প্রাইমারি টেট গণিত প্র্যাকটিস সেট || WB Primary TET Math Practice Set 1

প্রাইমারি টেট গণিত প্র্যাকটিস সেট || WB Primary TET Math Practice Set 1

WB Primary TET Math Practice Set 1

1. নীচের কোনটি সত্য নয়?
A) বৃত্তের সকল ব্যাস বিন্দুগামী।
B) জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে সমান দুটি অংশে বিভক্ত করে।
C) জ্যা একটি সরলরেখাংশ।
D) দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান।

উঃ-B) জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে সমান দুটি অংশে বিভক্ত করে।

2. নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
A) একটি সংখ্যার যথার্থ উৎপাদক গুলির সমষ্টি ওই সংখ্যার সমান হলে তা নিখুঁত সংখ্যা।
B) এক অংক বিশিষ্ট মৌলিক সংখ্যা মাত্র চারটি।
C) ২ ছাড়া সমস্ত মৌলিক সংখ্যায় বিজোড়।
D) মৌলিক সংখ্যার সংখ্যার সসীম।

উঃ-D) মৌলিক সংখ্যার সংখ্যার সসীম।

3. ভারতীয় সংখ্যা পদ্ধতিতে ৩২ মিলিয়ন লেখা যেতে পারে:-
A) ৩২ কোটি।
B) ৩ লাখ ২০ হাজার।
C) ৩ কোটি ২০ লাখ।
D) ৩২ লাখ।

উঃ-C) ৩ কোটি ২০ লাখ।

4. আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পারি না, যদি আমাদের দেওয়া হয়-
A) মাত্র তিনটি কোণ।
B) দুটি কোণ এবং একটি বাহু।
C) মাত্র তিনটি বাহু।
D) দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ।

উঃ-A) মাত্র তিনটি কোণ।

5. নীচের কোন বিবৃতিটি সত্য নয়?
A) যেকোনো মৌলিক সংখ্যা P-এর দুটি পৃথক উৎপাদক থাকে।
B) এক অংক বিশিষ্ট মৌলিক সংখ্যা চারটি।
C) সমস্ত অযুগ্ম সংখ্যাই পূর্ণ সংখ্যা।
D) যেকোনো দুটি মূলদ সংখ্যার গুণফল, যোগফল এবং ভাগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে।

উঃ-D) যেকোনো দুটি মূলদ সংখ্যার গুণফল, যোগফল এবং ভাগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে।

6. ৯৬৪২৫৪৩ মধ্যে লেখা ৪ এর অংকের স্থানীয় মানের পার্থক্য হল:-
A) ৩৯৯৯০
B) ৩৯৯৭০
C) ৩৯৯৬০
D) ৩৯৮৬০

উঃ-C) ৩৯৯৬০

7. একটি কার্য সম্পন্ন করতে B-এর চেয়ে A-এর ৫০% সময় বেশি লাগে। তারা দুজনে একত্রে কাজটি ১৮ দিনে সম্পন্ন করতে পারে। তাহলে B একা কত দিনে সম্পন্ন করবে?
A) ৩০ দিনে।
B) ৩৫ দিনে।
C) ৪০ দিনে।
D) ৪৫ দিনে।

উঃ-A) ৩০ দিনে।

8. একটি ট্রেন শুক্রবার ১৬:২৫ এ হায়দ্রাবাদ ছেড়ে যায় এবং শনিবার ০৫:৪০ এ বেঙ্গালুরু পৌঁছায়। যাত্রার সময়কাল ছিল:-
A) ১৩ ঘন্টা ১৫ মিনিট।
B) ৫ ঘন্টা ৩৫ মিনিট।
C) ১৯ ঘন্টা ৪৫ মিনিট।
D) ১২ ঘন্টা ৪৫ মিনিট।

উঃ-A) ১৩ ঘন্টা ১৫ মিনিট।

9. ৪৫ জন লোক ১৬ দিনে একটি কাজ শেষ করতে পারে। কাজ শুরু হওয়ার ৬ দিন পর, আরো ৩০ জন লোক যোগ দিল। এখন বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে?
A) ৮ দিন।
B) ১০ দিন।
C) ৬ দিন।
D) ৯ দিন।

উঃ- ৬ দিন।

10. মিনা বাজারে গিয়ে ১.৫ কেজি আপেল কেনে প্রতি কেজি ৮০ টাকা দরে। শুকনো ফল কেনে ০.৫ কেজি প্রতি কেজি শুকনো ফলের দাম ৫৭০ টাকা। ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে মিনার কাছে কত টাকা থাকবে?
A) ৮৫ টাকা।
B) ৯৫ টাকা।
C) ১০৫ টাকা।
D) ১০০ টাকা।

উঃ-B) ৯৫ টাকা।

11. ABCD একটি চতুর্ভুজ। এর একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। এর প্রতিটি কোণের মান নয় ৯০°। চতুর্ভুজটি হলো:-
A) রম্বস।
B) বর্গক্ষেত্র।
C) সামন্তরিক।
D) কোনোটিই নয়।

উঃ-B) বর্গক্ষেত্র।

12. (a,b) সংখ্যা জোড়াটি পরস্পরের মৌলিক হলে:-
A) a এবং b উভয়ই সর্বদা মৌলিক হবে।
B) a ও b এদের কমপক্ষে একটি মৌলিক হতে হবে।
C) a ও b এদের কোনোটিই মৌলিক নাও হতে পারে।
D) কোনোটিই সত্য নয়।

উঃ-C) a ও b এদের কোনোটিই মৌলিক নাও হতে পারে।

13. অনেক সময় শিশুরা প্রশ্ন বুঝতে না পারলেও শিক্ষককে জিজ্ঞেস করে না। এটা দেখায় যে:-
A) শিশুরা অপমানিত বোধ করে।
B) শিশুরা গণিত উপভোগ করে না।
C) শিক্ষক বন্ধুত্বপূর্ণ নন।
D) কোনোটিই নয়।

উঃ-C) শিক্ষক বন্ধুত্বপূর্ণ নন।

14. নিয়ম থেকে উদাহরণের সাথে যুক্ত:-
A) আরোহী পদ্ধতি।
B) সংশ্লেষণ পদ্ধতি।
C) বিশ্লেষণ পদ্ধতি।
D) অবরোহী পদ্ধতি।

উঃ-D) অবরোহী পদ্ধতি।

15. সাধারণত মেয়েরা গণিতে দুর্বল হয়। এই বিবৃতিটি হল:-
A) সত্য।
B) গবেষণার উপর ভিত্তি করে।
C) লিঙ্গ পক্ষপাত মূলক।
D) বিতর্কের ওপর ভিত্তি করে।

উঃ-C) লিঙ্গ পক্ষপাত মূলক।

16. স্থানীয় মানের ধারণা ব্যাখ্যা করার জন্য নিচের কোন শিক্ষণ শিখন উপাদান সবচেয়ে উপযুক্ত?
A) টেলর অ্যাবাকাস।
B) সংখ্যা চার্ট।
C) গ্রাফ পেপার।
D) Dienes ব্লক।

উঃ-D) Dienes ব্লক।

17. ‘Overhead Projector’ -কি ধরনের শিখন-শিক্ষণ প্রদীপন?
A) শ্রুতিনির্ভর।
B) দৃশ্যনির্ভর।
C) দৃশ্য-শ্রুতি নির্ভর।
D) কার্যকরী প্রদীপন।

উঃ-B) দৃশ্যনির্ভর।

18. নিম্নলিখিত কোন বিষয়টি NCF-2005 প্রাইমারি বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়?
A) টেসেলেশন।
B) প্যাটার্ন।
C) প্রতিসাম্য।
D) অনুপাত।

উঃ-D) অনুপাত।

19. অংকের শিক্ষকের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো:-
A) গ্ৰহণযোগ্য ব্যক্তিত্ব।
B) বিষয়টির উপর দক্ষতা।
C) পেশাগত দক্ষতা।
D) উপরের সবকটি।

উঃ-D) উপরের সবকটি।

20. অ্যাসাইনমেন্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত?
A) প্রস্তুতকালীন মূল্যায়ন।
B) দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন।
C) অন্তিম মূল্যায়ন।
D) স্থান নির্ণায়ক মূল্যায়ন।

উঃ-A) প্রস্তুতকালীন মূল্যায়ন।

Leave a comment