WB Food SI Practice Set 5 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 5 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 5: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 5

WB Food SI Practice Set 5: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 5

1. গোলাপী বিপ্লবের জনক কে?

উঃ-দুর্গেশ প্যাটেল।

2. ‘রুদ্ধসংগীত’ নাটকটি কার জীবন অবলম্বী সৃষ্ট?

উঃ- দেবব্রত বিশ্বাস।

3. ‘প্যারাডাইস রিগেন্ড’ এ রচয়িতা কে?

উঃ-মিলটন।

4. এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছেন?

উঃ- ক্যাম্পবেল উইলসন।

5. ভারতের ৫০ তম প্রধান বিচারপতি কে?

উঃ- বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়।

6. হাবু শর্মা কার ছদ্মনাম?

উঃ- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

7. দাক্ষিণাত্যের রানী বলা হয় কাকে?

উঃ- পুনে।

8. মানবদেহের মাইটোকনড্রিয়াবিহীন কোষটির নাম কি?

উঃ- লোহিত রক্তকণিকা।

আরও পড়ুন:- WB Food SI Practice Set 7 

9. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন?

উঃ- দৌলত খাঁ লোদি।

10. রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোন জেলায়?

উঃ- হুগলি জেলায়।

11. Orchha শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উঃ- বেতোয়া নদী।

12. QR Code এর QR এর পুরো নাম কি?

উঃ- Quick Response.

13. ‘আগুন পাখি’ এর লেখক কে?

উঃ- হাসান আজিজুল হক্।

14. ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে?

উঃ- ৬ টি।

15. বিপাকের গঠনমূলক পর্যায় কোনটি?

উঃ- উপচিতি।

16. কোন ধাতুটি সর্বাধিক তাপ পরিবাহী?

উঃ- Ag.

17. কোন গুপ্ত সম্রাট কে ভারতের পরিত্রাতা বলা হয়?

উঃ- স্কন্দগুপ্ত।

18. হৃদপিন্ডের পেশীকে কি বলা হয়?

উঃ-মায়োকার্ডিয়াম।

19. জলসমের একক কি?

উঃ- গ্ৰাম।

20. Global Hunger Index 2023 এ ভারতের Rank কত?

উঃ- ১১১ তম।

21. সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী কোনটি

উঃ- ফিউশন।

22. ভারতের প্রথম কামান্ডার ইন চিফ কে ছিলেন?

উঃ- কে. এম. কারায়াপ্পা।

23. জাতীয় গণিত দিবস কোন তারিখে পালিত হয়?

উঃ- ২২ শে ডিসেম্বর।

24. কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন কত সালে হয়?

উঃ-১৯৩৭ সালে।

25. পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন?

উঃ- মরক্কো।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment