প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা || WB Primary TET Environmental Science PDF 14

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা || WB Primary TET Environmental Science PDF 14

WB Primary TET Environmental Science PDF 14

1. কোন উদ্ভিদের নাম “রেড ডাটা বুক বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে?:- লুপ্তপ্রায় উদ্ভিদ।

2. বিজ্ঞানী হ্যাল্ডেন কোন মতবাদটি প্রদান করেন:-উত্তপ্ত তরল সুপ।

3. কোন পপুলেশনের জন্ম ও মৃত্যুর শতকরা অনুপাত:- ভাইটাল সূচক।

4. World Heritage Site -এ ভারতের কতগুলি ন্যাশনাল পার্ক স্থান পেয়েছে:- পাঁচটি।

5. প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি?:- পাস্তুরেল্লা পেসটিস।

6. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?:- ৭ই এপ্রিল।

7. IPCC পুরো কথা হল:- Intergovernmental Panal on climate change.

8. শিল্প সংশোধনী আইন কবে পাস হয়?:- ১৯৮৭ খ্রিস্টাব্দে।

9. মানব উন্নয়ন সূচকে(HDI)পৃথিবীতে ভারতের স্থান কত?:- 134.

10. ‘Population Pessionism’ তত্ত্বের জনক কে?:- ম্যালথাস।

11. গরুর দুধে কিসের অবশেষ পাওয়া গেছে?:- DDT.

12. ভারতবর্ষে ল্যাবটাবা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল?:- মেক্সিকো।

13. “Mother Earth can meet everybody’s need but not greed” এ কার উক্তি?:- মহাত্মা গান্ধী।

14. ওরাল পিল তৈরির গুরুত্বপূর্ণ উপাদান:- প্রোজেস্টেরণ।

15. কোন রোগকে ‘এন্টারিক জ্বর’ বলে:- টাইফয়েড।

16. কোন দেশ গ্রীন হাউস গ্যাস কমানোর জন্য প্রথম “কার্বন ট্যাক্স” চালু করে?:- অস্ট্রেলিয়া।

17. ভারতের সংবিধানের কোন ধারায় বা অনুচ্ছেদে পরিবেশ রক্ষার গুরুত্ব আরোপ করা হয়েছে?:- 48-A, 51-A(g).

18. COD মান নির্ধারণের জন্য জারক হিসেবে ব্যবহৃত হয়:- পটাশিয়াম ডাইক্রোমেট।

19. ‘Human Vilcanoes’ নামে পরিচিত:- চিমনি।

20. ফানকোনি সিন্ড্রোমের জন্য দায়ী:- As.

21. ‘Act Now- change the Future’ -উক্তিটি কার?:- বারাক ওবামা।

22. কোন প্রকার ‘ট্রান্সবাউন্ডারি দূষণ’ বলা হয়?:- বায়ু দূষণ।

23. রাষ্ট্রসংঘ কোন বছরকে ‘আন্তর্জাতিক সহিষ্ণুতা বছর’ হিসেবে ঘোষণা করে?:- ১৯৯৫।

24. ‘EARTHSCAN’ সংস্থাটি কবে গঠিত হয়:- ১৯৭৬ সালে।

25. ‘টাইগার লিংক’ হল:- সুস্থায়ী উন্নয়নে বেসরকারি সংস্থা।

26. উভচর প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ:- UV রশ্মির কুপ্রভাব।

27. ওজন হোল সৃষ্টির কারণ হিসেবে CFC ভূমিকা বিশ্লেষণে নোবেল পান:- মারিও মলিনা।

28. টাইফাস কী জাতীয় রোগ?:- ভাইরাস।

29. ভারতের মোট বিদ্যুৎ শক্তির কত শতাংশ জলবিদ্যুৎ:- ২৩%

30. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি?:- নীলগিরি অঞ্চল।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১৩

Leave a comment