প্রাইমারি টেট ও পিএসসি ক্লার্কশিপ পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর || WB Primary TET Environmental Science Practice Set 33

প্রাইমারি টেট ও পিএসসি ক্লার্কশিপ পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর || WB Primary TET Environmental Science Practice Set 33

WB Primary TET Environmental Science Practice Set 33

1. ওজোন সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয়:- 16 সেপ্টেম্বর।

2. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?:-এম এস স্বামীনাথন।

3. সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত?:- ওড়িশাতে।

4. মাটির একটি অস্বাভাবিক উপাদান হলো:-প্লাস্টিক, ওষুধের মোরক প্রভৃতি।

5. বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন বৃক্ষ হল:-পাইন, ফার, দেবদারু।

6. আবর্জনার ক্ষতিকারক দিকসমূহ কোন শ্রেণীর উপযুক্ত সমস্যা হবে?:-নিন্ম প্রাথমিক।

7. ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম?:-ভিটামিন ডি।

8. হ্রদে্র জলে ভাসমান একটি কাঠের ব্লকের আপাত ওজন হবে:-প্রকৃত ওজনের চেয়ে কম।

9. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে?:-৭ই এপ্রিল।

10. “Every Drop Counts” কিসের সঙ্গে সম্পর্কিত?:-জীবনের জন্য জলের গুরুত্ব।

11. পাচিত খাদ্যের শোষণ হয় কোথায়?:- ক্ষুদ্রান্ত্রে।

12. বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি গঠিত হয়?:-আয়নোস্ফিয়ার।

13. পরিবেশে শিশুর স্থান এই ধরনের সমস্যা কোন স্তরে থাকবে?:-উচ্চ প্রাথমিক স্তরে।

14. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল:-পেপসিন।

15. পরাগধানির থেকে পরাগরেনুর একই ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরকে বলা হয়:-অটোগ্যামি।

16. বাস্তুতন্ত্রের অজৈব উপাদান কোনটি?:-জল।

17. পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোথায় দেখা যায়?:-দার্জিলিং ও জলপাইগুড়ি।

18. কোমর থেকে হাঁটু পর্যন্ত যে অস্থি আছে তার নাম কি?:-ফিমার।

19. পশ্চিমবঙ্গের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে কোন জেলায়?:-বাঁকুড়া জেলায়।

20. ডারউইন এবং ওয়ালেস দুজনেরই অনুপ্রাণিত হয়ে কার লেখা “An Essay on the Principle of Population” বইটি পাঠ করেন:-ম্যালথাস।

21. প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমন্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:-অক্সিজেনের অনুপস্থিতি।

22. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন:-চার্লস ডারউইন।

23. যেটির অনুপস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল:-মধ্যচ্ছদা।

24. নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায়:-ম্যানগ্রোভ উদ্ভিদে।

25. তিমির প্রধান শ্বাসঅঙ্গ হিসেবে কাজ করে:-শ্বাসযন্ত্র।

26. অরনিথোলজি যার সঙ্গে সম্পর্কিত তা হল:-পাখি।

27. পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থের পরিবাহিতা:-সর্বনিম্ন হয়।

28. দিনের চেয়ে রাতে শব্দ ভালো শোনার কারণ কি?:-রাতে ভূস্তরের কাছে বায়ুর ঘনত্ব বেশি থাকে।

29. ভূপৃষ্ঠে বায়ুর চাপ সৃষ্টি হয়:- উষ্ণতার পার্থক্যের জন্য।

30. সাইবেরিয়ায় তুষারঝড় হয়:- মেরু বায়ুর প্রভাবে।

31. সমুদ্র বায়ু কোন সময় প্রবাহিত হয়:-বিকেল বেলা।

32. মিনামাটা রোগ কোন দেশে দেখা গিয়েছিল?:- জাপানে।

33. জলে কোন ধরনের দূষণের জন্য ফ্লুরোসিস রোগ হয়:-ফ্লুওরাইড দূষণের জন্য।

34. ইটাই ইটাই অসুখের জন্য কোন মৌলটি দায়ী?:-ক্যাডমিয়াম।

35. মিনামাটা রোগ কি কারনে হয়?:- মিথাইল পারদ সংক্রমণ।

36. বায়োগ্যাসের প্রধান উপাদান গুলি কি কি?:-কার্বন-ডাই-অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন।

37. নেকটন হল:- জলের সন্তরণশীল জীব।

38. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?:-১৯৮৭।

39. প্রাথমিক স্তরে পরিবেশ সংক্রান্ত সমস্যা হল:- তোমার চারদিকে পরিবেশ।

40. প্রতি একক ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হলো:-ফ্যাট।

41. ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়?:-রিকেট।

42. বায়ুবাহিত একটি রোগ হল:-মাম্পস।

43. বিশ্ব জীব বৈচিত্র্য অনুযায়ী কোন জীব সর্বাপেক্ষা বেশি সংখ্যক প্রজাতি নির্দেশ করে:- ছত্রাক।

44. ঘরের তাপমাত্রায় কোন ধাতুটি তরল থাকে:-পারদ।

45. কোন রোগটি প্রোটিনের অভাবে হয়:- কোয়াশিয়রকার।

46. প্রকৃতিতে কত প্রকার অ্যামিনো অ্যাসিড আছে?:- 20 প্রকার।

47. পারমাণবিক শক্তি উৎপাদিত হয় কোন প্রক্রিয়ায়?:- সংযোজন ও বিয়োজন প্রক্রিয়ায়।

48. BOD এর সাহায্যে মাপা হয়:- অক্সিজেনের চাহিদা।

49. ভারতের ভূগর্ভস্থ জলে ফ্লুওরাইডের মাত্রা বিপদজনক অবস্থায় বর্তমান:- হরিয়ানা ও রাজস্থানে।

 

প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স ও এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরো পড়ুন:- প্রাইমারি টেট ও পিএসসি ক্লার্কশিপ পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর ৩২

Leave a comment