পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট পার্ট ১২ || PSC Clerkship Practice Set Part 12

পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট পার্ট ১২ || PSC Clerkship Practice Set Part 12

 

PSC Clerkship Practice Set Part 12

 

1. আর রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল?:-

উঃ-আলাউদ্দিন খলজী।

2. “The Golden Years” শিরোনামে বই লিখলেন কে?

উঃ- রাস্কিন বন্ড।

3. প্যাটজিয়াম কোন প্রাণীর বৈশিষ্ট্য?

উঃ- বাদুর।

4. কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হলো কোনটি?

উঃ- নাবার্ড (NABARD).

5. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে কে শপথ বাক্য পাঠ করেছিলেন?

উঃ- লর্ড মাউন্টব্যাটেন।

6. পার্সিদের বিখ্যাত উৎসব ‘নওরোজ’ কে চালু করেন?

উঃ- গিয়াসউদ্দিন বলবন।

7. হর্ষঙ্ক বংশের রাজধানীর নাম কি?

উঃ- রাজগীর।

8. তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি?

উঃ- অ্যামমিটার।

9. পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি:-

উঃ- কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়, কন্যাটি JJ Home-এর বাসিন্দা হয়, কন্যাটি তার বাবা-মা দুজনকেই হারিয়ে থাকে।

10. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কোন নদী নামে পরিচিত?

উঃ-রূপনারায়ণ।

11. “Yaas” হল একটি সুপার সাইক্লোন যার নাম দিয়েছে কোন দেশ?

উঃ- ওমান।

12. চিল্কামাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার?

উঃ- কর্ণাটক।

13. তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ পরিচালনা করে কবে?

উঃ- ১৮৩১ সালে।

14. 2027 সালের ODI ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি?

উঃ- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে।

15. মার্কো পোলো কোন দেশের বাসিন্দা ছিলেন?

উঃ- ইতালি।

16. ‘Katley’ মাছকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করল কোন রাজ্য?

উঃ- সিকিম।

17. কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল?

উঃ- লোহা।

18. কে একজন অন্ধকবি, কৃষ্ণপূজারী ও কৃষ্ণমাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?

উঃ- সুরদাস।

19. ভারতের ইতিহাসে গুপ্তচর বৃদ্ধির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়?

উঃ- মৌর্য যুগে।

20. ডঃ আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন?

উঃ- ৩২ নম্বর ধারা।

21. পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাস করেছে?

উঃ-১৯৫৫ সালে।

22. আম্র বৃষ্টি কোন রাজ্যে দেখা যায়?

উঃ- কেরল।

23. ভারতের আদ্রতম রাজ্য কোনটি?

উঃ- মেঘালয়।

24. “আমার জীবনই আমার বাণী”- কার উক্তি?

উঃ- মহাত্মা গান্ধী।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১১

Leave a comment