প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট || WB Primary TET EVS Practice Set 17

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট || WB Primary TET EVS Practice Set 17

WB Primary TET EVS Practice Set 17

1. খাবারের মধ্যে থাকা রঙিন উদ্ভিজ্জ কোন রাসায়নিক যৌগ যা মানব দেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়?

উঃ-ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস।

2. আয়োডিনের অপুষ্টি জনিত রোগটির নাম কি?

উঃ-ট্যারা চোখ, গয়টার ও জড়বুদ্ধি।

3. বিশ্বের মানবসম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপিত হয় কত সালে?

উঃ-১৯৪৯ সালের ৯ এপ্রিল।

4. যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থটির নাম কি?

উঃ- সিসা।

5. “Country of Winds” নামে কোন দেশ প্রসিদ্ধ?

উঃ-ডেনমার্ক।

6. খাবারের বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছ বুঝতে পারলে কি করবে?

উঃ- ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, বারে বারে পাতলা মলত্যাগ হলে নুন চিনির জল/ORS খেতে হবে, বাড়ির বড়দের পরামর্শ ও সাহায্য নেবে।

7. বায়ুমন্ডলে সাধারণত কোন উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়?

উঃ- ৬ কিমি।

8. “ফান্ডামেন্টান্স অফ ইকোলজি” বইটির লেখক কে?

উঃ-ওডাম।

9. ভারতের কোথায় প্রাকৃতিক গ্যাসের মজুত ভান্ডার আছে?

উঃ- অসম।

10. ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় অবস্থিত?

উঃ-রানীগঞ্জ।

11. ভারতের প্রধান গন্ডার সংরক্ষণ প্রকল্প গুলি কি কি?

উঃ- অসম-কাজিরাঙা।

12. দেশের মোট জলাভূমির আয়তন কে ১০০% ধরা হলে, ISRO-SAC 2021-এর তথ্য অনুসারে আয়তনের ভিত্তিতে ভারতের কোন রাজ্যে জলাভূমির আয়তন বেশি?

উঃ-গুজরাট।

13. রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপিনের উৎস কোন গাছ?

উঃ-সর্পগন্ধা।

14. কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন যৌগ?

উঃ-ক্যালসিয়াম।

15. কোন উপায়ে উদ্ভিদ পরিবেশ থেকে জল শোষণ করে?

উঃ- ১.স্থলজ উদ্ভিদ মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল সংগ্রহ করে, ২. স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে মূল দিয়ে জলীয় বাষ্প শুষে নেয়, ৩. জলজ উদ্ভিদ তার জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে জল শোষণ করে।

16. কয়েকটি অতি বৈচিত্রের দেশ বা মেগাডাইভারসিটি নেশনের নাম লেখ?

উঃ- ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল ইত্যাদি।

17. মনুষ্য সৃষ্ট দূষণকারী গ্যাস গুলিকে কি বলা হয়?

উঃ- অ্যানথ্রোপোজেনিক।

18. পরিবেশ সম্পর্কে বিভিন্ন আলোচনায় আগ্রহী করে তুলতে হলে কি করতে হবে?

উঃ- ১. পরিবেশকে জানাতে হবে, ২. পরিবেশকে চেনাতে হবে, ৩. পরিবেশের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া জানাতে হবে।

19. বিভিন্ন ধরনের বায়ু দূষণ গুলি আলোচনা করো- এটি কি ধরনের প্রশ্ন?

উঃ-রচনাধর্মী প্রশ্ন।

20. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? এই উত্তরটি একজন শিক্ষার্থী দিতে পারল না এর কারণ কি?

উঃ-শিক্ষার্থীর পরিবেশ বিষয়ে যথাযথ জ্ঞান হয়নি।

21. প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে শিখনের বাস্তব উদাহরণ হল-

উঃ- বাড়িতে রান্নার জন্য যে আজ দিয়েছে তার ধোঁয়া চোখে গিয়ে জল বের হল শিক্ষার্থী জানলো চোখে ধোঁয়া গেলে চোখ জ্বলে।

22. প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের জন্য কোন দিকে নজর দেওয়া প্রয়োজন?

উঃ- ১. কি পরিমান সম্পদ উৎপাদন হচ্ছে, ২. সম্পদের গুণমান, ৩. সংরক্ষণের প্রয়োজন কেন ইত্যাদি।

23. পরিবেশ বিষয়ক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীকে-

উঃ- ১. পরিবেশকে জানার প্রতি আগ্রহী করে তোলা যায়, ২. পরিবেশের যে-কোনো আলোচনা চক্রে যোগদান করতে আগ্রহী করা যায়।

24. অন্তর্দৃষ্টি বিকাশে চেষ্টা ও ভ্রান্তির ভূমিকা হল কি?

উঃ-ধনাত্মক।

25. পাহাড়ে ঝুমচাষ করলে পরিবেশগতভাবে কি হয়?

উঃ-পাহাড়ে ধস দেখা দিতে পারে।

26. কাকে সমাজ বিদ্যার জনক হিসেবে বিবেচিত করা হয়েছিল?

উঃ-অগাস্ট কোঁৎ।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

 

 

Leave a comment