পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || WB Primary TET Environmental Science Practice Set 25

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || WB Primary TET Environmental Science Practice Set 25

WB Primary TET Environmental Science Practice Set 25

1. নীচের কোনটি মহাআকাশযানে ভ্রমণকারী নভোচারীদের জন্য সঠিক?
A) তারা সরাসরি জলের কল থেকে জল পান করেন।
B) তারা খাবার টেবিলে বসে খাবার খান।
C) একটি জায়গায় থাকার জন্য তাদের নিজেদেরকে বেঁধে রাখা দরকার।
D) তারা দাঁড়িয়ে থাকে এবং ভাসমান অবস্থায় ঘুমান।

উঃ- C)একটি জায়গায় থাকার জন্য তাদের নিজেদেরকে বেঁধে রাখা দরকার।

2. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
A) পৃথিবী।
B) শনি।
C) বৃহস্পতি।
D) ইউরেনাস।

উঃ-C) বৃহস্পতি।

3. চাঁদের পর্যায়ে গুলি ঘটার কারণ কি?
A) আমরা চাঁদের সেই অংশই দেখতে পাই যে আমাদের দিকে সূর্যের আলো প্রতিফলিত করে।
B) চাঁদ থেকে আমাদের দূরত্ব পরিবর্তন হতে থাকে।
C) পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠের একটি অংশ আবৃত করে।
D) চাঁদের বায়ুমন্ডলের পুরুত্ব স্থির নয়।

উঃ-A) আমরা চাঁদের সেই অংশই দেখতে পাই যে আমাদের দিকে সূর্যের আলো প্রতিফলিত করে।

4. মহাকাশ বিজ্ঞানের প্রসঙ্গে, নিচের কোন গ্রহের একটি উপগ্রহ নেই?
A) বৃহস্পতি ও শনি।
B) শুক্র ও বুধ।
C) নেপচুন এবং মঙ্গল।
D) ইউবরেনাস এবং নেপচুন।

উঃ-B) শুক্র ও বুধ।

5. কোনটিকে নিম্নলিখিত আগুনের বড় বল বলা হয়?
A) পৃথিবী।
B) সূর্য।
C) প্লুটো।
D) চাঁদ।

উঃ-B) সূর্য।

6. নিম্নলিখিত থেকে নির্বাচন করে বলুন বঙ্গোপসাগরে তাদের উপকূল রয়েছে এমন তিনটি রাজ্যের শ্রেণীটি কোনটি?
A) অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা।
B) অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা।
C) অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, গুজরাট।
D) অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু।

উঃ- B) অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা।

7. এদের মধ্যে কোনটি একটি উপদ্বীপ?
A) চীন।
B) গ্রেট ব্রিটেন।
C) ভারত।
D) শ্রীলংকা।

উঃ-C) ভারত।

8. প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্বাচন করে বলুন সঠিক বিবৃতি কোনটি?
A) শীতকালে পশ্চিমঘাটের যে বাতাস বয় তা লু নামে পরিচিত।
B) গ্রীষ্মকালে উত্তরের সমভূমিতে যে বাতাস প্রভাবিত হয় তাকে ট্রেড উইন্ড বলে।
C) শীতকালে উপকূলীয় অঞ্চলে যে বায়ু প্রভাবিত হয় তা লু নামে পরিচিত।
D) গ্রীষ্মকালে উত্তরের সমভূমিতে যে বায়ু বয় তা লু নামে পরিচিত।

উঃ-D) গ্রীষ্মকালে উত্তরের সমভূমিতে যে বায়ু বয় তা লু নামে পরিচিত।

9. আমাদের দেশের নিচের কোন স্থানটি “ঠান্ডা মরুভূমি”?
A) দার্জিলিং।
B) জয়সলমীর।
C) লাদাখ।
D) মেঘালয়।

উঃ-C) লাদাখ।

 আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ২৪

10. ভারতের সেই স্থানের নাম কি যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে?
A) কন্যাকুমারী।
B) ইন্দিরা পয়েন্ট।
C) নাগের কয়েল।
D) রামেশ্বরম।

উঃ-A) কন্যাকুমারী।

11. বঙ্গোপসাগরের সামুদ্রিক ঝড়ের সাধারণত কোন দিকে হয়?
A) পূর্ব থেকে পশ্চিম।
B) পশ্চিম থেকে পূর্ব।
C) পশ্চিম থেকে দক্ষিণ।
D) উত্তর থেকে দক্ষিণ।

উঃ-A) পূর্ব থেকে পশ্চিম।

12. নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রভাবিত হয়েছে?
A) গঙ্গা।
B) নর্মদা।
C) গোদাবরী।
D) যমুনা।

উঃ-B) নর্মদা।

13. কি কমাতে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু করা হয়েছিল?
A) বন্যা।
B) দূষণ ভার।
C) বাঁধ নির্মাণ।
D) তৈল অনুসন্ধান।

উঃ-B) দূষণ ভার।

14. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বদ্বীপ কোথায় গঠিত হয়?
A) মিসিসিপি-মিসৌরি।
B) গঙ্গা ব্রহ্মপুত্র।
C) ইয়াং-সিকিয়াং।
D) হুয়াং হি।

উঃ-B) গঙ্গা ব্রহ্মপুত্র।

15. ছোট নদী যখন বড় নদীর সাথে মিলিত হয় তখন তাদের কি বলা হয়?
A) বদ্বীপ।
B) খাল।
C) উপনদী।
D) জলপ্রপাত।

উঃ-C) উপনদী।

16. একজন EVS শিক্ষক হিসেবে, আপনি আপনার ক্লাস ll এর শিক্ষার্থীদের কাছে ‘সিজনস’ এর থিমটি চালু করতে চান। নিচের কোনটি সেরা শিক্ষাগত কৌশল হবে?
A) ঋতুর ধারণা ব্যাখ্যা করতে চাট এবং বই ব্যবহার করুন।
B) পরবর্তীতে ব্ল্যাকবোর্ডে ঋতুর ব্যাখ্যা করতে ঋতুর ভিডিও ব্যবহার করুন।
C) ঋতু সম্পর্কিত নিবন্ধগুলি পড়তে সংবাদপত্র ব্যবহার করুন।
D) ঋতুতে আগ্রহ তৈরি করতে খাদ্যাভাস, পড়া পোশাক এবং প্রাসঙ্গিক স্থানীয় সাহিত্য ব্যবহার করুন।

উঃ-D) ঋতুতে আগ্রহ তৈরি করতে খাদ্যাভাস, পড়া পোশাক এবং প্রাসঙ্গিক স্থানীয় সাহিত্য ব্যবহার করুন।

17. পঞ্চম শ্রেণীর EVS শিক্ষক হিসেবে, ‘ওয়ালস টেল স্টোরিজ’ অধ্যায় আপনাকে ঐতিহাসিক স্মৃতি স্তম্ভের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে হবে, কোন পদ্ধতিটি আপনার পক্ষে সবচেয়ে উপযুক্ত হবে বলে মনে করেন?
A) ভার্চুয়াল ট্যুর, অনলাইন গেম এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সম্পর্কিত কুইজ।
B) ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের উত্তরণ পড়া।
C) আলোচনার পর স্থানীয় ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন।
D) ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের অতীত ব্যাখ্যা করার জন্য বক্তৃতা আলোচনা পদ্ধতি।

উঃ-C) আলোচনার পর স্থানীয় ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন।

18. শিক্ষক ছাত্রদের একটা পিঁপড়ে আঁকতে বললেন। কিন্তু ছাত্র পিঁপড়ার ৪ পা তৈরি করে, কেউ ৬ এবং কেউ ৮ পা তৈরি করে। শিক্ষকের কি করা উচিত?
A) তাদের বলুন যে পিঁপড়ার 6 পা আছে, ৪ বা ৮ পা নয়।
B) তাদের বলুন যে ছাত্ররা ৬টি পা তৈরি করেছে তারা সঠিক এবং অন্য সমস্ত ছাত্ররা ভুল।
C) তাদের একটি পিঁপড়ার ছবি দেখান এবং তাদের পায়ের সংখ্যা পর্যবেক্ষণ করতে বলুন।
D) তাদের একটি ম্যাগনিফাইং লেন্স দিন এবং একটি পিপড়ার পায়ের সংখ্যা পর্যবেক্ষণ করতে বলুন।

উঃ-C) তাদের একটি পিঁপড়ার ছবি দেখান এবং তাদের পায়ের সংখ্যা পর্যবেক্ষণ করতে বলুন।

19. চতুর্থ শ্রেণীর একজন ইভিএস শিক্ষক হিসেবে, আপনাকে মহাকাশচারীদের ধারণাটি শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন?
A) মহাকাশচারীর সংজ্ঞা ব্যাখ্যা করুন এবং শিক্ষার্থীদের মুখস্থ করতে বলুন।
B) মহাকাশচারীদের ওপর একটি বক্তৃতা প্রদান করুন।
C) ভারতের মহাকাশচারীদের জীবনী শেয়ার করুন এবং তারপরে প্রধান বৈশিষ্ট্য গুলি হাইলাইট করুন।
D) ছাত্রদের ধারণা বুঝতে সাহায্য করতে মহাকাশচারীদের গল্প শেয়ার করুন।

উঃ-C) ভারতের মহাকাশচারীদের জীবনী শেয়ার করুন এবং তারপরে প্রধান বৈশিষ্ট্য গুলি হাইলাইট করুন।

20. একজন ইভিএস শিক্ষক হিসেবে, আপনি পরিবেশ সম্পর্কিত সমসাময়িক সমস্যা গুলির সাথে শিক্ষার্থীদের পরিচিত করা সিদ্ধান্ত নেন। নিচের কোনটি আপনি পছন্দ করবেন?
A) শিক্ষার্থীদের নিউজ চ্যানেল দেখতে বলুন।
B) শিক্ষার্থীদের বাড়িতে সংবাদপত্রের সদস্যতা নিতে বলুন।
C) ক্লাসে প্রাসঙ্গিক নিবন্ধগুলি রিলেট করুন এবং সেগুলি ভাগ করুন।
D) বাড়িতে সংবাদপত্র পড়া নিশ্চিত করতে অভিভাবকদের সাথে কথা বলুন।

উঃ-C) ক্লাসে প্রাসঙ্গিক নিবন্ধগুলি রিলেট করুন এবং সেগুলি ভাগ করুন।

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১৯

আরও পড়ুন:- প্রাইমারি টেট শিশু মনোবিদ্যা‌ প্র্যাকটিস সেট ২৪

আরও পড়ুন:- প্রাইমারি টেট ইংরেজি প্র্যাকটিস সেট ৪

 

Leave a comment