সুলতানি যুগের ইতিহাস MCQ || Sultani Yuger Ititihas MCQ

সুলতানি যুগের ইতিহাস MCQ || Sultani Yuger Ititihas MCQ

 

Sultani Yuger Ititihas MCQ:আজ আমরা সুলতানি যুগের ইতিহাস MCQ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেব। সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে তিন-চার টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই সমস্ত পরীক্ষার প্রস্তুতি জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ।

Sultani Yuger Ititihas MCQ

সুলতানি যুগের ইতিহাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

1. কার সময়ে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন?:-ইলতুৎমিস

2. ভারত আক্রমণের উদ্দেশ্যে বাবরকে আমন্ত্রণ করেন কে?:- দৌলত খাঁ লোদী

3. কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন?:- বলবন

4. দাস বংশের শেষ সুলতান কে ছিলেন?:- কায়ুমর্স

5. আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি?:- আলী গুরসাম্প।

6. দিল্লির কোন সুলতানের দু-বার রাজ্যভিষেক হয়?:- আলাউদ্দিন খলজী

7. “সিকন্দর-ই-সানি” উপাধি কে গ্রহণ করেন?:- নাসিরউদ্দিন খলজী

8. কর্মসংস্থান দপ্তর, দার-উল-সাফা, দেওয়ান- খয়রাত এবং দেওয়ান-ই-ইস্তিহক এগুলো কে প্রতিষ্ঠা করেন?:- ফিরোজ শাহ তুঘলক

9. পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেন কে?:- ফিরোজ শাহ তুঘলক।

10. সুলতানি যুগে ইকতা শব্দের অর্থ কি ছিল?:- এক ধরনের ভূমিরাজস্ব প্রদান যা গ্রাম বা কোনো অঞ্চল থেকে নেওয়া হতো।

11. কোন যুদ্ধ মহম্মদ ঘুরির সামনে দিল্লির দরজা উন্মুক্ত করে দেয়?:- তরাইনের দ্বিতীয় যুদ্ধ।

12. কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন?:- দাস রাজবংশ।

13. ভারতীয় কোন শাসকের কাছে মোহাম্মদ ঘোরি পরাজিত হন?:- গুজরাটের চালুক্য দ্বিতীয় ভীমদেব, চৌহান বংশের তৃতীয় পৃথ্বীরাজ।

14. কবে খলজি বিপ্লব সংঘটিত হয়?:- 1290 খ্রিস্টাব্দে।

15. সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থার প্রবর্তন করেন কে?:- আলাউদ্দিন খলজী

16. দিল্লির সুলতানি শাসনের পতন কবে হয়?:- 1206 খ্রিস্টাব্দে।

17. দিল্লি সুলতানের রক্ষাকর্তা কে ছিলেন?:- গিয়াসউদ্দিন বলবন

18. জালালউদ্দিন মঙ্গবরনি কে ছিলেন?:- খোয়ারজিম বা খিবার শাসক।

19. দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন?:- ইব্রাহিম লোদী

20. মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন কেন?:- মুঘল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য।

21. দানশীলতার জন্য ‘লক্ষ্যদাতা’ বা ‘লাখবক্স’ নামে পরিচিত ছিলেন কোন সুলতান?:- দাস বংশীয় কুতুবউদ্দিন আইবক।

22. কুতুবউদ্দিন আইবক নির্মিত অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তিটি কি?:- আড়াই-দিন-কা-ঝোপড়া।

23. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?:- নাসিরউদ্দিন মামুদ শাহ।

24. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?:- ইব্রাহিম লোদী।

25. ‘পাগলা রাজা’ নামে পরিচিত ছিলেন কে?:- মহন্মদ বিন তুঘলক।

26. “দেওয়ান-ই-আম-ই-কোহি” কে গঠন করেন?:- মোহাম্মদ বিন তুঘলক

27. সুলতানি যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?:- বিল্লন (রূপা ও তামা মিশন)।

28. কোন সুলতান ২৪ টি কর তুলে নেন?:- ফিরোজ শাহ তুঘলক।

29. সুলতানি যুগের আকবর কাকে বলা হয়?:- ফিরোজ শাহ তুঘলক।

30. কোন সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন?:- ফিরোজ শাহ তুঘলক

31. দিল্লির কোন সুলতান দ্বিগবিজয়ী এবং দ্বিতীয় আলেকজান্ডার হতে চেয়েছিলেন?:- আলাউদ্দিন খলজী।

32. দিল্লির কোন সুলতান মসজিদ ধ্বংস করেন এবং রাজ্যসভায় মূর্তি পূজার প্রচলন করেন?:- নাসিরউদ্দিন খসরু শাহ।

33. দিল্লির প্রথম কোন সুলতান ‘গাজী’ উপাধি গ্রহণ করেন?:- গিয়াসউদ্দিন তুঘলক।

34. আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন এর কারন কি ছিল?:- স্বল্প বেতনের সৈন্য বাহিনীর রক্ষণাবেক্ষণ।

35. লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন?:- বকতিয়ার খলজী।

36. দিল্লির কোন সুলতান ‘দরবেশী রাজা’ নামে পরিচিত ছিলেন?:- নাসিরউদ্দিন মামুদ শাহ।

37. ‘চল্লিশ চক্র’ কে ধ্বংস করেন?:- গিয়াসউদ্দিন বলবন ওরফে উলুঘ খাঁ।

38. দেওয়ান-ই-আর্জি নামক সামরিক দপ্তর কে প্রতিষ্ঠা করেন?:- গিয়াসউদ্দিন বলবন।

39. কুতুবমিনার বর্তমানে যে অবস্থায় সেটি শেষ পর্যন্ত পুনঃসংস্কার করেছিলেন কে?:- ফিরোজ শাহ তুঘলক।

40. সুলতানি যুগে সরকারি ভাষা কি ছিল?:- ফরাসি

41. ইলতুৎমিস শিক্ষা কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল?:- পাটনায়

42. দিল্লির খলজি সুলতানরা কি ছিলেন?:- তুর্কি

43. কোন সুলতান নিজেকে ‘খলিফা’ বলে ঘোষণা করেন?:- কুতুবউদ্দিন মুবারক শাহ

44. খলজি বংশের ‘ধ্বংসকর্তা’ বলে কে পরিচিত?:- মালিক কাফুর

45. তুর্কান-ই-চাহেলগানি বা চল্লিশ চক্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?:- ইলতুৎমিস

46. দিল্লির কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি পান?:- ইলতুৎমিস

 

 

 

Leave a comment