100 টি গুরুত্বপূর্ণ গণিত পেডাগজির প্রশ্ন উত্তর 2023 || WB Primary TET Math Pedagogy Questions Answers PDF 1

100 টি গুরুত্বপূর্ণ গণিত পেডাগজির প্রশ্ন উত্তর 2023 || WB Primary TET Math Pedagogy Questions Answers PDF 1

প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম 100টি গণিত পেডাগজি প্রশ্ন ও উত্তর। যা আগত প্রাইমারি টেট পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই উপকারী হয়ে উঠবে।

WB Primary TET Math Pedagogy Questions Answers PDF 1

1. Mathmatics শব্দ গ্রীক কোন শব্দ থেকে এসেছে?
A) Mathma/Mathein.
B) Matrix.
C) Math.
D) Matics.

উঃ-A) Mathma/Mathein.

2. “ প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞানী হল গণিত” উক্তিটি কার:-
A) এরিস্টটল।
B) Hegben.
C) Bacon.
D) Benjamin Peirce.

উঃ-D) Benjamin Peirce.

3. প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত বিষয়টি হলো:-
A) দর্শন।
B) গণিত।
C) ইতিহাস।
D) সবকটি।

উঃ-B) গণিত।

4. পৃথিবীর বিভিন্ন সভ্যতার বিন্যাস, বিথী সম্ভবপর নয়, যে বিষয়টি ছাড়া:-
A) ইতিহাস।
B) মনোবিদ্যা।
C) সমাজবিদ্যা।
D) গণিত।

উঃ-D) গণিত।

5. NCF-2005 অনুযায়ী গণিত শিক্ষার উদ্দেশ্য কয়টি?
A) 5
B) 3
C) 4
D) 2

উঃ-2 টি।

6. দক্ষতা বলতে বোঝায়:-
A) স্পষ্ট চিন্তার প্রকাশ।
B) প্রদত্ত তথ্যের সঠিক আনয়ন।
C) রীতি অনুযায়ী সংগঠন।
D) সবকটি।

উঃ-D) সবকটি।

7. মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিতের অবদান:-
A) ব্যক্তিগত প্রবৃত্তি ও প্রবণতা মাপা।
B) দক্ষতার পরিমাপ নিরূপণ করা।
C) বুদ্ধি, আগ্রহ মূল্যায়ন করা।
D) সবকটি।

উঃ-D) সবকটি।

8. গণিত দর্শন শাস্ত্রকে:-
A) চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে।
B) তাৎক্ষণিক পরম লক্ষ্যে পৌঁছে দেয়।
C) তাৎক্ষণিক বাস্তব লক্ষ্যে উপনীত করে।
D) চরম অবাস্তব দার্শনিক লক্ষ্যে পৌঁছে দেয়।

উঃ-A) চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে।

9. গণিত হল সেই বিষয়ে যার মাধ্যমে তথ্য গুলি:-
A) জটিল ভাবে উপস্থাপন করা যায়।
B) সরল ভাবে উপস্থাপন করা যায়।
C) সূত্রের মাধ্যমে উপস্থাপিত হয়।
D) সবকটি।

উঃ-C) সূত্রের মাধ্যমে উপস্থাপিত হয়।

10. গণিত শিখনে বিচার করনের মাধ্যমে মানসিক শক্তির যে বৈশিষ্ট্য গুলো বিকশিত হয় তা হল:-
A) সরলতা।
B) নির্ভলতা।
C) মৌলিকতা।
D) সবকটি।

উঃ-D) সবকটি।

11. গণিত শিক্ষার উদ্দেশ্য মূলত কয়টি?
A) 3
B) 4
C) 5
D) 2

উঃ-3 টি।

12. ইন্টারন্যাশনাল ব্লুরো অফ এডুকেশন বিদ্যালয় স্তরে গণিত শিক্ষার কয়টি লক্ষ্য স্থির করেছে?
A) 4
B) 3
C) 2
D) 5

উঃ-4টি।

13. বিদ্যালয় পাঠক্রমে গণিতের স্থান হবে:-
A) প্রথম।
B) দ্বিতীয়।
C) তৃতীয়।
D) চতুর্থ।

উঃ-B) দ্বিতীয়।

14. কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের উপর বেশি গুরুত্ব আরোপ করেছে:-
A) জ্ঞানমূলক ব্যবহার।
B) নৈতিক ব্যবহার।
C) সামাজিক ব্যবহার।
D) কোনোটিই নয়।

উঃ-A) জ্ঞানমূলক ব্যবহার।

আর ও দেখুন:- English Pedagogy Practice Set 11

15. গণিত শিক্ষার একটি লক্ষ্য হলো:-
A) ব্যবহারিক লক্ষ্য।
B) কৃষ্টি মূলক লক্ষ্য।
C) শৃঙ্খলা মূলক লক্ষ্য।
D) সবগুলি।

উ-A) ব্যবহারিক লক্ষ্য।

16. গণিত বিদ্যালয় স্তরে অবশ্যই পাঠ্য হিসেবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা উচিত:-
A) গণিত সমস্যার সমাধান করে।
B) গণিত সামাজিক বোধ জাগ্রত করে।
C) গণিতের চুক্তি চর্চা অন্যান্য বিষয়ের যুক্তিতে সাহায্য করে।
D) সমন্বয় সাধনে সাহায্য করে।

উঃ-C) গণিতের চুক্তি চর্চা অন্যান্য বিষয়ের যুক্তিতে সাহায্য করে।

17. গণিত পাঠক্রম হবে:-
A) শিশুকেন্দ্রিক।
B) শিক্ষক কেন্দ্রিক।
C) পুস্তক কেন্দ্রিক।
D) বিদ্যালয় কেন্দ্রিক।

উঃ-A) শিশুকেন্দ্রিক।

18. গাণিতিক সমস্যা সমাধানের ভাষা শিখতে হলে:-
A) বিদ্যালয় উপযুক্ত স্থান।
B) বিদ্যালয়ের বাইরে উপযুক্ত স্থান।
C) উভয়ে সঠিক।
D) উভয়ে বেঠিক।

উঃ-C) উভয়ে সঠিক।

19. গাণিতিক ভাষা রপ্ত করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন?
A) Doing by learning.
B) Doing and learning.
C) Learning and doing.
D) Learning by doing.

উঃ-D) Learning by doing.

20. গণিত হলো সভ্যতার দর্পণস্বরূপ- বক্তব্যটি কার?
A) সাফার।
B) হগবেন।
C) রোজার বেকন।
D) এরিস্টোটল।

উঃ-B) হগবেন।

21. গণিত সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড লিখেছেন এটি কার উক্তি?
A) গ্যালিলিও।
B) কোপার্নিকাস।
C) রোজার বেকন।
D) অ্যারিস্টোটল।

উঃ-A) গ্যালিলিও।

22. পরিমাপ হল কোন বস্তুকে স্বীকৃত নিয়মাবলির প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা- উক্তিটি কে করেছেন?
A) Bacon.
B) Benjamin Peirce.
C) Hegben.
D) S.S.Stevens.

উঃ-D) S.S.Stevens.

23. Assessment কথাটির অর্থ হল:-
A) To assist judge.
B) To assist Memory.
C) To assist Emotion.
D) সবকটি।

উঃ-D) সবকটি।

24. Asses শব্দটির অর্থ কি?
A) To assist judge.
B) To sit beside.
C) A and B.
D) None.

উঃ-C) A and B.

25. কোন একটি অষ্টম শ্রেণীর ছেলের উচ্চতা মাপার জন্য ব্যবহৃত হবে যে পরিমাপন পদ্ধতি তা হল:-
A) ভৌতিক পরিমাপন।
B) মানসিক পরিমাপন।
C) শিক্ষাগত পরিমাপন।
D) সবকটি।

উঃ-A) ভৌতিক পরিমাপন।

26. Bloom এর মতে মূল্যায়নের মাত্রা:-
A) 1
B) 2
C) 3
D) 4

উঃ-3টি।

27. মূল্যায়নের জন্য কোনটি প্রয়োজন?
A) পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়।
B) সাধারণ মন নিরূপনের প্রয়োজন হয়।
C) পেশাদার সংস্থার প্রয়োজন হয়।
D) ভালো শিক্ষকের প্রয়োজন হয়।

উঃ-B) সাধারণ মন নিরূপনের প্রয়োজন হয়।

28. Bloom এর ত্রিমাত্রিক মূল্যায়নে কে আরেকটি মাত্রা সংযোজন করেছেন?
A) Graonland.
B) Benjamin Peirce.
C) Hegben.
D) Bacon.

উঃ-A) Graonland.

29. মূল্যায়নের কাজ হল:-
A) শিক্ষা কর্মসূচি প্রস্তুতে সাহায্য করা।
B) শিক্ষার পারদর্শিতার নিরূপণে সাহায্য করা।
C) শিক্ষাদান কৌশলের কার্যকারিতার উন্নয়ন।
D) সবকটি।

উঃ-D) সবকটি।

30. পরিমাপ পদ্ধতি হলো:-
A) নিয়মাবলির প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয়।
B) তথ্য সংগ্রহ ও তার ব্যাখ্যাকরণ।
C) পাঠদান পদ্ধতির ত্রুটি নির্ণয়ের গুণগত পরিমাণ।
D) কোনোটিই নয়।

উঃ-A) নিয়মাবলির প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয়।

31. মানসিক পরিমাপনের ক্ষেত্রে মাপা হয়:-
A) দৈর্ঘ্য।
B) পঠন ক্ষমতা।
C) ওজন।
D) বুদ্ধি।

উঃ-D) বুদ্ধি।

32. মুল্যায়ন পরিমাপের থেকে:-
A) অধিক সহজ প্রক্রিয়া।
B) দুটোই একই কাঠিন্য মান যুক্ত।
C) অধিক জটিল প্রক্রিয়া।
D) কোনোটিই নয়।

উঃ-C) অধিক জটিল প্রক্রিয়া।

33. মূল্যায়নের সবচেয়ে প্রাচীন পরিমাপ পদ্ধতি কোনটি?
A) অভীক্ষা।
B) পরীক্ষা।
C) পরিমাপন।
D) সবগুলি।

উঃ-B) পরীক্ষা।

34. আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে:-
A) শিক্ষার্থীর সুবিধা হয়।
B) শিক্ষকের সুবিধা হয়।
C) শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হয়।।
D) কোন সুবিধা হয় না।

উঃ-C) শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হয়।

35. মূল্যায়ন হলো কি ধরনের প্রক্রিয়া?
A) নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া।
B) তাৎক্ষণিক প্রক্রিয়া।
C) সাময়িক প্রক্রিয়া।
D) B ও C উভয়েই।

উঃ-A) নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া।

36. একজন ছাত্র অংকের পরীক্ষায় ৫০ পেয়েছি একে কি বলা হবে?
A) মূল্যায়ন।
B) পরিমাপ।
C) এসেসমেন্ট।
D) পরীক্ষা।

উঃ-B) পরিমাপ।

37. সংশোধন মূলক শিক্ষাদানের শিক্ষক হবেন:-
A) নিষ্ঠাবান।
B) যত্নবান।
C) আদর্শবান।
D) সবগুলি।

উঃ-D) সবগুলি।

38. সংশোধন মূলক শিক্ষাদান হবে:-
A) দর্শন অনুযায়ী।
B) সামাজিক রীতি অনুযায়ী।
C) মনোবিজ্ঞান অনুযায়ী।
D) বিজ্ঞান অনুযায়ী।

উঃ-C) মনোবিজ্ঞান অনুযায়ী।

39. সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হলো:-
A) এগিয়ে যাওয়ার শিক্ষার্থীকে সাহায্য করা।
B) এগিয়ে যাওয়া শিক্ষার দিকে শ্রেণীর সমতুল্য করতে পিছিয়ে আনা।
C) পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করা।
D) সবকটি।

উঃ-C) পিছিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করা।

40. শিক্ষাদান কালে অবশ্যই শিক্ষক:-
A) অধৈর্য হবেন।
B) প্রয়োজনে অধৈর্য হবেন।
C) অধৈর্য হলে চলবে না।
D) কোনোটিই নয়।

উঃ-C) অধৈর্য হলে চলবে না।

প্রাইমারি টেট 2023 এর পরীক্ষার গুরুত্বপূর্ণ 100টি গণিত পেডাগজির প্রশ্ন উত্তরের PDF টি নীচে শেয়ার করা হল।
  • File Name:- গণিত পেডাগজি pdf
  • No of Page:- 19
  • Location:- Google Drive
  • DOWNLOAD LINK:- DOWNLOAD 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment