প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট || WB Primary TET Environmental Studies Practice Set 11

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট || WB Primary TET Environmental Studies Practice Set 11

WB Primary TET Environmental Studies Practice Set 11

1. ভারতবর্ষের ইকো ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো:- সুন্দরবন।

2. মানব জাতির পক্ষে ওজন স্তর গুরুত্বপূর্ণ কেন:- এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচরণ হিসেবে কাজ করে।

3. কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে, তার দেহে কোনটির অভাব দেখা দেবে:-অনুচক্রিকা।

4. সব থেকে হালকা ধাতু হল:-লিথিয়াম।

5. লাফিং গ্যাস নামে পরিচিত:- নাইট্রাস অক্সাইড।

6. গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত:-রাজস্থানে।

7. মেঘালয়ে কোন পাহাড় অবস্থিত:- জয়ন্তিকা।

8. মৈত্রী এক্সপ্রেসের দ্বারা ভারতের সাথে কোন দেশ যুক্ত হয়েছে:-বাংলাদেশ।

9. একটি প্রচলিত শক্তির উদাহরণ হল:- প্রাকৃতিক গ্যাস।

10. আমাদের দেশের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়:- লিটোরাল সোয়াম্প বন।

11. জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন গ্যাস তৈরি হয়:- কার্বন মনোক্সাইড।

12. পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গার শাখা নদী পদ্মার উৎপত্তি হয়েছে:- মুর্শিদাবাদ।

13. ভারতবর্ষের কোন শহরে ভূতাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়:- সুরাট।

14. খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়:- গয়টার।

15. ‘’সল্ক’ টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়:- পোলিও।

16. সবজি কেটে ধুলে কোন ভিটামিন গুলির অভাব হতে পারে:- ভিটামিন B,C

17. উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে:- নাইট্রোজেন, লৌহ ও ম্যাগনেসিয়াম।

18. মানুষের লালা রসের মধ্যে কোন উৎসেচকটি জীবাণুনাশক:- লাইসোজাইম।

19. গাড়িতে শব্দ দূষণ রোধে ব্যবহৃত হয়:- সাইলেন্সার।

20. রাজচন্দ্রপুর এলাকায় জলে আর্সেনিকের পরিমাণ খুব বেশি। সহ অদক্ষেপণ প্রক্রিয়ায় জলকে আর্সেনিক মুক্ত করতে কি ব্যবহার করা হয়:- ব্লিচিং পাউডার ও ফটকিরি।

21. শিল্প এলাকায় কোন গ্যাসের ঘনত্ব বেশি দেখা যায়:- সালফার ডাই অক্সাইড।

22. দামোদর, হিরাকুঁদ, ভাকরা-নাঙ্গাল এগুলি হলো ভারতের অন্যতম:- জলবিদ্যুৎ প্রকল্প।

23. কোনো নির্দিষ্ট বসতি অঞ্চলে বা বাস্তুতন্ত্রে পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী কে কি বলে:- বায়োটিক কমিউনিটি।

24. কৃষি ক্ষেত্রে জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়:- মিথেন।

25. কোন গাছের কান্ড পাতার কাজ করে:- ফণীমনসা।

26. কোন উপাদান থেকে লালমাটি বা ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি হয়:- গ্রানাইট ও নিস।

27. ভারতের চিরহরিৎ বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়:- অসমে।

28. লাইকেন হল:- ছত্রাক ও শৈবালের সহাবস্থান।

29. মেসোফাইট উদ্ভিদ গোষ্ঠী হল:- জাম, কাঁঠাল।

30. “টিট্রিকাম অ্যাসটিভাম” এই বিজ্ঞানসম্মত নামে আমরা কোন দানাশ্যকে চিনি?:- গম।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট 10

 

Leave a comment