WB Food SI Practice Set 3| ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 3 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 3: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 3

WB Food SI Practice Set 3: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

GK Questions Answers

1. অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?

উঃ-গুপ্ত বংশ।

2. ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু কি?

উঃ- স্বাধীনতার অধিকার।

3. আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল কোন সালে?

উঃ- একবারও জারি হয়নি।

4. বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত?

উঃ- ওড়িশা।

5. কোন প্রাণীটি তিব্বতে পরিবহনের জন্য ব্যবহৃত হয়?

উঃ- ইয়াক।

6. টেগোর সেন্টার ফর দ্য স্টাডি অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন কোথায় অবস্থিত?

উঃ- হিমাচল প্রদেশ।

7. ভারতের পরিবেশগত আন্দোলনগুলির মধ্যে কোনটি গাছ কাটা রোধে সরাসরি সম্পর্কিত ছিল?

উঃ- চিপকো আন্দোলন।

 আরও পড়ুন:- পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৪

8. কে ভারতের আর্থিক নীতি(Monetary Policy) প্রণয়ন করে?

উঃ- ভারতীয় রিজার্ভ ব্যাংক।

9. কোন বছরে সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন?

উঃ-১৯২৫ সালে।

10. পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে?

উঃ- রেগুর।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান

 

 

Leave a comment