পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট ১ || PSC Clerkship or Food SI GK Practice Set 1

পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট ১ || PSC Clerkship or Food SI GK Practice Set 1

PSC Clerkship or Food SI GK Practice Set 1

1. ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে?:- ৪ঠা ডিসেম্বর।

2. Jimmy George Award জিতল কোন লং জাম্পার?:- মুরালি শ্রীশংকর।

3. কোথায় 10000তম জান ঔষধি সেন্টারটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?:- দেওঘর।

4. সর্বোচ্চ ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী?:-ভি.আর. ললিথাম্বিকা।

5. আর. বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলো?:-তৃতীয়।

6. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?:- ম্যাক্স প্লাঙ্ক।

7. নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য?:-মেঘালয়।

8. তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত?:- বরাকর।

9. কম্পিউটার সাইন্সের জনক কাকে বলা হয়?:- অ্যালান টুরিং।

10. কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়?:-১৯০৪ সালে।

11. সকলোত্তরপথনাথ উপাধি কে পান?:- হর্ষবর্ধন।

12. জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন?:- ফিরোজ শাহ তুঘলক।

13. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?:- ১৮৮৩ সালে।

14. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করে?:-শিশিরচন্দ্র বসু।

15. ভারতের কোন স্থান চরুটের জন্য বিখ্যাত?:-ডিন্ডিগুল।

16. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?
A) হায়দার আলি।
B) সফদার দুর্গ।
C) মীর কাসিম।
D) টিপু সুলতান।
উঃ-D) টিপু সুলতান।

17. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি কোথায় অবস্থিত?:- ফারাক্কা।

18. কে ‘খালসা’ প্রবর্তন করেন?:-গুরু গোবিন্দ সিং।

19. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন কে?:- সিরসির পান্ডুরাও হেগড়ে।

20. শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে?:- কঠিনে।

21. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত দিন?:- ১২০ দিন।

22. “I do what I do” বইটির লেখক কে?:- রঘুরাম জি রাজন।

23. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন কেমিক্যাল?:- ল্যাকটিক অ্যাসিড।

24. খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতিবছর ৫ই ডিসেম্বরকে কি বিশেষ দিন হিসেবে পালন করে?:- বিশ্ব ভূমি দিবস।

25. কে ‘নিউ ল্যাম্পস ফর ওল্ড’ এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গত ভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন?:- অরবিন্দ ঘোষ।

26. বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল?:- কুন্দগ্রাম।

27. ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলন কে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857”?:- ভাইসরয় লর্ড লিনলিথগো।

28. মুর্শিদাবাদ জেলাকে দু’ভাগে ভাগ করেছে কোন নদী?:- ভাগীরথী নদী।

29. সিকিম কবে ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়?:- ১৯৭৫ খ্রিস্টাব্দে।

30. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?:- জে.বি.কৃপালিনী।

31. মানুষের দুধ দাঁতের সংখ্যা কতগুলি?:- ২০টি।

32. নিম্নলিখিত অফিস গুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানের রাখা হয়নি?
A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।
B) লোকসভার ডেপুটি স্পিকার।
C) রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার।
D) ডেপুটি প্রাইম মিনিস্টার।
উঃ-D) ডেপুটি প্রাইম মিনিস্টার।

33. কংগ্রেসকে ‘আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?:- লর্ড ডাফরিন।

34. ১০০ ml বিশুদ্ধ রক্ত কত পরিমান অক্সিজেন গ্রহণ করতে পারে?:- ২০ml.

35. Ombudsman প্রতিষ্ঠান-এর সূত্রপাত হয় কোথায়?:- সুইডেন-এ।

36. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?:- কাবেরী।

37. “ব্রেন ফিভার” সৃষ্টিকারী জীবাণু কোনটি?:- জাপানি এনকেফেলাইটিস ভাইরাস।

38. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না?:- হেপারিন।

39. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয়?:- ক্যারোলাস লিনিয়াস।

40. কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে?:- বিপাশা।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

Leave a comment