প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট pdf || WB Primary TET Environmental Science PDF 15

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট pdf || WB Primary TET Environmental Science PDF 15

 

WB Primary TET Environmental Science PDF 15

1. জীব কোন ক্রিয়া গুলি দেখায়?

উঃ-উত্তেজিত হওয়া, রেচন, জনন,গমন।

2. প্রাচীন গ্রন্থ সুশ্রুত সংহিতায় উল্লেখিত ‘জঙ্গম’ শব্দটির অর্থ হলো :-

উঃ-প্রাণী।

3. চরক সংহিতা বর্ণিত ‘ক্ষিতি’ ও ‘অপ’ বলতে বোঝায়:-

উঃ-পৃথিবী ও জল।

4. বনস্পতি বলতে কি বোঝায়?

উঃ-ফল উৎপাদনকারী বড় অপুষ্পক উদ্ভিদ।

5. জড়বস্তু কোন কাজটি করে?

উঃ-স্থান পরিবর্তন করালে বাধা দেয়।

6. চরক সংহিতায় বর্ণিত ‘মরুৎ’ ও ‘,ব্যোম’ বলতে কী বোঝায়?

উঃ-বায়ু ও মহাবিশ্ব।

7. জীববিদ্যার জনক(Father of Biology) কাকে বলে?

উঃ-অ্যারিস্টোটল।

8. রবার্ট হুক যা থেকে কোষ আবিষ্কার করেছিলেন তা কি ছিল?

উঃ-কর্কের টুকরো।

9. বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি?

উঃ-নীল তিমি।

10. পৃথিবীতে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল কত বছর আগে?

উঃ-3.5 বিলিয়ন বছর আগে।

11. পৃথিবীর বৃহত্তম মাংসাশী প্রাণীর নাম কি?

উঃ-অস্ট্রেলিয়ার ভাল্লুক।

12. বৃহত্তম পাখির নাম কি?

উঃ-উটপাখি।

13. কোন সরীসৃপটি সবচেয়ে বেশি দিন বাঁচে?

উঃ-কচ্ছপ।

14. পৃথিবীর দ্রুততম পাখির নাম কি?

উঃ-পেরেগ্রিন ফ্যালকন।

15. পরিণত নীল তিমির দৈর্ঘ্য কত?

উঃ-95 ফুট।

16. একটি মাংসাশী গাছের নাম লেখ?

উঃ-ড্রশেরা।

17. দ্রুতগামী প্রাণী চিতার বেগ কত?

উঃ-75কিমি/ঘন্টা।

18. সমস্ত বিষাক্ত সাপকে মেরে ফেললে কি হবে?

উঃ-মানুষের ক্ষতি হবে।

19. ফনিমনসা গাছের পাতা কাটায় রুপান্তরিত হওয়ার কারণ কি?

উঃ-বাষ্পমোচন রোধ করার জন্য এবং পশুর খাদ্য হওয়া থেকে বাঁচতে।

20. জীব বৈচিত্রের গুরুত্ব গুলি লেখ?

উঃ-বিভিন্ন খাদ্য শস্য উৎপাদন, মৃত প্রাণীর বিয়োজন এবং পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা।

21. মরু অঞ্চলের সাগু আরব ক্যাকটাস গাছ অভিযোজন এর জন্য দেহে কত পরিমান জল জমিয়ে রাখতে পারে?

উঃ- ৮-১০ টন।

22. বায়োডাইভারসিটি হটস্পট কি?

উঃ-সেইসব এলাকা যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির পাওয়ার সঙ্গে সঙ্গে বিরল প্রজাতির অনেক জীব পাওয়া যায়।

23. পৃথিবীতে অতি জীব বৈচিত্র সম্পন্ন দেশের সংখ্যা কত?

উঃ- ১৭ টি।

24. ভারতে অরণ্য অঞ্চল মোট স্থলভাগের কত শতাংশ?

উঃ-২৩%

25. উটের কুঁজে কি থাকে?

উঃ-চর্বি, যা প্রয়োজনে অক্সিডাইজড হয়ে জলে পরিণত হয়।

26. থর মরুভূমির সবচেয়ে বড় পাখির নাম কি?

উঃ-বাস্টার্ড।

27. ওড়ার সুবিধার জন্য পায়রার দেহে কয়টি বায়ু থলি থাকে?

উঃ- ৯টি।

28. উটের মূত্র কি ধরনের?

উঃ- অর্ধকঠিন।

29. উটের মূত্রে কি থাকে?

উঃ-ইউরিক অ্যাসিড।

30. অভিকর্ষের বিরুদ্ধে মূল মাটির উপরে উঠে যায় কোন গাছের?

উঃ-সুন্দরী গাছের।

31. শ্রমিক মৌমাছি খাদ্যর দূরত্বের উপর ভিত্তি করে কি ধরনের নৃত্য করে?

উঃ-চক্রাকারে নৃত্য করে এবং ইংরাজি ‘8’ সংখ্যার মতো নৃত্য করে।

32. এককোষী জীব থেকে ক্রমে ক্রমে মানুষের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে?

উঃ-অভিব্যক্তি।

33. ভারতের কোথায় সবচেয়ে বেশি ময়ূর দেখা যায়?

উঃ-মরুভূমিতে।

34. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হল-

উঃ-নদীর মোহনার লবণাক্ত মৃত্তিকা।

35. কোন গাছের ক্ষেত্রে তার বীজের অঙ্কুরোদগম গাছের শাখায় যুক্ত ফলেতে শুরু হয়ে যায়?

উঃ-গর্জন।

36. পাইন গাছের আকার শঙ্কুর আকৃতির হওয়ার কারণ কি?

উঃ- পাহাড়ে বরফ পড়ার সময় বরফ যাতে সহজে নিচে পড়ে যায়।

37. ঠেস মূল দেখা যায় কোন উদ্ভিদের?

উঃ-লবণাম্বু উদ্ভিদের।

38. রুই মাছ স্পর্শেন্দ্রিয়র সাহায্যে কি অনুভব করে?

উঃ-জলের তাপ, জলের গভীরতা এবং জলের অম্লত্ব-ক্ষারত্ব।

39. মায়োটম পেশি কাদের দেখা যায়?

উঃ- রুইমাছের।

40. সর্বাপেক্ষা মন্থর স্তন্যপায়ী প্রাণীর নাম কি?

উঃ-শ্লথ(sloth)।

41. সর্বাপেক্ষা মন্থর ডানা স্পন্দনকারী পাখির নাম কি?

উঃ-শকুন।

42. পায়রা খুব উঁচু থেকেও মাটিতে পড়ে থাকা দানাশস্য দেখতে পায় এর কারন কি?

উঃ-এদের চোখে পেকটেন পেশি থাকার জন্য।

43. পায়রার ডানা কি রকম?

উঃ-উপরের তল উত্তল ও নিচের তল অবতল।

44. কোন সরীসৃপটির প্রাণীর হৃদপিন্ডের প্রকোষ্ঠ চারটি?

উঃ-কুমির।

45. ডোডো পাখির বৈশিষ্ট্য কি?

উঃ-একটি অবলুপ্ত পাখি। উড়তে পারত না কিন্তু ভালো সাঁতার কাটতে পারতো।

46. জীববৈচিত্র্য হ্রাসের কারণ কি?

উঃ-কোনো বাস্তুতন্ত্রে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ।

47. লাল তথ্য পুস্তিকা কি?

উঃ-যে পত্রিকায় বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রজাতির বিবরণ লেখা থাকে।

48. ওড়িশার ভিতরকণিকাতে কোন বিপন্ন প্রাণী কে সংরক্ষণ করা হয়?

উঃ-কুমির।

49. পশ্চিমবঙ্গের গোরুমারা জাতীয় উদ্যান এ প্রধানত যে প্রাণীটিকে সংরক্ষণ করা হয় তার নাম কি?

উঃ-একশৃঙ্গ গন্ডার।

50. অরুনাচল এবং সিকিমের সংরক্ষণ প্রকল্পে প্রধান যে প্রাণীটিকে সংরক্ষণ করা হয় তার নাম কি?

উঃ-লাল পান্ডা।

51. লিও প্রোজেক্ট কী?

উঃ- সিংহ সংরক্ষণ প্রকল্প।

52. ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক?

উঃ-অস্ট্রেলিয়া।

53. উত্তর ২৪ পরগনার বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত?

উঃ-বিভিন্ন পাখি।

54. ভারতের হাতি প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?

উঃ- কেরলে।

55. মোয়া পাখি পৃথিবীতে এখন বিলুপ্ত, এর বাস কোথায় ছিল?

উঃ-নিউজিল্যান্ডে।

56. ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় কত সালে?

উঃ-১৯৭২ খ্রিস্টাব্দে।

57. ভারতের বৃহত্তম পাখিরালয় অবস্থিত কোথায়?

উঃ- রাজস্থানের ভতরপুরে।

58. কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক?

উঃ-করবেট।

59. কোন গাছের উপক্ষার ব্লাড ক্যান্সার রোগ নিরাময় ব্যবহৃত হচ্ছে?

উঃ-নয়নতারা।

60. বিভিন্ন পাখির সংখ্যা কমে যাওয়ার কারন কি?

উঃ-অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে পাখির ডিম সহজে ভেঙে যাচ্ছে।

61. জিম করবেট ন্যাশনাল পার্ক কোন প্রাণী জন্য বিখ্যাত?

উঃ-বাঘ এর জন্য বিখ্যাত।

62. গ্রাম বাংলার জলাভূমিতে তেলাপিয়া মাছ ছাড়ার জন্য কি ক্ষতির সম্মুখীন হয়েছে?

উঃ-মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছ গুলির অস্তিত্ব বিপন্ন হয়জন্য

63. মেরু ভাল্লুক আজ বিপন্ন, এর কারণ কি?

উঃ-বিশ্ব উষ্ণায়ন।

64. হিমালয়ের ‘কস্তুরী মৃগ’-এর সংখ্যা আজ চোরা শিকারীর কারণে সংকটের মুখে। এর কারণ কি?

উঃ- কস্তুরি মৃগেল নাভির জন্য।

65. সমুদ্রের প্রবালরা আজ গভীর সংকটে। এর কারণ কি?

উঃ-অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

 

 

Leave a comment