প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ||WB Primary TET Environmental Studies Practice Set 10

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ||WB Primary TET Environmental Studies Practice Set 10

 

WB Primary TET Environmental Studies Practice Set 10

1. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন-
A) সালফারের গলন।
B) জলের স্ফুটন।
C) সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ।
D) সালফারের জ্বলন।

উঃ-D) সালফারের জ্বলন।

2. “মশা ম্যালেরিয়ার বাহক”-এই তথ্যটি রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে আবিষ্কার করেন?
A) কলকাতা।
B) চেন্নাই।
C) এলাহাবাদ।
D) সেকেন্দ্রাবাদ।

উঃ-A) কলকাতা।

3. নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়-
A) জ্যাট্রোফা।
B) আম।
C) সরষে।
D) কার্পাস।

উঃ-A) জ্যাট্রোফা।

4. ‘Dust Bowl’ কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত?
A) জলাভূমি বুজিয়ে ফেলা।
B) মৃত্তিকার ক্ষয়।
C) জৈববৈচিত্র্য হ্রাস।
D) পারমাণবিক বিস্ফোরণ।

উঃ-B) মৃত্তিকার ক্ষয়।

5. ‘তালাব’ শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?
A) মৃত্তিকা সংরক্ষণ।
B) বন সংরক্ষণ।
C) শস্য সংরক্ষণ।
D) জল সংরক্ষণ।

উঃ-D) জল সংরক্ষণ।

6. মিথেন গ্যাসের উৎস হল-
A) পারমাণবিক বিস্ফোরণ।
B) ধান ক্ষেত ও মাংসাশী পশু।
C) গবাদি পশু ও মাংসাশী পশু।
D) ধান ক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু।

উঃ-D) ধান ক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু।

7. ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন?
A) নেপাল।
B) ভুটান।
C) পাকিস্তান।
D) চীন।

উঃ-B) ভুটান।

8. বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হলো-
A) মৌসনি দ্বীপ।
B) জম্মু দ্বীপ।
C) লোহাচারা দ্বীপ।
D) ঘোড়ামারা দ্বীপ।

উঃ-D) ঘোড়ামারা দ্বীপ।

9. কোনটি পর্ণমোচী বৃক্ষ?
A) পাইন।
B) বাইন।
C) বট।
D) শাল।

উঃ-D) শাল।

10. “The Great Migration” কোন কোন অরন্যের মধ্যে ঘটে?
A) পেরিয়ার ও কানহা।
B) বন্দিপুর ও করবেট।
C) বক্সা ও কাজিরাঙ্গা।
D) মাসাইমারা ও সেরিংগেটি।

উঃ-D) মাসাইমারা ও সেরিংগেটি।

11. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?
A) রয়েল বেঙ্গল টাইগার।
B) হাতি।
C) একশৃঙ্গ গন্ডার।
D) মেছো বিড়াল।

উঃ-D) মেছো বিড়াল।

12. আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ির বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়-
A) ভারত।
B) মরক্কো।
C) ইন্দোনেশিয়া।
D) ব্রাজিল।

উঃ-D) ব্রাজিল।

13. আরাবাড়ি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত?
A) চিপকো আন্দোলন।
B) গ্যাস দুর্ঘটনা।
C) যৌথ বনরক্ষা ব্যবস্থা।
D) স্পঞ্জ আয়রন কারখানা।

উঃ-C) যৌথ বনরক্ষা ব্যবস্থা।

14. ‘ভুঁইফোঁড়’ শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?
A) উই-এর ঢিবি।
B) খাদ্যপযোগী ব্যাঙের ছাতা।
C) খড়ের গাদা।
D) বাঁশঝাড়।

উঃ-B) খাদ্যপযোগী ব্যাঙের ছাতা।

15. নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়?
A) রেসারপিন।
B) কুইনাইন।
C) মরফিন।
D) রোটেনন।

উঃ-D) রোটেনন।

16. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?
A) অ্যালবুমিন।
B) গ্লোবিউলিন।
C) ল্যাকটোজ।
D) কেসিন।

উঃ-D) কেসিন।

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ৯

17. ভারতবর্ষের কোন শহরে সর্বপ্রথম ভূতাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছ?
A) পুনে।
B) চন্ডিগড়।
C) কলকাতা।
D) সুরাট।

উঃ-D) সুরাট।

18. নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়?
A) COPD
B) টাইফয়েড।
C) কলেরা।
D) ম্যালেরিয়া।

উঃ-A) COPD

19. সুন্দরবন কত খ্রিস্টাব্দে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের খেতাব পায়-
A) 2001
B) 1992
C) 1967
D) 1987

উঃ-D) 1987

20. পূর্ব ভারতের জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল-
A) দামোদর।
B) ময়ূরাক্ষী।
C) তিস্তা।
D) বিদ্যাধরী।

উঃ-D) বিদ্যাধরী।

21. নিচের কোনগুলো বন্যপ্রাণী?
A) ভেড়া,ঘোড়া‌
B) ঘোড়া, ছাগল।
C) বাঘ,সাপ।
D) ছাগল,গোরু।

উঃ-C) বাঘ,সাপ।

22. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন-
A) ভীমরাও রামজি আম্বেদকর।
B) মৌলানা আবুল কালাম আজাদ।
C) জওহরলাল নেহেরু।
D) মোহনদাস করমচাঁদ গান্ধী।

উঃ-B) মৌলানা আবুল কালাম আজাদ।

23. নিম্নে উল্লেখিত রোগ গুলির কোনটির চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো DOT:
A) কলেরা।
B) টাইফয়েড।
C) যক্ষা।
D) হেপাটাইটিস।

উঃ-C) যক্ষা।

24. মানব দেহের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলি যুক্ত?
A) ফুসফুস ও শ্বাসনালী।
B) হৃদপিণ্ড ও ধমনী।
C) পাকস্থলী ও অন্ত্র।
D) বৃক্ক ও মূত্রথলি।

উঃ-C) পাকস্থলী ও অন্ত্র।

25. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A) টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।
B) হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।
C) আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত।
D) ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত।

উঃ-B) হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।

26. ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়?
A) নক্ষত্র।
B) গ্রহ।
C) ছায়াপথ।
D) মেঘ।

উঃ-D) মেঘ।

27. দার্জিলিং এর জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায়?
A) রেড পান্ডা।
B) বুনো গাধা।
C) জেব্রা।
D) অলিভ রিডলে টার্টল।

উঃ-A) রেড পান্ডা।

28. ‘দারুন অগ্নিবাণে রে’ গানটি কোন ঋতুর পরিচয়ক-
A) শীত।
B) শরৎ।
C) গ্ৰীষ্ম।
D) বসন্ত।

উঃ-C) গ্ৰীষ্ম।

29. বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়?
A) কলেরা ‌।
B) টিটেনাস।
C) সর্দি ও কাশি।
D) ম্যালেরিয়া।

উঃ-C) সর্দি ও কাশি।

30. নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী?
A) মেলানিন।
B) ভিটামিন।
C) আলট্রা ভায়োলেট রশ্মি।
D) কার্বন ডাই অক্সাইড।

উঃ-C) আলট্রা ভায়োলেট রশ্মি।

31. কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়?
A) আম।
B) সিঙ্কোনা।
C) অর্জুন।
D) তামাক।

উঃ-C) অর্জুন।

32. বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে?
A) কুকুর।
B) পিঁপড়ে।
C) গরু।
D) মুরগি।

উঃ-B) পিঁপড়ে।

33. পরিবেশ বিদ্যার শিক্ষিকা/শিক্ষক হিসেবে কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন?
A) GPS
B) BRS
C) NRS
D) ORS

উঃ-D) ORS

34. নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়?
A) গোবর।
B) মাছের কাঁটা।
C) প্লাস্টিক।
D) পুরনো কাগজ।

উঃ-C) প্লাস্টিক।

35. শুঁয়োপোকা হল-
A) একটি পূর্ণাঙ্গ পতঙ্গ।
B) পতঙ্গের লার্ভা দশা।
C) একটি পরিণত স্তন্যপায়ী।
D) একটি পরিণত পাখি।

উঃ-B) পতঙ্গের লার্ভা দশা।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

 

Leave a comment