বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর || wb Primary tet CDP practice Set 6

বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর || wb Primary tet CDP practice Set 6

 

wb Primary tet CDP practice Set 6

1. স্বাভাবিক শিশু হামাগুড়ি দেয়-
A) চার মাস বয়সে।
B) ছয় মাস বয়সে।
C) দশ মাস বয়সে।
D) পনেরো মাস বয়সে।

উঃ-C) দশ মাস বয়সে।

2. স্বাভাবিক শিশু নিজে নিজে দাঁড়াতে পারে-
A) সাত মাস বয়সে।
B) এক বছর বয়সে।
C) এক বছর তিন মাস বয়সে।
D) দেড় বছর বয়সে।

উঃ-B) এক বছর বয়সে।

3. স্বাভাবিক শিশু হাঁটতে পারে-
A) প্রায় দেড় বছর বয়সে।
B) প্রায় দুই বছর বয়সে।
C) আড়াই বছর বয়সে।
D) তিন বছর বয়সে।

উঃ-A) প্রায় দেড় বছর বয়সে।

4. দু’বছর বয়সে শিশু শেখে মোটামুটি-
A) 100 টি শব্দ।
B) 250 টি শব্দ।
C) 350 টি শব্দ।
D) 500 টি শব্দ।

উঃ-B) 250 টি শব্দ।

5. শিশু ৫ বছর বয়সে শেখে প্রায়-
A) 512 টি শব্দ।
B) 1019 টি শব্দ।
C) 2092 টি শব্দ।
D) 4018 টি শব্দ।

উঃ-C) 2092 টি শব্দ।

6. সেফালোকোডল অনুযায়ী শিশুর বিকাশ সর্বপ্রথম শুরু হয়-
A) শিশুর হাত থেকে।
B) শিশুর মাথা থেকে।
C) শিশুর গলা থেকে।
D) শিশুর গোড়ালি থেকে।

উঃ-B) শিশুর মাথা থেকে।

7. শিশুর আনন্দের প্রক্ষোভটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দ্যের প্রক্ষোভটি বিরক্তিতে পরিণত হতে শুরু করে-
A) প্রায় তিন মাস বয়সে।
B) প্রায় ছয় মাস বয়সে।
C) প্রায় দশ মাস বয়সে।
D) পনেরো মাস বয়সে।

উঃ-B) প্রায় ছয় মাস বয়সে।

8. শিশু মাকে চিনতে পারে-
A) এক মাস বয়সে।
B) দুই মাস বয়সে।
C) পাঁচ মাস বয়সে।
D) আট মাস বয়সে।

উঃ-B) দুই মাস বয়সে।

9. শিশু আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে-
A) পাঁচ-ছয় মাস বয়সে।
B) নয়-দশ মাস বয়সে।
C) নয় মাস বয়সে।
D) বারো মাস বয়সে।

উঃ-A) পাঁচ-ছয় মাস বয়সে।

10. “শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায়, আর চলে গেলে কাঁন্দে” -এই বিষয়টি প্রথম শিশুদের মধ্যে দেখা যায় যে বয়সে তা হল-
A) তিন মাস বয়সে।
B) ছয় মাস বয়সে।
C) নয় মাস বয়সে।
D) বারো মাস বয়সে।

উঃ-A) তিন মাস বয়সে।

11. শিশু বয়স্কদের কথা অনুসরণ করা শুরু করে-
A) তিন-চার মাস বয়সে।
B) আট-নয় মাস বয়সে।
C) দশ-এগারো মাস বয়সে।
D) দেড়-দুই বছর বয়সে।

উঃ-B) আট-নয় মাস বয়সে।

12. শিশু মা শব্দের অর্থ বুঝতে পারে-
A) চার-পাঁচ মাস বয়সে।
B) আট-নয় মাস বয়সে।
C) দশ-এগারো মাস বয়সে।
D) দেড়-দুই বছর বয়সে।

উঃ-B) আট-নয় মাস বয়সে।

13. শিশুর মধ্যে একটা নেতিবাচক মনোভাব দেখা যায়-
A) এক বছর বয়সে।
B) দেড় বছর বয়সে।
C) আড়াই বছর বয়সে।
D) তিন বছর বয়সে।

উঃ-B) দেড় বছর বয়সে।

14. শিশুর বিকাশ প্রক্রিয়ার সূচনা ঘটে-
A) মাতৃগর্ভে।
B) জন্মের সাথে সাথে।
C) এক বছর বয়সে।
D) কৈশোর কালে।

উঃ-A) মাতৃগর্ভে।

15. প্রক্সিমোডিস্টাল অনুযায়ী শিশুর বিকাশ শুরু হয় দেহের-
A) মূল কেন্দ্রবিন্দু থেকে।
B) মস্তক অংশ থেকে।
C) উপরিভাগ থেকে।
D) নিম্নভাগ থেকে।

উঃ-A) মূল কেন্দ্রবিন্দু থেকে।

16. শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত হতে শুরু করে-
A) এক বছর বয়স থেকে।
B) দু বছর বয়স থেকে।
C) চার বছর বয়স থেকে।
D) সাত বছর বয়স থেকে।

উঃ-B) দু বছর বয়স থেকে।

17. শিশুর বিকাশ একটি-
A) ঊর্ধ্বাভিমুখী প্রক্রিয়া।
B) নিম্নাভিমুখী প্রক্রিয়া।
C) পার্শমুখী প্রক্রিয়া।
D) উভমুখী প্রক্রিয়া।

উঃ-B) নিম্নাভিমুখী প্রক্রিয়া।

18. শিশুর দুধ দাঁত গজানো শেষ হয়-
A) দেড় বছর বয়সে।
B) আড়াই বছর বয়সে।
C) সাড়ে তিন বছর বয়সে।
D) সাড়ে চার বছর বয়সে।

উঃ-B) আড়াই বছর বয়সে।

19. শিশুদের মস্তিষ্কের পরিনমন ঘটে-
A) পাঁচ বছর বয়সে।
B) দশ বছর বয়সে।
C) দু-বছর বয়সে।
D) চার বছর বয়সে।

উঃ-B) দশ বছর বয়সে।

20. শিশুর শতকরা ৭৫ ভাগ মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়-
A) এক বছর বয়সে।
B) দুই বছর বয়সে।
C) চার বছর বয়সে।
D) আট বছর বয়সে।

উঃ-B) দুই বছর বয়সে।

21. বৃদ্ধি হল জীবনের ধর্ম, এটি হলো এক প্রকারের জৈবিক-
A) আগ্ৰহ।
B) পরিণমন।
C) উপযোজন।
D) সংরক্ষণ।

উঃ-B) পরিণমন।

22. পরিণমন একটি-
A) অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া।
B) কৃত্রিম প্রক্রিয়া।
C) মনস্তাত্ত্বিক প্রক্রিয়া।
D) স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।

উঃ-D) স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।

23. পরিণমন একটি-
A) কৃত্রিম প্রক্রিয়া।
B) অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া।
C) মনস্তাত্ত্বিক প্রক্রিয়া।
D) জৈবিক প্রক্রিয়া।

উঃ-D) জৈবিক প্রক্রিয়া।

24. স্থূল অর্থে পরিনমন হল-
A) বেড়ে ওঠা।
B) ঘুম থেকে ওঠা।
C) কৈশোর কাল।
D) বার্ধক্য।

উঃ-A) বেড়ে ওঠা।

25. “স্বকীয় এবং আন্তর্জাতিক বৃদ্ধি হল পরিণমন” -এই সংজ্ঞাটি স্থির করেছেন মনোবিদ-
A) কোলেসনিক।
B) গেসেল।
C) স্কিনার।
D) থম্পসন।

উঃ-B) গেসেল।

26. “পরিনমন একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই উপাদান গুলি বাহ্যিকের থেকেও বেশি অভ্যন্তরীণ”-এই কথাটি বলেছেন-
A) মারকুইস।
B) ওয়াইজম্যান।
C) থম্পসন।
D) গেসেল।

উঃ-D) গেসেল।

27. “পরিনমন হল একটি বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্বেও মোটামুটিভাবে সংঘটিত হয়”-এই অভিমত দিয়েছেন মনোবিদ-
A) গেসেল।
B) কোলেসনিক।
C) থম্পসন।
D) স্কিনার।

উঃ-D) স্কিনার।

28. পরিণমনের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক, সেটি হল-
A) পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়।
B) পরিণমনের সক্রিয়তার প্রয়োজন হয়।
C) পরিনমন ব্যক্তির চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
D) পরিণমন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে।

উঃ-D) পরিণমন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে।

29. পরিণমনের ক্ষেত্রে যেটি অসত্য তা হলো-
A) পরিণমন একটি মানসিক প্রক্রিয়া।
B) বিকাশের বিভিন্ন স্তরে পরিণমনের হ্রাস বৃদ্ধি দেখা যায়।
C) পরিনমনের জন্য ব্যক্তির সক্রিয়তার প্রয়োজন হয় না।
D) পরিনমন প্রক্রিয়া সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না।

উঃ-A) পরিণমন একটি মানসিক প্রক্রিয়া।

30. পরিনমন খুব দ্রুত ঘটে-
A) প্রারম্ভিক বাল্যে।
B) প্রান্তীয় বাল্যে।
C) শৈশব ও বয়ঃসন্ধিকালে।
D) বার্ধক্যে।

উঃ-C) শৈশব ও বয়ঃসন্ধিকালে।

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

Leave a comment