পি এস সি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৯ || PSC Clerkship Practice Set 9

পি এস সি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৯ || PSC Clerkship Practice Set 9

 

PSC Clerkship Practice Set 9

 

1. বর্গাদার প্রথা প্রথমে কোথায় প্রয়োগ করা হয়েছিল?

উঃ- বর্গাদার প্রথা প্রথমে পশ্চিমবঙ্গে প্রয়োগ করা হয়েছিল।

2. পাকস্থলীতে অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্য কে কি বলে?

উঃ-পাকস্থলীতে এসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যকে কাইম বলে।

3. কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ রূপে পরিচিত?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত।

4. ভারতের সংবিধান অনুযায়ী মৃত্যুদন্ড মুকুব করার অধিকার আছে শুধুমাত্র কার?

উঃ- ভারতের সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড মুকুব করার অধিকার আছে শুধুমাত্র রাষ্ট্রপতির।

5. তাপমাত্রা বৃদ্ধিতে কোন তরলের সান্দ্রতা কিরূপ পরিবর্তন হয়?

উঃ- তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের সান্দ্রতা হ্রাস পাবে।

6. ভারতের সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র কিসের বিষয় হবে?

উঃ- এটি একটি অঙ্গরাজ্যের বিষয়।

7. কোন ধারা অনুসারে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক যুক্ত হন?

উঃ- ১৫৫ ধারা অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

8. হীরকের কঠিনত্বের কারণ কি?

উঃ- চতুস্তলক গঠন।

9. মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত?

উঃ- মার্স গ্যাস নামে মিথেন গ্যাস পরিচিত।

10. বাহ্যিক চৌম্বক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত করতে কী ব্যবহৃত হয়?

উঃ- কাঁচা লোহার আচ্ছাদন।

11. LTE এর পুরো নাম কি?

উঃ- Long Term Evolution.

12. উত্তর রেলের সদর দপ্তর কোথায়?

উঃ- নিউ দিল্লি।

13. কোন সাতবাহন শাসক “একব্রাহ্মণ” উপাধি গ্রহণ করেছিলেন?

উঃ- গৌতমি পুত্র সাতকর্ণী।

14. কোন মৌল উভধর্মী অক্সাইড গঠন করে?

উঃ- অ্যান্টিমনি।

15. ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি?

উঃ- NSE.

16. ১৯২৯ সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন?

উঃ- জওহরলাল নেহেরু।

17. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?

উঃ- আয়োনোস্ফিয়ার।

18. রাফাইড কিসে দেখা যায়?

উঃ- রাফাইড কচুতে দেখা যায়।

19. সূর্যের নিকটতম গ্রহ হল কোনটি?

উঃ- বুধ।

20. অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন?

উঃ- উপগুপ্ত।

21. প্রেসার কুকারের প্রস্তুতিতে কোন নীতিকে কাজে লাগানো হয়?

উঃ-তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে।

22. কোন প্রাণীতে অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক উভয়ই দেখা যায়?

উঃ- হাইড্রা।

23. ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থলবিন্দু কি?

উঃ-কন্যাকুমারী।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান

 

আরও পড়ুন:- পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৮

 

Leave a comment