পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদী সমূহ || The Important River of West Bengal

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদী সমূহ || The Important River of West Bengal

 

সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Exam Preparation Bengali সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করছে। Exam Preparation Bengali -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত PSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে।

Exam Preparation Bengali এর তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ নদনদী বিস্তারিত আলোচনা করা হলো। তো আপনারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি আর্টিকেলটি দেখুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এটি PSC Clerkship ও Food SI পরীক্ষার জন্য খুবই উপকারী হয়ে উঠবে।

The Important River of West Bengal

পশ্চিমবঙ্গের নদীগুলি তাদের উৎস এবং প্রবাহের ভিত্তিতে চারটি ভাগে বিভক্ত।

1. উত্তরবঙ্গের নদী।

2. গঙ্গা ও তার উপনদী সমূহ।

3. পশ্চিম মালভূমির নদী।

4. দক্ষিণবঙ্গের বা সুন্দরবনের নদী।

উত্তরবঙ্গের নদী:

• হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন এবং উত্তর ও দক্ষিণ দিকে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলিকে উত্তরবঙ্গের নদী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।

• এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট।

• এই নদীগুলিতে সারা বছর জল থাকে তাই এগুলি চিরপ্রবাহ নদীও বলা হয়।

• পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের প্রধান নদী গুলি হল মহানন্দা, তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি, রায়ডাক।

গঙ্গা ও তার উপনদী সমূহ:

• গঙ্গা নদী উত্তরাখণ্ডের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে।

• এর মোট দৈর্ঘ্য ২৫১০ কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৫২০ কিলোমিটার।

• মুর্শিদাবাদ জেলার ধুলাইনের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে, এর একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। অন্য শাখাটি বেঁকে দক্ষিণদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

• মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এটি ভাগীরথী নামে পরিচিত এবং হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এটি হুগলি নদী নামে পরিচিত।

পশ্চিম মালভূমির নদী:

• পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী হল অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ন, হলদি এবং সুবর্ণরেখা।

• এই নদীগুলি পশ্চিমে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী-হুগলি নদীর সাথে মিলিত হয়।

• এই নদীগুলি বৃষ্টি নির্ভর নদী কারণ এগুলোতে সাধারণত বর্ষাকালে জল থাকে।

দক্ষিণ বা সুন্দরবন অঞ্চলের নদী:

• এই নদীগুলির জোয়ারের জলে পুষ্ট। দক্ষিণবঙ্গ হলো বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলের বেশিরভাগ নদী হুগলি নদীর উপনদী।

• দক্ষিণের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী হল ইচ্ছামতী, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা, গোসাবা, হাড়িভাঙ্গা প্রভৃতি।

• উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ার দ্বারা প্রভাবিত হওয়ায় নদীগুলির জল লবণাক্ত।

FAQ:

1. ‘ত্রাসের নদী’ নামে কোন নদী পরিচিত?

উঃ- তিস্তা নদী।

 

 

প্রতিদিন বিভিন্ন পরীক্ষার নোটস বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- ফুড এস আই প্র্যাকটিস সেট ১১

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি পশ্ন উওর

 

Leave a comment