50 টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর || WB Primary TET Environmental Studies Practice Set 24

50 টি পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর || WB Primary TET Environmental Studies Practice Set 24

WB Primary TET Environmental Studies Practice Set 24

1. শিয়ালকাঁটার বীজের তেল অনেক সময় সরষের তেলের সঙ্গে মেশানো হয়। এই ভেজাল সর্ষের তেল খেলে একটা রোগ হয় যার নাম কি?

উঃ-ড্রপসি।

2. জৈব বাহক(Biological vector) হল কোন প্রাণী?

উঃ- মশা।

3. আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়?

উঃ- ২৯ শে জুলাই।

4. ক্যান্সারের চিকিৎসা ব্যবহৃত হয় কোন গাছ?

উঃ- নয়নতারা।

5. ‘Azolla’ উদ্ভিদটি কোন জাতীয়?

উঃ- ফার্ন জাতীয়।

6. শাক সবজির বর্জ্য ফেলার জন্য কি রংয়ের ড্রাম ব্যবহার করা উচিত?

উঃ- সবুজ।

7. জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে:-

উঃ- গ্রিনহাউস প্রভাবে।

8. প্রবাল বা কোরাল কী ধরনের প্রাণী?

উঃ- সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী।

9. অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে?

উঃ- সালফার ডাই-অক্সাইড।

10. শব্দের প্রাবল্যমাত্রা প্রকাশ করা হয় কোন এককে?

উঃ- ডেসিবেল।

 আরও দেখুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১৯

11. সক্রিয় গবেষণা (Action Research) শিক্ষাক্ষেত্রে কখন প্রয়োগ করা হয়?

উঃ- ১৯২৬ খ্রিস্টাব্দে।

12. মাটির একটি অস্বাভাবিক উপাদানের নাম লেখ?

উঃ- ওষুধের মোরক।

13. ভারতের ভূগর্ভস্থ জলে ফ্লুরাইডের মাত্রা বিপদজনক অবস্থায় বর্তমানে কোন কোন রাজ্যে?

উঃ- হরিয়ানা ও রাজস্থানে।

14. কোন শস্যকে খারিফ শস্য বলে?

উঃ- বর্ষাকালে যে ফসল চাষ করা হয়।

15. উলের জামা কাপড় তৈরি হয় কি দিয়ে?

উঃ- অ্যাক্রালিক পলিমার।

16. ভারতের সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান কোথায় রয়েছে?

উঃ- উত্তরাখন্ডে(জিম করবেট ন্যাশনাল পার্ক)।

17. অগ্নাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি হল:-

উঃ- কার্বোহাইড্রেট।

18. কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে?

উঃ- হড়পা বান।

19. জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে কি বলে?

উঃ- ল্যান্ড কেপেবিলিটি।

20. ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি?

উঃ- মহারাষ্ট্রের তারাপুর।

21. ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটি?

উঃ- ঝাড়খন্ড।

22. আমাদের দেশের সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?

উঃ- NH-2

23. কঠিন বর্জ্যের উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ কি?

উঃ- নগরায়ণ।

24. রেফ্রিজারেশনের ব্যবহার পরিবেশে মাত্রাতিরিক্ত ভাবে যোগান দিচ্ছে-

উঃ- CFC গ্যাস।

25. কাকে সমাজ বিদ্যার জনক হিসেবে বিবেচিত করা হয়েছিল?

উঃ- অগাস্ট কোঁৎ।

26. পরিবেশ সম্পর্কিত বিখ্যাত 3P সূত্রটি কি?

উঃ-পপুলেশন পভারটি পলিউশন।

27. গ্রীন হাউস গ্যাস গুলির মধ্যে প্রধান কোনটি?

উঃ-কার্বন-ডাই অক্সাইড।

28. ইকোসিস্টেম নামকরণ করেন কোন পরিবেশ বিজ্ঞানী?

উঃ- ট্রান্সলে।

29. CFC এর পুরো কথাটি কি?

উঃ- ক্লোরোফ্লুরো কার্বন।

30. ধোঁয়াশা কি?

উঃ- কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ।

31. ফ্লাই অ্যাশ এর উৎস কি?

উঃ- তাপবিদ্যুৎ কেন্দ্র ‌।

32. পানীয় জলের প্রধান বিষ হল কি?

উঃ- আর্সেনিক।

33. পৃথিবীর সর্বাপেক্ষা অন্তবর্তী স্তর কোনটি?

উঃ- কোর।

34. পরাগরেনু থেকে কি রোগ হয়?

উঃ- পরাগরেণু থেকে এলার্জি হয়।

35. বায়ু একটি কি পদার্থ?

উঃ- বায়ু একটি মিশ্র পদার্থ।

36. জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয়?

উঃ- কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।

37. ম্যানগ্রোভ অরন্য কোথায় পাওয়া যায়?

উঃ- ম্যানগ্ৰোভ অরণ্য সুন্দরবন এ পাওয়া যায়।

38. মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়?

উঃ- মিনামাটা রোগ জাপানে প্রথম দেখা যায়।

39. পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়?

উঃ- পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ খ্রিস্টাব্দে চালু হয়।

40. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?

উঃ- কেরালাতে সাইলেন্ট ভ্যালি অবস্থিত।

41. প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উঃ- প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ৫ ই জুন পালিত হয়।

42. ভারতের কোথায় ১৯৮৪ সালে গ্যাস দুর্ঘটনা ঘটে?

উঃ- ভারতের ভোপালে ১৯৮৪ সালে গ্যাস দুর্ঘটনা ঘটে।

43. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন করা উচিত-

উঃ- নিরবিচ্ছিন্নভাবে।

44. পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোন স্তরে?

উঃ- নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে।

45. প্রাথমিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা হল-

উঃ- তোমার চারদিকের পরিবেশ।

46. আলোকবর্ষ কি?

উঃ- আলোকবর্ষ হল দূরত্ব পরিমাপের একক।

47. মহাকাশে যে গ্যাসটি বেশি আছে, তার নাম কি?

উঃ- মহাকাশে সবচেয়ে বেশি পরিমাণে আছে হাইড্রোজেন।

48. কোন রঙের তারার বা নক্ষত্রের সংখ্যা আকাশের সবচেয়ে বেশি?

উঃ- লাল রংয়ের নক্ষত্র বা তারার সংখ্যা সবচেয়ে বেশি।

49. মহাবিশ্ব কত মাত্রিক?

উঃ- মহাবিশ্ব চতুর্মাত্রিক।

50. এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী নক্ষত্রটির নাম কি?

উঃ- এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী নক্ষত্রটির নাম হল ইটা ক্যারাইন।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅।

 

 

Leave a comment