WB PSC Clerkship Practice 14 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WB PSC Clerkship Practice 14 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WB PSC Clerkship Practice Set 14: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WB PSC Clerkship Practice 14

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Clerkship Practice Set 14

1. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?

উঃ-ঋকবেদ।

2. কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?

উঃ-অজাতশত্রু।

• অজাতশত্রু পূর্ব ভারতের মগধ সাম্রাজ্যের হর্ষঙ্ক রাজবংশের একজন রাজা ছিলেন। তিনি রাজা বিম্বিসারের পুত্র এবং মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয়ের সমসাময়িক ছিলেন।

• অজাত শত্রুর রাজত্বকালে মহাবীর (৪৬৮ খ্রিস্টপূর্বাব্দ) ও গৌতম বুদ্ধের (৪৮৬, মতান্তরে ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে) প্রাণ বিয়োগ ঘটে।

3. প্রচীনকালে মগধের কোন শাসক সিংহাসনে আহরণ করার জন্য তার পিতাকে হত্যা করেছিলেন এবং পরে আবার নিজের পুত্রের হাতে নিহত হয়েছিলেন?

উঃ-অজাতশত্রু।

• অজাতশত্রু ছিলেন লিচ্ছবি রাজকন্যা চেল্লনা ও বিম্বিসারের পুত্র। বিম্বিসার কে হত্যা করে তিনি 493 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। অজাতশত্রু কুণিক উপাধি লাভ করেছিলেন।

• অজাতশত্রুর পুত্র ছিলেন উদয়ন বা উদায়িভদ্দ। বৌদ্ধগ্রন্থ অনুযায়ী অজাতশত্রুকে হত্যা করে তিনি মগধের সিংহাসনে বসেন।

• তিনিই মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন।

4. কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য যুক্ত ছিলেন?

উঃ-তক্ষশীলা।

5. কোন ঘটনা অশোকের প্রশাসনিক নীতিকে আমূল পরিবর্তন করেছিল?

উঃ- কলিঙ্গ যুদ্ধ।

• রাজ্যাভিষেকের অষ্টম বর্ষে আনুমানিক ২৬১ খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন। কলিঙ্গ যুদ্ধে ১ লক্ষ মানুষ নিহত এবং অসংখ্য মানুষ নির্বাচিত ও নিরুদ্দেশ হন। মনে করা হয়, এই যুদ্ধের ফলে অশোক যুদ্ধনীতি ত্যাগ করে অহিংস নীতি গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধের পরবর্তীতে অশোক চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন।

6. ইবনবতুতা কোথা থেকে এসেছিলেন?

উঃ-মরক্কো থেকে।

• মহন্মদ বিন তুঘলকের শাসনকালে ইবনবতুতা ভারতে এসেছিলেন। তিনি ছিলেন একজন মুসলিম পর্যটক যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন। রিহালা ইবন বতুতার সর্বাধিক বিখ্যাত রচনা। ইবনবতুতা, বিখ্যাত কুতুব কমপ্লেক্সের ইতিহাস এবং কোওয়াত উল ইসলাম মসজিদ সম্পর্কে লিখেছেন।

7. লোদী বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ- বাহলোল লোদী।

• বাহলোল লোদী ১৪৫১ সালে লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে বাহলোল লোদী দৃঢ়ভাবে দিল্লিতে লোদীর রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতের একটি বৃহৎ অঞ্চলকে তার নিয়ন্ত্রণে আনতে সফল হন। তাঁর মৃত্যুর পরে তাঁর পুত্র সিকন্দার লোদী সিংহাসনে বসেন।

8. আমির খসরু কার বিখ্যাত সভাকবি ছিলেন?

উঃ-আলাউদ্দিন খলজি।

9. বিখ্যাত কোহিনুর হীরে কোন খনি থেকে পাওয়া গিয়েছিল?

উঃ-গোলকোন্ডা।

• ঐতিহাসিক তথ্য অনুসারে ভারতের গোলকুন্ডা থেকে পাওয়া যায় ১০৫.৬ ক্যারেটের এই হীরে। ওয়ারাঙ্গালের মন্দিরের দেবতার চোখে এটি খোদিত ছিল। গোলকুণ্ডা ফোর্টেও এক সময় রাখা থাকতো কোহিনুর।

10. আইন-ই-আকবর এর লেখক কে?

উঃ- আবুল ফজল।

11. নর্মদা ও তাপ্তি উপত্যকার মাঝে কোন পর্বত অবস্থিত?

উঃ- সাতপুরা।

12. মালাবার উপকূলের জলাভূমিকে কি বলে?

উঃ-কয়াল।

13. পশ্চিমবঙ্গে কেমন জলবায়ু দেখা যায়?

উঃ- ক্রান্তীয় মৌসুমি।

14. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ- ওড়িশা।

• তালচের তাপ বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের উড়িষ্যা রাজ্যের অনুগুল জেলার তালচের মহকুমায় অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্রটি এনটিপিসির অন্যতম কয়লা ভিত্তিক কেন্দ্র।

15. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়?

উঃ- রেডপান্ডা‌।

16. সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন গাছের আধিক্যের জন্য?

উঃ- সুন্দরী।

17. আধুনিক রসায়নবিদ্যার জনক কে?

উঃ- ল্যাভয়সিয়র।

• ফরাসি রাসায়নিক অ্যানটইন ল্যাভোসিয়র এত অধিকসংখ্যক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন যে তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান হলো- “দি ল অব কনজারভেশন অব ম্যাটার” ।

18. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?

উঃ- সোনা।

19. কোন বিজ্ঞানী উদ্ভিদবিদ্যার জনক নামে পরিচিত?

উঃ-থিওফ্রাসটাস ।

20. জীববিদ্যার জনক কে?

উঃ-অ্যারিস্টটল।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:-পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 13

 

Leave a comment