WB Food SI Practice Set 4 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 4 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 4: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 4

WB Food SI Practice Set 4: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 4

1. আকবর কবে মৃত্যু বরণ করেন?

উঃ-১৬০৫ সালে।

2. গ্লুকোমা মানব দেহের কোন অংশের রোগ?

উঃ- চোখে।

3. আজ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে?

উঃ- একবারও নয়।

4. থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে?

উঃ- ৮ই মে।

5. প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট জয়ী হন?

উঃ- শিপ্রা মজুমদার।

6. “Arns and the Man” কে লিখেছেন?

উঃ- G B Shaw.

7. কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন?

উঃ- রাষ্ট্রপতি।

8. প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে?

উঃ- ১৯৯২ সালে।

9. পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি?

উঃ- রো।

10. বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?

উঃ- স্বর্ণকুমারী দেবী।

11. “চৈত্র ভূমি” কার সমাধিস্থল?

উঃ-বি আর আম্বেদকর।

12. লোথাল কোথায় অবস্থিত?

উঃ- গুজরাটে।

13. লোহা ও অ্যালুমিনিয়াম কোন মাটিতে অধিক রয়েছে?

উঃ- পেডালাকার।

14. এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে আছে?

উঃ- মহারাষ্ট্র।

15. মিশি ও দাফনা ভাষা কোথায় প্রচলিত?

উঃ- অরুণাচল প্রদেশ।

16. মাইট্রাল কপাটিকা কোন দুটি সংযোগস্থলে অবস্থান করে?

উঃ-বাম অলিন্দ ও বাম নিলয়।

17. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?

উঃ- ১২৭৫৬ কিলোমিটার।

18. পায়োরিয়া কোন ধরনের জীবাণু ঘটিত রোগ?

উঃ- প্রোটোজোয়া।

19. বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত?

উঃ-ছয়টি ভাগে বিভক্ত যথা- শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ ও জ্যোতিষ।

20. তানসা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

উঃ- মহারাষ্ট্র।

21. সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কোথায় অবস্থিত?

উঃ-আমেদাবাদ।

22. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?

উঃ- ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড।

23. আমেদাবাদ সত্যাগ্ৰহ কত সালে হয়?

উঃ- ১৯১৮ সালে।

24. পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত?

উঃ- দশটি।

25. “নবজীবন” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ-মহাত্মা গান্ধী।

26. সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট?

উঃ- শেরশাহ।

27. “কাদম্বরী” কার রচনা?

উঃ- বানভট্ট।

28. তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায় কোন রাজবংশের আমলে?

উঃ-গুপ্ত রাজবংশ।

29. কোষ বাদের প্রবর্তক কে?

উঃ-স্লেইডেন ও সোয়ান।

30. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

উঃ-পল বর্গ।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:-WB PSC Clerkship Practice Set 15

Leave a comment