WB Food SI Practice Set 12 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 12 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 12: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 12

WB Food SI Practice Set 12: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 12

 

1. ব্রোঞ্জের প্রধান উপাদান হল’- CU এবং Sn.

2. পিতল কোন ধাতুদ্বয়ের শংকর?:- তামা ও দস্তা।

3. ধাতুসংকর হলো কি?:- মিশ্র ধাতুর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি।

4. সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু?:- সোডিয়াম।

5. একটি তরল অধাতুর উদাহরণ দাও?:- ব্রোমিন।

6. ম্যাগনেসিয়াম এর একটি আকরিক হল:- ডলোমাইট।

7. গ্যালেনা কার আকরিক:- লেড।

8. টাইপমেটালে কি কি থাকে?:- লেড, টিন ও অ্যান্টিমনি।

9. কোন সংকর ধাতুর মধ্যে আমার থাকে না?:- স্টেনলেস স্টিল।

10. দার্শনিকের উল কাকে বলা হয়?:- জিংক অক্সাইড।

11. লিমোনাইট কোন ধাতুর আকরিক?:- আকরিক লোহা।

12. কোন ধাতুটি ছুরির সাহায্যে সহজে কাটা যায়?:- সোডিয়াম।

13. অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক?:- তামা।

14. একটি চকচকে অধাতু হলো:- আয়োডিন।

15. ক্যালামাইন (Calamine )কোন ধাতুর একটি আকরিক?:- দস্তা।

16. কোনটি অধাতু হলেও তড়িৎ পরিবাহী?:- গ্রাফাইট।

17. কোন ধাতু জার্মান সিলভারে থাকে না?:- রুপা।

18. খনিজে উপস্থিত অবিশুদ্ধিকে কি বলে?:-ধাতু মল।

19. তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুটি হলো:- গ্ৰাফাইট।

20. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?:- গ্যালিয়াম।

21. ধাতুকল্পের মধ্যে থাকে:- ধাতু ও অধাতু উভয়ের গুণ।

22. কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না?:- পারদ।

23. আর্সেনিক একপ্রকার কি?:- ধাতুকল্প।

24. তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়?:- ব্রোঞ্জ।

25. স্বাভাবিক অবস্থায় ধাতুগুলি সাধারনত কি অবস্থায় থাকে?:- কঠিন।

26. সবচেয়ে হালকা ধাতু কোনটি?:- লিথিয়াম।

27. একটি তরল ধাতু হল:- পারদ।

28. জার্মান সিলভার কোন ধাতুর সংকর?:- তামা, দস্তা ও নিকেল।

29. হসমানাইট কোন মৌলের আকরিক?:- ম্যাঙ্গানিজ।

30. দার্শনিকের উল হলো:- ZnO.

31. অ্যামাগাম বা পারদ সংকরের অপরিহার্য উপাদান হল:- পারদ।

32. ব্রোঞ্জের প্রধান উপাদান হলো:- তামা ও টিন।

33. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতু তে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল:- নিকেল।

34. ছাপার কাজে ব্যবহৃত ধাতুসংকরের কি থাকে?:- সিসা ও অ্যান্টিমনি।

35. ক্ষারের সাথে কোন ধাতু কোন অবস্থাতেই বিক্রিয়া করে না?:- লোহা।

36. কঠিনতম অধাতু কোনটি?:- হীরক।

37. লোহার অন্যতম প্রধান আকরিক কি?:- হেমাটাইট।

38. পারদ ছাড়া অপর তরল ধাতু হল:- গ্যালিয়াম।

39. ডুরালুমিন ধাতুসংকরে থাকে:- কপার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ।

40. কোন ধাতুর গলনাংক সবচেয়ে বেশি?:- টাংস্টেন।

41. কোনটিতে মুদ্রা ধাতু বলে?:- তামা।

42. রেডিয়াম পাওয়া যায় কোন আকরিক থেকে?:- পিচব্লেন্ড।

43. কপারের একটি আকরিকের নাম কি?:- কপার গ্লাস।

44. মোনাজাইট কার আকরিক?:- থোরিয়াম।

45. একটি ধাতু যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে:- Zn.

46. একটি লৌহ আকরিকের নাম লেখ:- ম্যাগনেটাইট।

47. ধাতুকল্প হল:- অ্যান্টিমনি ।

48. ক্যালামাইন কার আকরিক?:- জিংক।

49. পারদ ছাড়া একটি তরল ধাতু হলো:- গ্যালিয়াম।

50. টাইপ মেটালের যে ধাতুগুলি উপস্থিত:- লেড অ্যান্টিমনি ও টিন।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment