WB Food SI Practice Set 1 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 1 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট । এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 1

WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice set 1

1. কোথায় ভগবান বুদ্ধদেব তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন?

উঃ- কুশিনগর।

• তিনি ৮০ বছর বয়সে ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের কুশিনগর নামক স্থানে মৃত্যুবরণ করেন। ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। সুতরাং, আমরা বলতে পারি যে ভগবান বুদ্ধ কুশীনগর এ মৃত্যুবরণ করেছিলেন।

2. ‘বুদ্ধ’ শব্দের অর্থ কি?

উঃ- আলোকপ্রাপ্ত ব্যক্তি।

3. বৌদ্ধধর্মে ‘পতিমোক্ষ’ বলতে কী বোঝায়?

উঃ-সঙ্ঘের নিয়মাবলী।

4. কে শকাব্দ চালু করেন এবং কখন?

উঃ- ৭৮ খ্রিস্টাব্দে কণিষ্ক।

• শব্দের সম্রাট কনিষ্ক খ্রিস্টীয় ৭৮ সালে সিংহাসনে আহরণ করেন। এই বর্ষ টিকে স্মরণীয় রাখতে তারা ২২ মার্চ, ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দীর প্রচলন করেন।

5. কে প্রথম অশোকের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার করেছিলেন?

উঃ- জেমস্ প্রিন্সেপ।

• সবচেয়ে বিখ্যাত মৌর্য শাসক ছিলেন অশোক। প্রথম শাসক যিনি শিলালিপির মাধ্যমে তার বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় এবং ব্রাক্ষ্মী লিপিতে লেখা। প্রাকৃত শিলালিপি গুলি ব্রাক্ষ্মী ও খরোষ্ঠী লিপিতে লেখা হয়েছিল, যা একজন সাধারন মানুষও পড়তে ও বুঝতে পারতো। পাকিস্তানের এলাকায় পাওয়া শিলালিপিগুলো খরোষ্ঠী লিপির।

6. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ- বৃহদ্রথ।

• মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। শেষ মৌর্য শাসনকর্তা বৃহদ্রথকে খ্রিস্টপূর্ব ১৮৫ সালে তাঁর প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিলেন। শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ।

7. কুষাণদের আদি বাসভূমি কোথায় ছিল?

উঃ- মধ্য এশিয়া।

8. কোন মুঘল সম্রাটের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করেছিল?

উঃ- জাহাঙ্গীর।

9. কে খালসা প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ-গুরু গোবিন্দ সিং।

• গুরু গোবিন্দ সিং ‘খালসা’ প্রতিষ্ঠা করেছিলেন। খালসা প্রথা ১৬৯৯ সালে শিখ ধর্মের দশম গুরু, গুরু গোবিন্দ সিং দ্বারা শুরু হয়েছিল।

10. কবে বক্সারের যুদ্ধ হয়েছিল?

উঃ- ১৭৬৪ সালে।

• ১৭৬৪ সালের ২২ শে অক্টোবর বক্সারের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি তাদের বাংলা ও বিহারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করেছিল। হেক্টর মুনরো এবং মীর কাসিমের সম্মিলিত বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল যার মধ্যে ছিল সুজা-উদ-দৌলা, দ্বিতীয় শাহ আলম ইত্যাদি।

11. ‘সেগুন কাঠের দেশ’ বলা হবে কাকে?

উঃ- মায়ানমারকে।

• সেগুন গাছের আদি নিবাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষত: ভারত, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তবে পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে এ গাছ পাওয়া যায় ও বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো আফ্রিকা ও ক্যারিবিয়ান দেশ সমূহ।

12. মনিপুরের বিখ্যাত হ্রদের নাম কি?

উঃ- লোকটাক হ্রদ।

• লোকটাক হ্রদ মনিপুরে অবস্থিত। এটি উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি এটার ওপর ভাসমান ফুমদির জন্য বিখ্যাত….এটি সেচ, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য জলের উৎস হিসেবে কাজ করে।

13. মহারাষ্ট্রের মালভূমি কি নামে পরিচিত?

উঃ-ডেকান ট্র্যাপ।

14. পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ- আনাইমুদি।

• পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। আনাইমুদি কেরালায় অবস্থিত, এটি কেরালার সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। আনাইমুদি পাহাড়ের উচ্চতা ২৬৯৫ মিটার এর নামের অর্থ হাতির মাথা।

15. ঠেসমুল দেখা যায় কোন অরণ্যে?

উঃ-ম্যানগ্ৰোভ অরণ্যে।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পি এস সি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১২

 

 

Leave a comment