The Important Questions of Life Science for Competitive Exam: সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা‌ জীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন

The Important Questions of Life Science for Competitive Exam: সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা‌ জীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন

 

The Important Questions of Life Science for Competitive Exam: আজ জীব বিজ্ঞান থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলি কম বেশি সমস্ত পরীক্ষার এসেছে। এই প্রশ্ন উত্তর গুলির মাধ্যমে আপনারা জানতে পারবেন Competitive Exam-এ কিরকম প্রশ্ন আসে। তাই আর দেরি না করে ঝটপট একবার দেখে নিন।

The Important Questions of Life Science for Competitive Exam

জীব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

1. জীব বিজ্ঞানের জনক কোন বিজ্ঞানীকে বলা হয়?:- অ্যারিস্টটল

2. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?:- শুশুক

3. ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কি?:- ডলি

4. সবচেয়ে বড় কোষের নাম কি?:- উট পাখির ডিম।

5. ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?:- মাছ

6. ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?:- কেঁচো

7. সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?:- তেলাপোকা

8. প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?:- মাইটোকন্ড্রিয়াকে

9. প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে?:- কেঁচো কে

10. বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে?:- আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টি করে।

11. জীবাণু বিদ্যার জনক কে?:- লুই পাস্তুর।

12. সবচেয়ে ক্ষুদ্রতম জীবের নাম কি?:- মানব ডিম্বাণু ।

13. পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?:- বামন চিকা।

14. পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি?:-রাফলেসিয়া টুয়ান-মুডে।

15. শরীর বিদ্যার জনক কাকে বলা হয়?:- উইলিয়াম হার্ভে।

16. সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?:- ভন লিউয়েন হুক।

17. অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে?:- ডারউইন

18. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?:- থিওফ্রাসটাস

19. জিনের রাসায়নিক গঠনের নাম কি?:- DNA

20. সিঙ্কোনা কি কাজে ব্যবহৃত হয়?:- ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে।

21. শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি?:- সবুজ উদ্ভিদ

22. উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?:- ফুল

23. সবচেয়ে বড় ঘাস কি?:- বাঁশ

24. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?:- সিঙ্কোনা

25. কমলালেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?:- অ্যাসকরবিক অ্যাসিড।

26. বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি?:- বৈলাম

27. আঙুরে কোন এসিড থাকে?:- টারটারিক অ্যাসিড।

28. কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য?:- ক্যালশিয়াম অক্সালেট

29. দুধের প্রোটিনের নাম কি?:- কেজিন

30. লেবুতে কোন অ্যাসিড থাকে?:- সাইট্রিক অ্যাসিড

31. চায়ের পাতায় কোন উপাদান থাকে?:- থিন

32. কফিতে কোন উপাদান থাকে?:- ক্যাফেইন

33. আপেলে কোন অ্যাসিড থাকে?:- সালিক অ্যাসিড

34. দুধে কোন অ্যাসিড থাকে?:- ল্যাকটিক অ্যাসিড।

35. আমলকিতে কোন অ্যাসিড থাকে?:- অক্সালিক অ্যাসিড।

36. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?:- টারটারিক অ্যাসিড।

37. তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে?:- নিকোটিন

38. দুধের শর্করাকে কি বলে?:- ল্যাকটোজ

39. সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় কোথায়?:- ডাবে

40. খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে?:- শুটকি মাছে।

41. কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?:- নিউক্লিয়াস

42. কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?:- প্লাটিপাস

43. বৃহত্তম সামুদ্রিক পাখির নাম কি?:- অ্যালবাট্রোস

44. পৃথিবীর দ্রুততম পাখির নাম কি?:- সুইফট বার্ড

45. বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?:- ডিপথেরিয়া

­

 

Leave a comment