পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪ || State Geography Questions Answers Part 4

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪ || State Geography Questions Answers Part 4

State Geography Questions Answers Part 4

1. পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ দেখা যায়?

উঃ- বাঁকুড়া জেলায়।

2. পশ্চিমবঙ্গের কোথায় যৌথ বনসংরক্ষণ প্রকল্পের প্রথম সার্বিক রূপায়ন ঘটেছে?

উঃ- মেদিনীপুরের আরাবারি গ্রামে।

3. পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় কত উচ্চতায়?

উঃ-১৫০০-৩০০০ মিটার উচ্চতায়।

4. পশ্চিমবঙ্গের শতকরা কত পরিমাণে বনভূমি রয়েছে?

উঃ- ১৩.৩৮%

5. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?

উঃ- দার্জিলিং।

6. বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত?

উঃ- আলিপুরদুয়ার।

7. কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করা হয়?

উঃ- ১৯৮৭ খ্রিঃ।

8. সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ নামে নথিভুক্ত করা হয়েছে?

উঃ-ম্যানগ্রোভ বনভূমির জন্য।

9. পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কত উচ্চতায় টেম্পারেট জঙ্গল দেখা যায়?

উঃ- ২০০০ মিটার উচ্চতায়।

10. পশ্চিমবঙ্গে Clouded Leopard দেখা যায় কোথায়?

উঃ- বক্সায়।

11. পশ্চিমবঙ্গের কোন জেলায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?

উঃ-উত্তর 24 পরগনা।

12. নিম গাছ কি ধরনের উদ্ভিদ?

উঃ- প্রান্তীয় আদ্র চিরহরিৎ গাছ।

13. পর্ণমোচী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি?

উঃ-বছরে একবার পাতা ঝরায়।

14. ‘National Botanical Garden’ ভারতের কোথায় অবস্থিত?

উঃ- হাওয়ায়।

15. সুন্দরবন কোথায় দেখা যায়?

উঃ- পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে।

16. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসেবে?

উঃ-রামসার স্থান হিসেবে।

17. গরুমারা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত?

উঃ-একশৃঙ্গ গন্ডার।

18. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ-আলিপুরদুয়ার।

19. “সাদা অর্কিডের দেশ” কাকে বলা হয়?

উঃ-কার্শিয়াং।

20. অর্জুন, শিমুল, শাল, পলাশ প্রভৃতি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে উদ্ভিদ?

উঃ- মালভূমি অঞ্চলের উদ্ভিদ।

21. পশ্চিমবঙ্গে কোন বনাঞ্চলটি অধিক দেখা যায়?

উঃ- চিরহরিৎ অরণ্য।

22. শিমুল ও পলাশ হল কি ধরনের উদ্ভিদ?

উঃ- ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য।

23. লোথিয়ান ও হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত?

উঃ-দক্ষিণ 24 পরগনা।

24. পাইন, ওক, ম্যাপল প্রভৃতি কী ধরনের উদ্ভিদ?

উঃ- সরলবর্গীয় উদ্ভিদ।

25. সুন্দরী, গরান, গেওয়া, হোতাল কি ধরনের উদ্ভিদ?

উঃ-ম্যানগ্ৰোভ উদ্ভিদ।

26. নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

উঃ- কালিম্পং।

27. জোরপোখরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?

উঃ- দার্জিলিং।

28. কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত?

উঃ- রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।

29. পশ্চিমবঙ্গের কোন জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে কম?

উঃ- কলকাতা।

30. কোন জাতীয় উদ্ভিদে শ্বাসমূল/ঠেসমূল দেখা যায়?

উঃ- ম্যানগ্রোভ।

31. পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের কত উচ্চতায় মিশ্র বনভূমি দেখা যায়?

উঃ- ১০০০-১৫০০ মিটার।

32. পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানের দ্বিতীয় সর্বাধিক গন্ডার রয়েছে?

উঃ- জলদাপাড়া।

33. বীরভূম জেলার বন্যপ্রাণী অভয়ারণ্যটি কি জন্য বিখ্যাত?

উঃ- হরিণ।

34. পশ্চিমবঙ্গের কোথায় পার্বত্য রডোডেনড্রন উদ্ভিদের প্রাধান্য রয়েছে?

উঃ- দার্জিলিং।

35. আম, জাম, বট প্রভৃতি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের উদ্ভিদ?

উঃ- সমভূমি অঞ্চল।

36. পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হল কোনটি?

উঃ- সুন্দরবন।

37. পশ্চিমবঙ্গের নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য কোথায় দেখা যায়?

উঃ-১০০০-২৫০০ মিটার উচ্চতায়।

38. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক?

উঃ- দক্ষিণ 24 পরগণা।

39. সজনেখালি অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?

উঃ- দক্ষিণ 24 পরগণা।

40. পশ্চিমবঙ্গে উপস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা কত?

উঃ- ৬ টি।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৩

 

Leave a comment