শিশু শিক্ষা প্রশ্ন ও উত্তর || WB Primary TET Child Study Practice Set 28

শিশু শিক্ষা প্রশ্ন ও উত্তর || WB Primary TET Child Study Practice Set 28

WB Primary TET Child Study Practice Set 28

 

1. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি?
A. বিভিন্ন শ্রেণীকক্ষে স্বতন্ত্র পার্থক্য পূরণ করে
B. সাধারণ শ্রেণিকক্ষে স্বতন্ত্র পার্থক্য পূরণ করা
C. বিশেষ বিদ্যালয়ে স্বতন্ত্র পার্থক্য পূরণ করা
D. হোম ভিত্তিক নির্দেশের স্বতন্ত্র পার্থক্য পূরণ করা।

উঃ-B. সাধারণ শ্রেণিকক্ষে স্বতন্ত্র পার্থক্য পূরণ করা।

2. কেন একজন শিক্ষককে ব্যতিক্রমী শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে হবে?
A. কারণ এই ধরনের শিক্ষার্থীরা অমনোযোগী হয়
B. কারণ থিসিস শিক্ষার্থীদের মনোযোগের সন্ধানকারী হতে হবে
C. কারণ গড় শিক্ষার্থীদের জন্য প্রয়োগ করা শিক্ষাদান পদ্ধতি এই শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়
D. কারণ এই শিক্ষার্থীরা কখনোই শেখে না যদি না তারা দেখতে পায় যে তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

উঃ-C. কারণ গড় শিক্ষার্থীদের জন্য প্রয়োগ করা শিক্ষাদান পদ্ধতি এই শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়।

3. শেখার অক্ষমতাকে যথাযথ উপায়ে কিভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে?
A. একটি বাহ্যিক এবং শিক্ষাগত ও সাংস্কৃতিক বঞ্চনার কারণে সৃষ্ট হয়
B. এটি অন্তর্মুখী এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মহীনতার কারণে সৃষ্ট হয়
C. এটি বাহ্যিক এবং মানসিক অস্থিরতার কারণে সৃষ্ট হয়।
D. এটি অন্তর্মুখী এবং মানসিক প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট হয়।

উঃ-B. এটি অন্তর্মুখী এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মহীনতার কারণে সৃষ্ট হয়।

4. একটি শ্রেণী কক্ষে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের কি সুবিধা প্রদান করা উচিত?
A. সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত সময় দেওয়া
B. রোটে মুখস্ত করার উপর জোর দেওয়া
C. চাক্ষুষ উদ্দীপনা এবং প্রযুক্তি ব্যবহার করা
D. তাদের প্রতি স্নেহশীল হওয়া।

উঃ-C. চাক্ষুষ উদ্দীপনা এবং প্রযুক্তি ব্যবহার করা।

5. নিচের মধ্যে কাকে অপরাধী শিশু বলা যেতে পারে?
A. যে শিশু সামাজিক নিয়ম কানুন এর বিরুদ্ধে আচরণ করে
B. যে শিশু সকল সামাজিক নিয়ম-কানুন মেনে চলে
C. যে শিশু তার বাবা-মাকে অনুসরণ করে
D. যে সন্তান শুধুমাত্র পিতা-মাতার অবাধ্য হয়।

উঃ-A. যে শিশু সামাজিক নিয়ম কানুন এর বিরুদ্ধে আচরণ করে।

6. শিক্ষায় স্থবিরতার অর্থ কি?
A. একজন শিশুকে একই শ্রেণীতে এক বছরের বেশি সময় ধরে রাখা
B. শিশুর বিদ্যালয়ে যাওয়া না হওয়া
C. সন্তানকে বিদ্যালয়ে ভর্তি না করা
D. শিশুকে বিদ্যালয়ের থেকে ছাড়িয়ে দেওয়া।

উঃ-A. একজন শিশুকে একই শ্রেণীতে এক বছরের বেশি সময় ধরে রাখা।

7. ডিসলেক্সিয়া নিম্নলিখিত কোনটির সাথে জড়িত?
A. মানসিক অসুস্থতা
B. পঠন ব্যাধি
C. আচরণগত ব্যাধি
D. গাণিতিক ব্যাধি।

উঃ-B. পঠন ব্যাধি।

8. নিম্নলিখিত কোনটি? ভারতের সমন্বিত শিক্ষার জনপ্রিয় মডেল নয়।
A. কার্যকরী গ্রুপ
B. ভ্রমণকারী শিক্ষক
C. রিসোর্স রুম
D. সম্পদ কেন্দ্র।

উঃ-A. কার্যকরী গ্রুপ।

9. সৃজনশীল শিশুদের মধ্যে কিরূপ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়?
A. অপসারী চিন্তন
B. মৌলিকতা
C. স্বাধীন চিন্তন
D. সবকটি।

উঃ-D. সবকটি।

আরও পড়ুন:- প্রাইমারি টেট শিশু মনোবিদ্যা‌ প্র্যাকটিস সেট 27

10. শিখন প্রতিবন্ধী একটি শিশুকে:-
A. মূল ধরার স্কুলে পরিবর্তে একটি পৃথক প্রতিষ্ঠানে ভর্তি করা দরকার
B. নিয়মিত স্কুলে পড়ার অধিকার রয়েছে যেখানে তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে
C. বৃত্তিমূলক শিক্ষা দেওয়া উচিত কিন্তু বিজ্ঞান এবং লেখার দক্ষতা শেখানো উচিত নয়।
D. এই ভুলের জন্য কঠোর ভাবে মোকাবিলা করা এবং কঠোর শাস্তি দেওয়া দরকার।

উঃ-B. নিয়মিত স্কুলে পড়ার অধিকার রয়েছে যেখানে তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

11. নিম্নোক্ত ধারণা গুলির মধ্যে কোনটি পাইগেটের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত নয়?
A. অ্যাসিমিলেশান
B. অ্যাকোমোডেশান
C. অ্যাসোসিয়েশান
D. স্কিমা।

উঃ-C. অ্যাসোসিয়েশান।

12. নিজের কোনটি শিখন প্রক্রিয়ার সঙ্গে সবথেকে কম সম্পর্কযুক্ত?
A. পাঠক্রম
B. শিক্ষক-শিক্ষিকা
C. পরিবেশ
D. সহযোগিতা।

উঃ-D. সহযোগিতা।

13. যদি কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে:-
A. তার অনুপস্থিতির জন্য তাকে দোষারোপ করা উচিত।
B. আধুনিক যুগের শিক্ষার্থীদের মনোভাবের কথা ভেবে চুপ করে থাকা উচিত।
C. শিক্ষাদানের ক্ষেত্রে কিছু মনগ্রাহী পদ্ধতি অবলম্বন করা উচিত।
D. কারনটি জেনে তা নির্মূল করা উচিত।

উঃ-D. কারনটি জেনে তা নির্মূল করা উচিত।

14. একজন শিক্ষক/শিক্ষিকা তার শিক্ষার্থীদের মূল্যায়নের তখনই সফল হবেন যখন তিনি:-
A. কঠোর হবেন
B. ক্ষমাশীল ও নমনীয় হবেন
C. নৈর্ব্যক্তিক
D. দ্রুত ও তৎপর হবেন।

উঃ-C. নৈর্ব্যক্তিক।

15. কোনও বিষয়ের মনে রাখা বা ভুলে যাওয়া নির্ভর করে ব্যক্তির চাহিদা বা তাগিদের উপর। এটিকে বলা হয়?
A. পশ্চাদমুখী বাদ
B. প্রক্ষোভমূলক স্মৃতিভ্রষ্টতা
C. নিউরোজেনিক স্মৃতিভ্রষ্টতা
D. পূর্বশিক্ষণ প্রতিবন্ধবাদ।

উঃ-D. পূর্বশিক্ষণ প্রতিবন্ধবাদ।

16. একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসের কোন প্রতিক্রিয়া জানায় না। আপনি কোনটি করবেন?
A. আপনার বিষয়বস্তুকে আরো সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন
B. আপনি তার একার জন্য সকলের ক্ষতি হোক চাইবেন না
C. আপনি তাকে আপনার ক্লাস ছাড়তে বাধ্য করবেন
D. আপনি তাকে কোনরকম সাহায্য করবেন না।

উঃ-A. আপনার বিষয়বস্তুকে আরো সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন।

17. ব্যক্তির বিকাশ নির্ভর করে নিম্নলিখিত চারটির মধ্যে যেকোনো দুটি উপাদানের ওপর। নিচের কোন জোড়াটি সবথেকে উপযুক্ত
I. বংশগতি
II. পরিবেশ
III. ভাষাজ্ঞান
IV. কল্পনাশক্তি
A. I ও II
B. I. ও III
C. II ও III
D. I ও IV

উঃ-A. I ও II

18. শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হল:-
A. মনস্তাত্ত্বিক
B. শাড়ির বৃত্তিয়
C. মনোদৈহিক
D. জৈবিক।

উঃ-C. মনোদৈহিক।

19. বুদ্ধিমত্তা ভাগফল শব্দটি কে প্রবর্তন করেন?
A. বাইনেট
B. উইলিয়াম ষ্টার্ন
C. থর্নডাইক
D. উপরের একটিও নয়।

উঃ-B. উইলিয়াম ষ্টার্ন।

20. একটি ধারণা,দক্ষতা বা মনোভাব এক ব্যক্তি থেকে অন্য ব্যাক্তিতে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে কি বলে:-
A. শিক্ষাদান
B. শিক্ষা
C. সংযোগ
D. কথোপকথন।

উঃ-B. শিক্ষা।

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান।

 

 

Leave a comment