WB Food SI Practice Set 7 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 7 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 7: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 7

WB Food SI Practice Set 7: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 7

 

1. সারা ভারত কৃষক সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ-লক্ষ্ণৌ।

2. অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?
উঃ- পাঁচ বছর।

3. তুর্কির মুদ্রা কি নামে পরিচিত?
উঃ-লিরা।

4. বিখ্যাত মার্কানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত?
উঃ-রাজস্থান।

5. বাহমনী রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
উঃ- গুলবর্গা।

6. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
উঃ- চিত্তরঞ্জন দাশ।

7. ক্লোরোফিলে কোন ধাতু আছে?
উঃ- ম্যাগনেসিয়াম।

8. ‘লীলাবতী’ লিখেছিলেন কোন ব্যক্তি?
উঃ- ভাস্করাচার্য।

9. ভারতে ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো কি ধরনের অধিকার?
উঃ- আইনত অধিকার।

10. ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল কোনটি?
উঃ- অন্ধ্রপ্রদেশ।

11. ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন?
উঃ-মিশ্র অর্থনীতি।

12. তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলে?
উঃ- ব্লিজার্ড।

13. ভারতের ৫০ তম প্রধান বিচারপতির নাম কি?
উঃ- ডি অয়াই চন্দ্রচুর।

14. ত্রিপোলি কোন দেশের রাজধানী?
উঃ- লিবিয়া।

15. ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন?
উঃ- কুষাণ।

16. লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে?
উঃ- ডায়াপটার এককে।

17. এনজাইম কি ধর্মী?
উঃ- প্রোটিনধর্মী।

18. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?
উঃ- মেঘালয়।

19. দাঁতের ফাক বন্ধ করতে ব্যবহৃত হয় কোন অ্যামালগ্রাম?
উঃ- সিলভার অ্যামালগ্ৰাম।

20. সবুজ সোনা কাকে বলা হয়?
উঃ- চা কে।

21. পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত?
উঃ- ২২ টি।

22. মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি GSM এর পুরো কথাটি হল কি?
উঃ- Global System for Mobile.

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment