প্রগতিবাদী শিক্ষা || Progressive Education

প্রগতিবাদী শিক্ষা || Progressive Education

 

প্রগতিবাদী শিক্ষা || Progressive Education

প্রগতিবাদী শিক্ষার ধারণা

আমেরিকায় প্রগতিবাদী শিক্ষায় বহুদিনব্যাপী সর্বাপেক্ষা প্রভাবশালী শিক্ষাদর্শন ছিল। প্রগতিবাদ এর প্রধান লক্ষ্য ছিল শিক্ষাক্ষেত্রের নমনীয় মনোভাব গ্রহণ করা। শিক্ষায় প্রগতিবাদ দর্শনের মূল ভিত্তি ছিল পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদ যার মূল প্রবক্তা ছিলেন যথাক্রমে পিয়ার্স, জেমস এবং জন ডিউই

প্রগতিবাদের মূলনীতি সমূহ(Basic Principles of Progressism)

শিক্ষার আদর্শায়ন, কঠোর মানসিক দৃষ্টিভঙ্গি, গণপাঠদান পদ্ধতি, শিক্ষাবিজ্ঞানের যান্ত্রিকতার বিরোধিতায় প্রগতিবাদের মূল বিষয়। Washington D C-এর “The Progressive Education Association” প্রগতিবাদের নিম্নক্ত মূল নীতিগুলি উল্লেখ করেছে-
1. শিশুকে সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী বলে বিবেচনা করা।
2. স্বাভাবিক বিকাশের জন্য শিশুকে স্বাধীনতা দান।
3. আগ্রহ কাজে প্রেষণা সঞ্চার করে।
4. বিজ্ঞানসম্মতভাবে শিশুর বিকাশ পর্যালোচনা করা।
5. শিশুর শারীরিক এবং ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
6. শিশুর চাহিদা পূরণে গৃহ এবং বিদ্যালয়ের সমবেতভাবে সক্রিয় হবে।
7. শিক্ষক পথপ্রদর্শক, তিনি টাক্সমাস্টার নন।
8. কাজের মাধ্যমে শিক্ষা, প্রজেক্ট এবং পরীক্ষামূলক শিখনের উপর গুরুত্ব আরোপ করা।
9. জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের ওপর গুরুত্ব আরোপ।
10. সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা।
11. পাঠ্য পুস্তকের ওপর গুরুত্ব হ্রাস।
12. সমাবেতভাবে শিখন প্রজেক্টের ওপর গুরুত্ব আরোপ।
13. শিশুর প্রজেক্ট এবং উপাদানের নিরিখে মূল্যায়ন।

প্রগতিবাদী শিক্ষার গুণাবলী (Qualities of Progressive Education)

1. কাজের মাধ্যমে শিক্ষা(learning by doing), হাতে কলমে শিক্ষা (hands-on project), অভিজ্ঞতা মূলক শিখন।
2. সমন্বয়ী অখণ্ড পাঠক্রম (integrated multidimensional curriculum)।
3. দলগত শিক্ষা (group work)।
4. সমালোচনামূলক চিন্তন।
5. এক যোগী ও সহযোগী শিখন পরিকল্পনা (collaborative and cooperative learning)।
6. প্রাথমিক পাঠক্রমের মধ্যে সামাজিক শিক্ষার সমন্বয় ও সেবামূলক পরিকল্পনার অন্তর্ভুক্তিকরণ।
7. ভবিষৎ সমাজের উপযোগী বিষয়বস্তু নির্বাচন ও দক্ষতা গঠন।
8. জীবনব্যাপী শিখনের ওপর জোর।
9. পাঠ্যপুস্তক অপেক্ষা বিভিন্ন শিখন সম্পদের ওপর গুরুত্ব আরোপ।

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1. প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয়-
A) ইংল্যান্ডে
B) আমেরিকায়
C) জার্মানে
D) কোনোটিতেই নয়

2. প্রগতিবাদী শিক্ষাদর্শনের আন্দোলনের পশ্চাতে কারণ গুলি হল-
A) আমেরিকায় আর্থিক সংকট
B) স্বেচ্ছাচারী শিক্ষাদর্শন
C) পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা
D) উপরের সবগুলি

3. প্রগতিবাদী শিক্ষাদর্শনের আন্দোলনে পথিকৃৎ হলেন-
A) জন ডিউই
B) ডব্লিউ সি বাগলে
C) স্ট্যানলি হল
D) কিলপ্যাট্রিক

4. প্রগতিবাদী শিক্ষাদর্শনের বিরোধী হল-
A) শিক্ষাব্যবস্থাকে আদর্শায়ন করা
B) মনকে শৃঙ্খলা বদ্ধ করা
C) পাঠদানের গণপদ্ধতি ব্যবহার
D) উপরের সবগুলি

5. নিচের কোনটি প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়-
A) শিক্ষক হবেন শিক্ষার্থীর টাক্সমাস্টার
B) পাঠ্যপুস্তকের ওপর গুরুত্ব হ্রাস
C) শারীরিক ও ব্যক্তিত্ব বিকাশের উপাদানগুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা
D) শিক্ষাপদ্ধতি হিসেবে প্রকল্পের সাহায্য গ্রহণ

6. প্রগতিবাদী শিক্ষার নীতি হলো-
A) স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন
B) জীবনকেন্দ্রিক পাঠক্রমের উপর গুরুত্ব আরোপ
C) সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা
D) উপরের সবগুলি

7. কোনটি ঠিক নয়?
প্রগতিবাদী শিক্ষার লক্ষ্য হলো-
A) সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ
B) ব্যক্তির বিকাশ অপেক্ষা সামাজিক বিকাশের উপর অধিক গুরুত্ব আরোপ
C) সমবেতভাবে সামাজিক কাজে অংশগ্রহণের সাহায্য করা
D) যে কোন উপায়ে সমগ্র ব্যক্তির বিকাশ

8. নিচের কোনটি সঠিক নয়?
প্রগতিবাদের সমর্থকগণ-
A) পূর্বনির্ধারিত পাঠ্যপুস্তককেন্দ্রিক পাঠক্রমের বিরোধিতা করেন
B) কোনো বিষয়কে নির্দিষ্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সুপারিশ করেন
C) একাধিক বিষয়কে সম্পর্কযুক্ত করার সুপারিশ করেন
D) অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম সুপারিশ করেন

9. প্রগতিবাদীকে শক্তিশালী করতে নিম্নোক্ত বিষয়গুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজন-
A) ইতিহাস
B) গণিত
C) বিজ্ঞান
D) সব গুলি

10. প্রগতিবাদী শিক্ষায় শিক্ষণ পদ্ধতি হল-
A) ব্যক্তিগত পদ্ধতি যেমন ডালটন পদ্ধতি
B) প্রজেক্ট পদ্ধতি
C) বক্তৃতা পদ্ধতি
D) আলোচনা পদ্ধতি
উঃ প্রজেক্ট পদ্ধতি ও আলোচনা পদ্ধতি

 

 

Leave a comment