D) ক্রিয়াশীল(Operant)প্রাপ্ত অবস্থা।

10. “একটি ফলকে আপেল নাম দেওয়া এবং তাকে অন্যান্য ফল থেকে চিনে নেওয়া” -এই কাজ গগনের(Gagne’s) তত্ত্ব অনুসারে কোন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত:
A) ধারণাগত নির্মাণ।
B) সহযোগী নির্মাণ।
C) দৃশ্যগত নির্মাণ।
D) বাচনিক নির্মাণ।

উঃ-A) ধারণাগত নির্মাণ।

11. বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের বিকাশমূলক কাজের নির্ধারকগুলি হয়:
A) সংস্কৃতি যার মধ্যে তারা থাকে।
B) অঙ্গের গঠনগত পরিপূর্ণতা।
C) ব্যক্তি মানুষের মূল্যবোধের ধরন।
D) উপরের সবকটি।

উঃ-D) উপরের সবকটি।

12. শিশুদের শেখাবার সময় শিক্ষিকা শিক্ষকগণ বেশিরভাগ সময় কল্পচিত্র ব্যবহার করেন:
A) স্পর্শেন্দ্রিয় সংক্রান্ত কল্পচিত্রের বিকাশ করতে।
B) দৃশ্যগত কল্পচিত্রের বিকাশ করতে।
C) মূর্ত বা বাস্তব কল্পচিত্রের বিকাশ করতে।
D) ঘ্রাণেন্দ্রিয় সংক্রান্ত কল্পচিত্রের বিকাশ করতে।

উঃ-C) মূর্ত বা বাস্তব কল্পচিত্রের বিকাশ করতে।

13. শিশুদের মানসিক বিকাশকালে জ্ঞান সম্বন্ধীয় কাঠামোর পরিবর্তন ঘটে:
A) সাম্যাবস্থা পদ্ধতিতে।
B) সংগ্রহ ও অভিযোজন পদ্ধতিতে।
C) আত্তীকরণ ও অভিযোজন পদ্ধতিতে।
D) সংগঠন পদ্ধতিতে।

উঃ- C)আত্তীকরণ ও অভিযোজন পদ্ধতিতে।

14. ভাষা বা শব্দের প্রয়োজন হয় না:
A) কল্পনা প্রবণ।
B) ধারণাগত চিন্তনে।
C) সহযোগী চিন্তানে।
D) নিরবচ্ছিন্ন চিন্তনে।

উঃ-D) নিরবচ্ছিন্ন চিন্তনে।

15. উদ্দীপনার জন্ম দেওয়া ভাবাবেগের আছে ________ পরিণতি:
A) ক্রমসঞ্চিত।
B) সদর্থক।
C) শূন্য।
D) নঞর্থক।

উঃ-A) ক্রমসঞ্চিত।

16. নিচের দেওয়া পছন্দগুলি থেকে উপযুক্ত উত্তর নিয়ে শূন্যস্থানটি পূরণ কর।
একজন বিজ্ঞান বিষয়ের শিক্ষক/শিক্ষিকা একটি উদ্ভিদ নেন এবং তার অঙ্গপতঙ্গ গুলি শেখান। এটি বলা যেতে পারে যে শিক্ষিকা/শিক্ষক গ্রহণ করেন_______।
A) হাল-এর শৃঙ্খলাবদ্ধ আচরণগত তত্ত্ব।
B) হেব-এর স্নায়ু-শারীরবিদ্যা বিষয়ক তত্ত্ব।
C) জেসট্যান্ট-এর অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষামূলক তত্ত্ব।
D) জাঙ-এর মানসিক পীড়ার চিকিৎসায় মন সমীক্ষণ তত্ত্ব।

উঃ-B) হেব-এর স্নায়ু-শারীরবিদ্যা বিষয়ক তত্ত্ব।

17. সেই বিখ্যাত মনস্তত্ত্ববিদদের নাম লেখ যিনি যৌন প্রবৃত্তিকে একটি লজ্জাজনক, নোংরা ও মন্দ জিনিসের পরিবর্তে প্রাকৃতিক অর্থাৎ স্বাভাবিক, অত্যন্ত প্রয়োজনের শারীরিক ক্রিয়া হিসেবে দেখেছিলেন-
A) ই.এল.থর্নডাইক।
B) কার্ট লেউইন।
C) পিঁয়াজে।
D) ফ্রয়েড‌।

উঃ-D) ফ্রয়েড‌।

18. বয়সন্ধিকালের ছেলেমেয়েরা অবস্থার পরিবর্তন বা উত্তরণজনিত দ্বন্দ্বের সম্মুখীন প্রায়ই হয় কারণ-
A) তাদের কেবলমাত্র বয়স্ক মানুষ হিসেবে গণ্য করা হয়।
B) তাদের তখনও শিশু হিসেবে গণ্য করা হয়।
C) তাদের ঘৃণিত মানুষ হিসেবে গণ্য করা হয়।
D) তাদের শিশু হিসেবে ও গণ্য করা হয় না, আবার বয়স্ক হিসেবে গণ্য করা হয় না।

উঃ-B) তাদের তখনও শিশু হিসেবে গণ্য করা হয়।

19. শিশুবিবাহকে সরকার স্বীকৃত করেনি কারণ দম্পতিদের অবশ্যই পেতে হবে:
A) সামাজিক পরিপক্কতা।
B) শারীরিক পরিপক্কতা।
C) যৌন পরিপক্কতা।
D) আইনি পরিপক্কতা।

উঃ-B) শারীরিক পরিপক্কতা।

20. অপরাধ প্রবণতা তত্ত্ব এর প্রবক্তা ছিলেন-
A) হুটন।
B) অ্যালবার্ট বান্দুরা।
C) জন ডিউই।
D) মারে।

উঃ-A) হুটন।

English Pedagogy

 

1. From the following which is alternative from the other three with respect to find motor movement_____?
A) Dictation.
B) Dot joining.
C) Separation of fruits and vegetables.
D) Handwriting.

Ans:-C) Separation of fruits and vegetables.

2. Choose one of the best options from the following. At the pre primary stage reading allowed while writing is given importance. According to that which theory is true______?
A) Insight.
B) Imitation.
C) Trial & error.
D) Conditioning.

Ans:-D) Conditioning.

3. Due to Emile, the noblest work in education is to make a/an. Select one of the best options from the following?
A) Entrepreneur.
B) Thinker.
C) Reasoning man.
D) Good citizen.

Ans:-D) Good citizen.

4. Which is not taken into consideration while preparing the blue-print for a test?
A) Instructional objectives.
B) Topic.
C) Teaching time.
D) From a questions.

Ans:-C) Teaching time.

5. The Field of study concerned with the construction of thought processes, including remembering and decision making is called______?
A) Education.
B) Pedagogy.
C) Cognitive development.
D) Epistemology.

Ans:-C) Cognitive development.

6. What is the psychology?
A) Science of mind.
B) Science of the soul.
C) Science of behaviour.
D) Science of consciousness.

Ans:-C) Science of behaviour.

7. Indicate true option. The more often a pacific ability is used the_______it becomes.
A) Stronger.
B) Weaker.
C) More important.
D) Less important.

Ans:-B) Weaker.

আরও দেখুন:- প্রাইমারি টেট ইংরেজি প্র্যাকটিস সেট 8

8. From the following options which are not a factor of motivation?
A) Incentive.
B) Prize.
C) Practice.
D) Praise.

Ans:-C) Practice.

9. Indicate true option. The longer a specific ability is unused________ it becomes.
A) Stronger.
B) Weaker.
C) More important.
D) Less Important.

Ans:-B) Weaker.

10. What did we call that this stage from 2 to 6 years?
A) Infancy.
B) Pre-Childhood.
C) Pre-adolescence.
D) Later childhood.

Ans:-B) Pre-Childhood.

11. Due to Jean, children develop abstract logic and reasoning skill during?
A) Pre operational stage.
B) Sensorimotor stage.
C) Concrete operational stage.
D) Formal operational stage.

Ans:-D) Formal operational stage.

12. The tutor studies pupils group behaviour mainly by which of the methods. Indicate one of the best_____?
A) Experimentation.
B) Interview.
C) Observation.
D) Case history.

Ans:-C) Observation.

13. Chose one of the best option from the following. Children are egocentric during _____ and ______ stages.
A) Formal operational, sensorimotor.
B) Sensorimotor, pre-operational.
C) Concrete operational, formal operational.
D) Pre operational, concrete operational.

Ans:-B) Sensorimotor, pre-operational.

14. Which is not show the child’s emotion?
A) Sorrow.
B) Pleasure.
C) Tolerance.
D) Curiositym.

Ans:-C) Tolerance.

15. According to Jean, children are no longer ecocentric when entering______?
A) Formal operational stage.
B) Concrete operational stage.
C) Sensorimotor stage.
D) Pre-operational stage.

Ans:-B) Concrete operational stage.

16. Which is not an element of intellectual development____?
A) Thinking.
B) Imagination.
C) Creativity.
D) Tolerance.

Ans:-D) Tolerance.

17. Due to Piaget’s theory of cognitive development, the operation all stage starts at age_____?
A) 3
B) 1
C) 7
D) 5

Ans:-C) 7

18. Which is not included under “Exceptional category”?
A) Retarded.
B) Slow.
C) Gifted.
D) Normal.

Ans:-D) Normal.

19. Due to Piaget’s theory of cognitive development, formal stage starts at age_____?
A) 6
B) 5
C) 8
D) 7

Ans:-D) 7

20. Which is not an element of mastery learning?
A) Alternate methods of teaching.
B) Use of alternate textbook.
C) Group teaching.
D) Child centratd learning activity.

Ans:-C) Group teaching.

Environmental Science

 

1. কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত?:- পেরিয়ার।

2. কোন নদীটি ‘ধলেশ্বরী’ এবং ‘দ্বারকেশ্বর’ নামেও পরিচিত?:- রূপনারায়ণ।

3. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়:- ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা।

4. “তৈলচিত্র পুরানো হয়ে কালো হয়ে যায়” -কোন যৌগের উপস্থিতিতে?:- সিসার যৌগ।

5. স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হল:- কলশপত্রী।

6. রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ক্লিক করলে একটি গন্ধ পাওয়া যায়। এই গন্ধটি কিসের:- ইথাইল ম্যারক্যাপটানের।

7. পশ্চিমবঙ্গে পক্ষী অরণ্য কোথায় অবস্থিত:- বহরমপুর।

8. জীবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে:- ভিটামিন।

9. ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয়:- ১-৭ অক্টোবর।

আরও পড়ুন:- প্রাইমারি টেট শিশু মনোবিদ্যা‌ প্র্যাকটিস সেট ২০

10. স্তন্যপায়ী প্রাণীদের শ্বেতসারের। পরিপাক শুরু হয়:- মুখগহ্বর থেকে।

11. ভাইরাস ঘটিত রোগ গুলি হল:-এনকেফেলাইটিস, পীতজ্বর, চিকুনগুনিয়া।

12. একটি তরল অধাতু হলো:- ব্রোমিন।

13. ব্যালেন্স ডায়েটে থাকা প্রয়োজন:- কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ ও প্রোটিন।

14. রিও-ডি-জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক কেন হয়েছিল?:- পরিবেশের জন্য।

15. পরিবেশ দূষণ করে এমন একটি বিদ্যুৎ শক্তি হলো:- তাপবিদ্যুৎ শক্তি।।

16. যৌথ বন পরিচালনা কর্মসূচি পশ্চিমবঙ্গে কোথায় প্রথম শুরু হয়:- আরাবাড়ি।

17. আপনি মিড ডে মিল রান্নার জন্য সূর্যমুখী তেল ব্যবহার করার পরামর্শ দিলেন কারণ:- এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পূর্ণ তেল বলে।

18. একজন মানুষের ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ক্ষরণের জন্য কোন ভিটামিন দায়ী:- ভিটামিন K এর অভাব।

19. জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয়, কারণ:- দুধের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপের চেয়ে কম।

20. আলেয়া সৃষ্টির জন্য দায়ী জৈব গ্যাসটি হল:- মিথেন।

21. ডিটারজেন্ট জলকে দূষিত করে, কারণ এতে আছে:- ফসফেট।

22. বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অর্থ সাহায্য করে কোন সংস্থা:- WWF.

23. মানুষের পাকস্থলীতে শিশু অবস্থায় দুগ্ধ পরিপাককারী যে উৎসেচকটি পাওয়া যায়, তা হল:- রেনিন।

24. কোথায় বছরের অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয়:- মেরু অঞ্চলে।

25. ‘Dust Bowl’ কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত:- মৃত্তিকা ক্ষয়।

26. কাঁচা আম পাকানোর জন্য কোন কেমিক্যালটি ব্যবহার করা হয়:- ক্যালসিয়াম কার্বাইড।

27. একজন ডাক্তার রোগীকে কিছু ওষুধ লিখে দিলেন তার সঙ্গে সবুজ শাকসবজি, আমলা এবং গুড় খাওয়ার পরামর্শ লেখেন রোগীটি কোন রোগে ভুগছে:- অ্যানিমিয়া।

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১৭

28. কিছু পাখি আমাদের থেকে চার গুণ বেশি দেখতে পায় সেগুলি হল:- চিল, ঈগল, শকুন।

29. আমাদের দেশের কোন রাজ্যের মানুষ সামুদ্রিক মাছ এবং নারকেল তেল রান্না খেতে পছন্দ করে?:- গোয়া।

30. মিথোজীবী পুষ্টি দেখা যায়:- লাইকেন।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান

Leave a comment