পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন উত্তর || WB Primary TET Environmental Science Practice Set 32

পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন উত্তর || WB Primary TET Environmental Science Practice Set 32

WB Primary TET Environmental Science Practice Set 32

1. পরিবেশ বিষয়ে পরীক্ষণমূলক শিখন প্রয়োজন:-শিশুদের, বয়স্কদের ও যুবক যুবতীদের অর্থাৎ সকলের জন্য।

2. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হল:- আর্গন।

3. অ্যানিমিয়া হতে পারে কিসের ঘাটতি থেকে?:-লোহার ঘাটতি থেকে।

4. মাটির অজৈব দূষক হল:-প্লাস্টিক।

5. পেট্রোল ও ডিজেল এর দহন থেকে বেশি উৎপন্ন হয়:-নাইট্রোজেন অক্সাইড।

6. এরোসল কি?:-ধুলো, বালি, কুয়াশা ও বাষ্পের মিশ্রণ।

7. নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ যার মাত্রা কত?:- 0.84%

8. পাকা আমে কোন ভিটামিন থাকে?:- ভিটামিন A থাকে।

9. কবে ভারতবর্ষে বায়ু দূষণ আইন প্রয়োগ করা হয়?:-1981 সালে।

10. মন্ট্রিলচুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?:- কানাডায়।

11. ইটাই ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়?:- জাপানে।

12. কোন কারনে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়?:- বিশ্ব উষ্ণায়ন।

13. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ধরনের ফলে সমগ্র পার্থিব পরিবেশে যেভাবে প্রভাবিত হয়:- বিশ্ব উষ্ণায়ন।

14. জল দূষণের ফলের দাঁত ও হাড়ের দুর্বলতা রোগকে কি বলে?:-ফ্লুওরোসিস।

15. সূর্যের শক্তির প্রধান উৎস কি?:- হাইড্রোজেন ও হিলিয়াম।

16. কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে?:- গ্রীনহাউস প্রভাব।

17. এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশনাল রিসার্চ এর মধ্যে পরিবেশ বিদ্যা হল:- বহুবিধ বিষয়ের আন্তঃসম্পর্কযুক্ত।

18. শতকরার দিক থেকে বনভূমির পরিমাণ কোন রাজ্যে বেশি?
উঃ-মিজোরাম।

19.বনভূমির পরিমাণ কম নিম্নের কোন রাজ্যতে?
উঃ-হরিয়ানা।

20. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উঃ-21st March।

21. সবথেকে বেশি বনভূমির পরিমাণ ভারতের কোন রাজ্যে আছে?
উঃ-মধ্যপ্রদেশ।

22. বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ-কর্ণাটক।

23. কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ-মধ্যপ্রদেশ।

24. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ-অসম।

25. ভারতে বর্তমানে কয়টি জাতীয় উদ্যান আছে?
উঃ-১০৬ টি।

26. দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ-জম্মু-কাশ্মীর।

27. মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ-তামিলনাড়ু।

28. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?
উঃ-ভরতপুর।

29. পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে?
উঃ-৬ টি।

30. বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
উঃ-আলিপুরদুয়ার।

31. রায়গঞ্জ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
উঃ-উত্তর দিনাজপুর।

32. বেথুয়াডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
উঃ-নদীয়া।

33. রামসার সম্মেলন হয় কোন সালে?
উঃ-১৯৭১ সালে।

34. বিশ্ব জলাভূমি দিবস কোন তারিখে পালিত হয়?
উঃ-2nd ফেব্রুয়ারি।

35. ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি রামসার সাইট আছে?
উঃ-৭৫ টি।

36. পশ্চিমবঙ্গে মোট রামসার সাইটের সংখ্যা কয়টি?
উঃ-২ টি।

37. পূর্ব কলকাতা জলাভূমি কোন সালে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়?
উঃ-২০০২ সালে।

38. সুন্দরবন জলাভূমি কোন সালে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়?
উঃ-২০১৯ সালে।

39. ভারতবর্ষের কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি?
উঃ-তামিলনাড়ু।

40. খিজিদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ-গুজরাট।

41. Nawabganj Bird Sanctuary রামসার সাইটটি কোথায় অবস্থিত?
উঃ-উত্তরপ্রদেশ।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরো পড়ুন:- পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব 31

Leave a comment