গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ নতুন নিয়োগ, যোগ্যতা, বয়স, বেতন, সিলেবাস দেখুন || WB Gram Panchayat Sahayak Recruitment 2024

গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ নতুন নিয়োগ, যোগ্যতা, বয়স, বেতন, সিলেবাস দেখুন। WB Gram Panchayat Sahayak Recruitment 2024

 

WB Gram Panchayat Sahayak Recruitment 2024

WB Gram Panchayat Sahayak Recruitment 2024:

পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় গ্রাম পঞ্চায়েত দফতারে কর্মী নিয়োগ হবে। প্রায় ৭৫০০ পদের আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করার জন্য সিলেবাস বয়স বেতন সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা করা হয়েছে তা ভালোভাবে দেখে নিন।

যোগ্যতা:

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। ৫০% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে।

বয়স:

যে সমস্ত চোখ ব্যক্তির আবেদন করবেন তাদের বয়স সীমা দেখে নিন। General(18-40Years), SC/ST(18-45Years), OBC(18-43Years), PWD(18-45Years).

মাসিক বেতন:

পঞ্চায়েত দপ্তরের সহায়ক পদে চাকরি হলে পে লেভেল 5 প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

যে সমস্ত ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করবেন তাদের প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮৫ নম্বরের মধ্যে। দ্বিতীয় ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৫ নম্বারের মধ্যে।

সিলেবাস:

English=25 নম্বর (10th Standard), Bengali=25 নম্বর (10th Standard), Arithmetic=25 নম্বর (10th Standard), GK=10 নম্বর

আবেদন পদ্ধতি:

গ্রাম পঞ্চায়েত দপ্তরের সহায়ক পদে আবেদন জানাতে হবে। অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে।

সূত্রে খবর, নবান্ন থেকে দুটি আপডেট জানিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- অষ্টম পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ড্রাইভার নিয়োগ 

Leave a comment