পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট পার্ট ৭ || PSC Clerkship or Food SI GK Practice Set part 7

পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট পার্ট ৭ || PSC Clerkship or Food SI GK Practice Set part 7

PSC Clerkship or Food SI GK Practice Set part 7

1. মাম্পস রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন?

উঃ- মরিস হিলম্যান।

2. কবে ‘ইন্টারন্যাশনাল কফি ডে’ পালিত হয়?

উঃ- ১ লা অক্টোবর।

3. পতঙ্গের মাধ্যমে পরাগযোগ কে কি বলা হয়?

উঃ- এনটোমোলজি।

4. জাইলেম জলসংবহন করে কি থেকে কিসে?

উঃ- মূল থেকে পাতায়।

5. সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত দলটির নাম কি ছিল?

উঃ- ফরওয়ার্ড ব্লক।

6. ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস ২০২৪ সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল?

উঃ- জলন্ধর, পাঞ্জাব।

7. কোন সুলতান ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন?

উঃ- টিপু সুলতান।

8. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ- ধর্মপাল।

9. ম্যাগনেসিয়াম হলো কি ধরনের ধাতু?

উঃ- ক্ষার ধাতু।

10. ‘খোদা-ই-খিদমদগার’ দলের প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে?

উঃ- ১৯৩০ সালে।

11. শৈবাল সাগর কোথায় অবস্থিত?

উঃ- আটলান্টিক মহাসাগরে।

12. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ‘সম্পত্তির অধিকার’ কে মৌলিক অধিকারের তালিকা বহির্ভূত করা হয়?

উঃ- ৪৪ তম।

13. ড্যানিয়েল নাবোয়া কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন?

উঃ-ইকুয়েডর।

14. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভা গুলি পাস করতে পারে কি?

উঃ- রাজ্য সরকারের বার্ষিক বাজেট।

15. কত সালে ‘জনগণমন’ সংগীত প্রথম গাওয়া হয়েছিল?

উঃ- ১৯১১ সালে।

16. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন?

উঃ- মুর্শিদাবাদ।

17. লোকসভার স্পিকার কখন ভোট দেবেন?

উঃ- দুটি বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দিবেন।

18. “Granary of India”(ভারতের শস্য ভান্ডার) কাকে বলা হয়?

উঃ- পাঞ্জাব।

19. মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ হয় কোথায়?

উঃ- ধমনীতে।

20. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল কত সালে?

উঃ- ১৭৮০ সালে।

21. গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ- মোহন সিং ভাকনা।

22. মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

উঃ- ঝাড়খন্ড।

23. পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়?

উঃ- দক্ষিণ আমেরিকা

24. ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম কি?

উঃ- রাজস্থানের জয়সালমীর।

25. কোষের সমবিভাজনকে কি বলা হয়?

উঃ- মাইটোসিস।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর 

Leave a comment