WB Food SI Practice Set 9 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 9 | ফুড সাব ইন্সপেক্টর সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WB Food SI Practice Set 9: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB Food SI Practice Set 9

WB Food SI Practice Set 9: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘Genaral Knowledge’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত General Knowledge -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WB Food SI Practice Set

Food SI পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Food SI Practice Set 9

 

1. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এর নাম কি?
উঃ- ভারতরত্ন।

2. বিখ্যাত “হওয়া মহল” রাজস্থানের কোন শহরে অবস্থিত?
উঃ- জয়পুর।

3. ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ কে প্রবর্তন করে?
উঃ- শেরশাহ।

4. ‘দ্য রেস অফ মাই লাইফ’ আত্মজীবনীটি কোন ক্রিড়াবিদের?
উঃ- মিলখা সিং।

5. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দারিদ্র দূরীকরণের বিষয়টিকে প্রথমবার প্রধান উদ্দেশ্য হিসেবে সম্বোধন করে?
উঃ- পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

6. কোন শহরে মেহরানগড় দুর্গ অবস্থিত?
উঃ- যোধপুর।

7. কে চেন্নাইতে কালক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন যা চারুকলার অধ্যয়নে গুরুত্বপূর্ণ কেন্দ্র?
উঃ- রুক্মিণী দেবী অরুন্ডলে।

8. কোন রাজ্যে ভুটিয়া নৃত্য পরিবেশিত হয়?
উঃ- সিকিম।

9. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ- জ্যোতিবা ফুলে।

10. কোন বইটি প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আত্মজীবনী?
উঃ- My Life.

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment