প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর||WB Primary TET Environmental Studies Questions Answers 13

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর||WB Primary TET Environmental Studies Questions Answers 13

WB Primary TET Environmental Studies Questions Answers 13

1. কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত?:- পেরিয়ার।

2. কোন নদীটি ‘ধলেশ্বরী’ এবং ‘দ্বারকেশ্বর’ নামেও পরিচিত?:- রূপনারায়ণ।

3. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়:- ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা।

4. “তৈলচিত্র পুরানো হয়ে কালো হয়ে যায়” -কোন যৌগের উপস্থিতিতে?:- সিসার যৌগ।

5. স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হল:- কলশপত্রী।

6. রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ক্লিক করলে একটি গন্ধ পাওয়া যায়। এই গন্ধটি কিসের:- ইথাইল ম্যারক্যাপটানের।

7. পশ্চিমবঙ্গে পক্ষী অরণ্য কোথায় অবস্থিত:- বহরমপুর।

8. জীবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে:- ভিটামিন।

9. ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয়:- ১-৭ অক্টোবর।

আরও পড়ুন:- প্রাইমারি টেট শিশু মনোবিদ্যা‌ প্র্যাকটিস সেট ২০

10. স্তন্যপায়ী প্রাণীদের শ্বেতসারের। পরিপাক শুরু হয়:- মুখগহ্বর থেকে।

11. ভাইরাস ঘটিত রোগ গুলি হল:-এনকেফেলাইটিস, পীতজ্বর, চিকুনগুনিয়া।

12. একটি তরল অধাতু হলো:- ব্রোমিন।

13. ব্যালেন্স ডায়েটে থাকা প্রয়োজন:- কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ ও প্রোটিন।

14. রিও-ডি-জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক কেন হয়েছিল?:- পরিবেশের জন্য।

15. পরিবেশ দূষণ করে এমন একটি বিদ্যুৎ শক্তি হলো:- তাপবিদ্যুৎ শক্তি।।

16. যৌথ বন পরিচালনা কর্মসূচি পশ্চিমবঙ্গে কোথায় প্রথম শুরু হয়:- আরাবাড়ি।

17. আপনি মিড ডে মিল রান্নার জন্য সূর্যমুখী তেল ব্যবহার করার পরামর্শ দিলেন কারণ:- এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পূর্ণ তেল বলে।

18. একজন মানুষের ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ক্ষরণের জন্য কোন ভিটামিন দায়ী:- ভিটামিন K এর অভাব।

19. জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয়, কারণ:- দুধের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপের চেয়ে কম।

20. আলেয়া সৃষ্টির জন্য দায়ী জৈব গ্যাসটি হল:- মিথেন।

21. ডিটারজেন্ট জলকে দূষিত করে, কারণ এতে আছে:- ফসফেট।

22. বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অর্থ সাহায্য করে কোন সংস্থা:- WWF.

23. মানুষের পাকস্থলীতে শিশু অবস্থায় দুগ্ধ পরিপাককারী যে উৎসেচকটি পাওয়া যায়, তা হল:- রেনিন।

24. কোথায় বছরের অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয়:- মেরু অঞ্চলে।

25. ‘Dust Bowl’ কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত:- মৃত্তিকা ক্ষয়।

26. কাঁচা আম পাকানোর জন্য কোন কেমিক্যালটি ব্যবহার করা হয়:- ক্যালসিয়াম কার্বাইড।

27. একজন ডাক্তার রোগীকে কিছু ওষুধ লিখে দিলেন তার সঙ্গে সবুজ শাকসবজি, আমলা এবং গুড় খাওয়ার পরামর্শ লেখেন রোগীটি কোন রোগে ভুগছে:- অ্যানিমিয়া।

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১৭

28. কিছু পাখি আমাদের থেকে চার গুণ বেশি দেখতে পায় সেগুলি হল:- চিল, ঈগল, শকুন।

29. আমাদের দেশের কোন রাজ্যের মানুষ সামুদ্রিক মাছ এবং নারকেল তেল রান্না খেতে পছন্দ করে?:- গোয়া।

30. মিথোজীবী পুষ্টি দেখা যায়:- লাইকেন।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১২

আরও পড়ুন:- প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১৬

 

Leave a comment