WB Food SI Practice Set 6 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 6 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 6: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 6

WB Food SI Practice Set 6: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 6

1. প্রথম রাজিব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উঃ- বিশ্বনাথ আনন্দ।

2. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজীর সঙ্গে কারা ছিলেন?
উঃ-সরোজিনী নাইডু ও মদনমোহন মালব্য।

3. ‘Outstanding business women of the year 2023’ অ্যাওয়ার্ড জিতলেন কে?
উঃ-বীণা মোদী।

4. সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ?
উঃ-লাল কৃষ্ণ আদভানি।

5. ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যের সার্বিকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করল কোন দেশের অর্থমন্ত্রী?
উঃ- ভারত।

6. কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরী?
উঃ- উত্তরাখন্ড।

7. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কে সিংহাসনে বসেন?
উঃ-প্রথম কুমার গুপ্ত।

8. ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতির পদের শূন্যপদ কত মাসের মধ্যে পূরণ করা হবে?
উঃ-৬ মাসের মধ্যে।

9. কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিবৃতি(বাজেট) নিয়ে আলোচনা করা হয়েছে?
উঃ- ধারা ১১২।

10. স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি?
উঃ- দামোদর উপত্যকা প্রকল্প।

11. যদি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব এখন যা আছে তার এক-চতুর্থাংশ হয়ে যায়, তাহলে সূর্যের দ্বারা পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করা হয় তার কি পরিবর্তন হবে?
উঃ- এখন যা আছে তার ১৬ গুণ।

12. গ্যালেনা ও লিথার্জ কোন ধাতুর আকরিক?
উঃ- সীসা।

13. কার্বন পরমাণুর মধ্যে দ্বিগুণ বা তিনগুণ বন্ধন যুক্ত কার্বনের যৌগকে আমরা কি বলি?
উঃ- অসম্পৃক্ত কার্বন যৌগ।

14. ত্রুটিপূর্ণ জিনের কারণে কোন রোগ হয়?
উঃ-হিমোফিলিয়া।

15. ট্রমাটোলজি কিসের সাথে সম্পর্কিত?
উঃ-ক্ষত ও টার্নওভার অধ্যায়ন।

16. ১৯১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে হিন্দুস্তান গদর পার্টি চালু করা হয়েছিল?
উঃ- সান ফ্রান্সিসকো।

17. ভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ- আগা খান তৃতীয়।

18. ১৯০২ সালে কোনটির সংস্কারের জন্য ফ্রেজার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ- পুলিশ।

19. ভোক্তা মূল্য সূচক (CPI) কি গণনা করে?
উঃ- উভয় পণ্য এবং পরিষেবা।

20. ওস্তাদ ঈসা মুঘল আমলের কোন ভবনের নকশা ও স্থাপত্যের সাথে সম্পর্কিত?
উঃ- তাজমহল।

21. চৌগান খেলার ফলে ঘোড়া থেকে পড়ে নিচের মধ্যে কে মারা যায়?
উঃ- কুতুবউদ্দিন আইবক।

22. কোন বনভূমি ভারতের সর্বাধিক এলাকা দখল করে?
উঃ- গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পর্ণমোচী।

23. ভারতের বৃহত্তম শিপইয়ার্ডের নাম কি?
উঃ- কোচি বন্দর।

24. কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত থাকবে?
উঃ- অনুচ্ছেদ ১৫৪।

25. ইটাই ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী?
উঃ- ক্যাডমিয়াম।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment