পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি‌ পার্ট ১০ || PSC Clerkship Practice Set 10

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা প্রস্তুতি‌ পার্ট ১০ || PSC Clerkship Practice Set 10

 

PSC Clerkship Practice Set 10

1. চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা কে?

উঃ- বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়।

2. আধুনিক পর্যায় সারণির প্রথম ধাতব উপাদান কোনটি?

উঃ- লিথিয়াম।

3. কোন শহর world athletics championship 2023 আয়োজন করছে?

উঃ- বুদাপেস্ট।

4. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?

উঃ- ঋকবেদ।

5. রেক্টিফায়ার এর কাজ কি?

উঃ- AC থেকে DC তে রুপান্তর।

6. কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে?

উঃ- মাদ্রাজের সন্ধি।

7. ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত?

উঃ- পুনে।

8. ভারতের সংবিধানের আর্টিকেল গুলির মধ্যে কোনটি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে?

উঃ- আর্টিকেল 44.

9. পানীয় জল ও দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়?

উঃ- শব্দোত্তর শব্দ।

10. দিল্লির কোন সুলতান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের মতামত বোঝার উন্নয়নের লক্ষ্যে একটি “অনুবাদ বিভাগ” করেছিলেন?

উঃ- ফিরোজ শাহ তুঘলক

11. ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয়?

উঃ- সিলভার ব্রোমাইড।

12. আপেক্ষিক রোধের CGS একক কি?

উঃ- ওহম-সেমি।

13. 2023 সালের এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কি ছিল?

উঃ- পাকিস্তান ও শ্রীলংকা।

14. কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

উঃ- রাজস্থান।

15. কে ‘সুলতান-ই আজম’ নামে পরিচিত ছিলেন?

উঃ- ইলতুৎমিস।

16. ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে কোথায়?

উঃ- Directive Principle of State Policy (DPSP)-এ।

17. মিষ্টি স্বাদ পাওয়া যায় জিভের কোন অংশে?

উঃ- জিভের সামনে অংশে।

18. ভারতের কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে কি বলা হয়?

উঃ- নগর।

19. ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন?

উঃ- উদয় কুমার ধর্মলিঙ্গম।

20. কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন?

উঃ- বিন্দুসার।

21. রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে?

উঃ- শ্বেত রক্তকণিকা।

22. কোন গ্রীক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন?

উঃ- মেগাস্থিনিস।

 

প্রতিদিন এই ধরনের প্র্যাকটিস সেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৯

 

 

Leave a comment