প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট||WB Primary TET Environmental Studies Practice Set 12

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট||WB Primary TET Environmental Studies Practice Set 12

WB Primary TET Environmental Studies Practice Set 12

1. রিও-ডি-জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক কেন হয়েছিল?:- পরিবেশের জন্য।

2. ‘তালাব’ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?:- জল সংরক্ষণ।

3. মানুষের লিভারের গ্লাইকোজেন পাওয়া যায়, সেটি হলো আসলে:- স্টার্চ।

4. বিহান এর পরিবার মিনামাটা রোগে আক্রান্ত, কোন ধাতুর দূষণের ফলে মিনামাটা রোগ হয়?:- পারদ।

5. যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী:- কার্বন-মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড।

6. ১৯৮৯ সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন?:- মেধা পাটেকার।

7. ‘মাম্পস’ রোগটি কোন অংশে প্রদাহের কারনে হয়:- প্যারোটিড গ্রন্থি।

8. রক্তচাপ বৃদ্ধি করতে কোন উপক্ষার ব্যবহার করা হয়?:-অ্যাট্রোপিন।

9. প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়:- সোনা।

10. বায়ুর ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সঞ্চার, ঝড় বৃষ্টি প্রভৃতি বায়ুমন্ডলের কোন স্তরে সীমাবদ্ধ:- ট্রপোস্ফিয়ার।

11. জ্বালানোর জন্য ব্যবহৃত কয়লা এবং খনিজ তেল কোন শিলায় পাওয়া যায়?:- পাললিক শিলা।

12. ভালভাডোর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?:- গুজরাট।

13. কি কারনে ঋতু পরিবর্তন হয়?:- পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে।

14. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি?:- গোরগাবুরু।

15. পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক পত্রিকা হলো:- Environmental Ethics.

16. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেয় কোন শহর?:- কলকাতা।

17. সবচেয়ে বেশি পরিবেশবান্ধব বিদ্যুৎ হল:- সৌর বিদ্যুৎ।

18. মুখবিবরে খাদ্য পরিপাককারী উৎসেচকটি হল:- টায়ালিন।

19. গঙ্গার প্রধান উপনদীর যমুনা কোন শহরের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে?:- এলাহাবাদ।

20. কোন স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বা ‘ন্যাচারাল সানস্ক্রিন’ বলা হয়?:- ওজোন স্তর।

21. জল দূষণের ফলে কোন রোগ হয়:- হেপাটাইটিস-বি।

22. চিপকো আন্দোলন কার নেতৃত্বে শক্তিশালী হয়:- সুন্দরলাল বহুগুণা।

23. আপনি একজন পরিবেশ বিদ্যার শিক্ষিকা/শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের স্কার্ভি রোগ প্রতিরোধ করতে কোন খাদ্যগুলো খেতে বলবেন:-আমলকি,লেবু,পেয়ারা।

24. পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রাণী হল:- ডোডো পাখি।

25. ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে?:- সালফার, নাইট্রোজেন, কার্বন।

26. পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল:- বিদ্যাধরী।

27. মিথোজীবী পুষ্টি দেখা যায়:- লাইকেন।

28. মানুষের পাকস্থলীতে শিশু অবস্থায় দুগ্ধ পরিপাককারী যে উৎসেচকটি পাওয়া যায় তা হল:-রেনিন ‌।

29. একটি পরিবর্তিত কান্ডের উদাহরণ হল:- আলু।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট 11

Leave a comment