বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর || WB Primary Tet Child Study Practice Set 5

বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর || WB Primary Tet Child Study Practice Set 5

 

বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর || WB Primary Tet Child Study Practice Set 5

1. দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্য গুলির গুণগত পরিবর্তন হলো-
A) বৃদ্ধি।
B) বিকাশ।
C) অভিযোজন।
D) উপযোজন

উঃ-B) বিকাশ।

2. জন্মের পর শিশুদেহের ওজন,উচ্চতা, আকৃতি ইত্যাদির পরিবর্তন হলো-
A) বৃদ্ধি।
B) বিকাশ।
C) সমৃদ্ধি।
D) উন্নয়ন।

উঃ-A) বৃদ্ধি।

3. শিশুর বিকাশ হল-
A) আকারের পরিবর্তন।
B) আয়তনের পরিবর্তন।
C) ওজনের পরিবর্তন।
D) গুণগত পরিবর্তন।

উঃ-D) গুণগত পরিবর্তন।

4. শিশুর ঘাড় শক্ত হয়, থুতনি মাটি থেকে তুলতে পারে-
A) ৪-৫ মাস বয়সে।
B) ৬-৭ মাস বয়সে।
C) ৮-৮ মাস বয়সে।
D) ২ মাস বয়সে।

উঃ-D) ২ মাস বয়সে।

5. শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে, তার দেহে অবস্থিত-
A) DNA-তে।
B) RNA-তে।
C) CSF-তে।
D) CNS -তে।

উঃ-A) DNA-তে।

6. শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে-
A) ভিটামিন।
B) উৎসেচক।
C) হরমোন।
D) হাইড্রোজেন।

উঃ-C) হরমোন।

7. শিশুর দেহে দেহজ বস্তুর স্থায়ী সংযোজন এর মাধ্যমে ঘটে-
A) বিকাশ।
B) বৃদ্ধি।
C) পরিস্ফূরণ।
D) উপযোজন।

উঃ-B) বৃদ্ধি।

8. বিকাশ বলতে-
A) শুধুমাত্র দৈহিক বিকাশকেই বোঝানো হয়।
B) কেবল পরিমাণগত পরিবর্তনকে বোঝায়।
C) কেবল সামাজিক বৈশিষ্ট্যের পরিবর্তনকে বোঝায়।
D) ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া কে বোঝায়।

উঃ-D) ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া কে বোঝায়।

9. “Development is a life-long process which involves maturity and experience”. – এই উক্তিটির প্রবক্তা হলেন-
A) মন্তেসরি।
B) রুশো।
C) হারলক।
D) পেস্তালৎসি।

উঃ-C) হারলক।

10. শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে প্রায়-
A) ১০.৫ ইঞ্চি।
B) ২০.৫ইঞ্চি।
C) ৩০.৫ইঞ্চি।
D) ৪০.৫ইঞ্চি।

উঃ-B) ২০.৫ইঞ্চি।

11. ছয় বছর বয়সে শিশুর উচ্চতার দাঁড়ায় সাধারণত-
A) ২৫-২৬ ইঞ্চি।
B) ৩৩-৩৪ইঞ্চি।
C) ৪২-৪৩ইঞ্চি।
D) ৫২-৫৩ইঞ্চি।

উঃ-C) ৪২-৪৩ইঞ্চি।

12. মনোবিদ জোন্স মানব জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন-
A) তিনটি ভাগে।
B) চারটি ভাগে।
C) পাঁচটি ভাগে।
D) ছয়টি ভাগে।

উঃ-B) চারটি ভাগে।

13. মনোবিদ পিকুনাস মানব জীবন বিকাশের স্তর গুলোকে ভাগ করেছেন-
A) চারটি ভাগে।
B) আটটি ভাগে।
C) দশটি ভাগে।
D) বারোটি ভাগে।

উঃ-C) দশটি ভাগে।

14. বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তার ‘এমিল’ গ্রন্থে মানব জীবন বিকাশের ধারাকে ভাগ করেছেন-
A) চারটি পর্যায়ে।
B) পাঁচটি পর্যায়ে।
C) ছয়টি পর্যায়ে।
D) সাতটি পর্যায়ে।

উঃ-A) চারটি পর্যায়ে।

15. রুশোর মতে, কৈশোর কালের সীমা হল-
A) ৮ থেকে ১২ বছর।
B) ১২ থেকে ১৫ বছর।
C) ১২ থেকে ২২ বছর।
D) ১৪ থেকে ২২ বছর।

উঃ-B) ১২ থেকে ১৫ বছর।

16. “বিকাশ হল বহুবিধ গঠনগত ও কর্মগত বিষয়ের সমন্বয়ের জটিল প্রক্রিয়া”- এই কথাটি বলেছেন-
A) হারলক।
B) অ্যান্ডারসন।
C) লিবার্ট।
D) পাউলস।

উঃ-B) অ্যান্ডারসন।

17. শিশু মাথা তোলে, পাস ফেরে, উপুড় হয়ে গড়াগড়ি দেয়-
A) ৪-৫ মাস বয়সে।
B) ৭-৮মাস বয়সে।
C) ৮-৯মাস বয়সে।
D) ১০-১২মাস বয়সে।

উঃ-A) ৪-৫ মাস বয়সে।

18. অন্যের সাহায্য ছাড়াই শিশু বসতে পারে-
A) ৪-৫ মাস বয়সে।
B) ৭-৮মাস বয়সে।
C) ৮-৯মাস বয়সে।
D) ১০-১২মাস বয়সে।

উঃ-B) ৭-৮মাস বয়সে।

19. আরনেস্ট জোন্স এর মতে, মানবজীবনের বিকাশের ধারাতে পূর্ণবয়স্ককালের ব্যাপ্তি-
A) ৮ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত।
B) ২৬ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত।
C) ১৬ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত।
D) ১৮ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত।

উঃ-D) ১৮ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত।

20. মনোবিদ পিকুনাসের মতে মানব জীবন বিকাশের প্রথম স্তরের নাম-
A) সদ্যোজাত স্তর।
B) প্রারম্ভিক শৈশব স্তর।
C) প্রাক্ জন্মস্তর।
D) প্রারম্ভিক বাল্য স্তর।

উঃ-C) প্রাক্ জন্মস্তর।

21. মনোবিদ পিকুনাসের মতে, সদ্যোজাত স্তরের ব্যাপ্তি শিশুর জন্মের পর থেকে-
A) দুই সপ্তাহ পর্যন্ত।
B) চার সপ্তাহ পর্যন্ত।
C) ছয় সপ্তাহ পর্যন্ত।
D) নয় সপ্তাহ পর্যন্ত।

উঃ- B)চার সপ্তাহ পর্যন্ত।

22. মনোবিদ পিকুনাসের মতে, প্রারম্ভিক শৈশব স্তরের ব্যাপ্তি-
A) জন্মের সময় তাকে এক মাস।
B) এক মাস থেকে এক বছর।
C) এক মাস থেকে দেড় বছর।
D) এক মাস থেকে দুই বছর।

উঃ-C) এক মাস থেকে দেড় বছর।

23. পিকনাসের মতে মানব জীবন বিকাশের চতুর্থ স্তরের নাম-
A) সদ্যজাত স্তর।
B) প্রারম্ভিক শৈশব স্তর।
C) প্রান্তীয় শৈশবস্তর।
D) প্রারম্ভিক বাল্য স্তর।

উঃ-C) প্রান্তীয় শৈশবস্তর।

24. শিশু স্বাধীনভাবে হাঁটতে পারে এবং নিজে নিজে দাঁড়াতে পারে-
A) ৮-৯ মাস বয়সে।
B) ১৪-১৫ মাস বয়সে।
C) ২-৩ মাস বয়সে।
D) ৪-৫ মাস বয়সে।

উঃ-B) ১৪-১৫ মাস বয়সে।

25. মনোবিদ পিকুনাসের মতে, মানব জীবনের বার্ধক্য স্তর শুরু হয়-
A) ৫০ বছর বয়সে।
B) ৬০ বছর বয়সে।
C) ৭০ বছর বয়সে।
D) ৮০ বছর বয়সে।

উঃ-C) ৭০ বছর বয়সে।

26. মনোবিদ পিকুনাস এর মতে শিশুর দেড় থেকে আড়াই বছর বয়সকে বলা হয়-
A) সদ্যজাত স্তর।
B) প্রারম্ভিক শৈশব স্তর।
C) প্রান্তীয় শৈশব স্তর।
D) প্রারম্ভিক বাল্য স্তর।

উঃ-C) প্রান্তীয় শৈশব স্তর।

27. শৈশবে শিশুর দৈহিক বিকাশ ঘটে-
A) খুব মন্তর গতিতে।
B) মাঝারি গতিতে।
C) দ্রুত গতিতে।
D) খুব দ্রুত গতিতে।

উঃ-D) খুব দ্রুত গতিতে।

28. সাধারণত দুই বছর বয়সে শিশুর দৈহিক উচ্চতা হয়-
A) ২২-২৮ ইঞ্চি।
B) ৩২-৩৪ ইঞ্চি।
C) ৩৫-৪০ইঞ্চি।
D) ৪২-৪৪ইঞ্চি।

উঃ-B) ৩২-৩৪ ইঞ্চি।

29. এক বছর বয়সের শিশু বলতে পারে-
A) ৩ থেকে ৪ শব্দ।
B) ৬ থেকে ৮ টি শব্দ।
C) ৯ থেকে ১০ টি শব্দ।
D) ১২ থেকে ১৬ টি শব্দ।

উঃ-A) ৩ থেকে ৪ শব্দ।

30. স্বাভাবিক শিশুরা বসতে শেখে-
A) তিন মাস বয়সে।
B) ছয় মাস বয়সে।
C) নয় মাস বয়সে।
D) এগারো মাস বয়সে।

উঃ-B) ছয় মাস বয়সে।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান।

 

আরও পড়ুন:- Child Study Practice Set-1

আরও পড়ুন:- Child Study Practice Set-2

আরও পড়ুন:- Child Study Practice Set-3 

আরও পড়ুন:- Child Study Practice Set-4

 

Leave a comment