WB Food SI Practice Set 2 | এক ক্লিকে দেখে নিন ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 2 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 2, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট । এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 2

WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 2

1. কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উঃ-করমন্ডল উপকূলে।

  •  তামিলনাড়ুর উপকূলভাগ করমন্ডল উপকূল নামে পরিচিত। এই উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।

2. ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ-উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত।

  • বন গবেষণা প্রতিষ্ঠান(FRI) ভারতীয় বন গবেষণা এবং শিক্ষা পরিষদের একটি প্রতিষ্ঠান। এটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন কর্তৃক একে একটি গণ্য বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।

3. ১ অ্যাস্ট্রোনমিক্যাল একক বলতে কাদের মধ্যেকার দূরত্বকে বোঝায়?

উঃ-পৃথিবী এবং সূর্য।

আরও পড়ুন:- ফুড সাব ইন্সপেক্টর প্র্যাটটিস সেট 2

4. তড়িৎ প্রবাহমাত্রার এককের নাম কি?

উঃ-অ্যাম্পিয়ার।

  •  তড়িৎ প্রবাহের এসআই একক হল অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে ১ কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়।

5. আলোকবর্ষ কিসের একক?

উঃ-দূরত্ব।

  •  আলোকবর্ষ একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান ৯৪৬ হাজার কোটি কিলোমিটার। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোকবর্ষ হল এক জুলীয় বছরে শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব।

6. ভিটামিন-E এর অভাবজনিত রোগ কি?

উঃ- বন্ধ্যাত্ব।

  • ভিটামিন-E এর অভাবের কারণে পেশি দুর্বলতা, হাঁটতে অসুবিধা, হাত-পা অসাড় হয়ে যাওয়া, দৃষ্টিজনত সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

7. দলত্যাগ বিরোধী আইন কোন তালিকায় আছে?

উঃ-দশম।

  • দলত্যাগ বিরোধী আইনটি ভারতীয় সংবিধানের দশম তফশিলটিতে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের ৫২ তম সংশোধনী ভারতীয় সংবিধানে দশম তফশিলটিকে যুক্ত করেছিল। ভারতীয় সংবিধানের ৫২ তম সংশোধনটি দলত্যাগ বিরোধী আইন নামে পরিচিত।

8.পারমানবিক শক্তি দপ্তর কোন মন্ত্রকের অধীন?

উঃ-প্রধানমন্ত্রী।

  • পরমাণু শক্তি বিভাগ প্রধানমন্ত্রীর সরাসরি দায়িত্বে ৩রা আগস্ট ১৯৫৪ সালের প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিভাগটি পারমাণবিক শক্তি প্রযুক্তির উন্নয়ন, কৃষি, ওষুধ, শিল্প এবং মৌলিক গবেষণার ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির প্রয়োগে নিযুক্ত রয়েছে।

9. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে?

উঃ-৩৫ বছর।

10. আন্দামান ও নিকোবর কোন হাইকোর্টের অধীন?

উঃ-কলকাতা হাইকোর্ট।

• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চল কলকাতা হাইকোর্টের এখতিয়ারের অধীনে আসে। কলকাতা হাইকোর্ট ছিল ভারতের প্রথম হাইকোর্ট এবং এটি ১৮৬২ সালে উদ্বোধন করা হয়েছিল।

11. কত সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়?

উঃ-১৮৬২ সালে।

• ১৮৬১ সালের হাইকোর্ট আইন বলে ১৮৬২ সালের ১ জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়।

12. সর্ববৃহৎ পাখি যা উড়তে পারে না, তার নাম কি?

উঃ-অস্ট্রিচ।

13. মস্তিষ্কের কোন অংশ দেহের আবেগকে নিয়ন্ত্রিত করে?

উঃ- হাইপোথেলামাস।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment