WB School Summer Vacation 2024:রাজ্যে ঘোষণা হলো গরমের ছুটির তারিখ, কবে থেকে জেনে নিন

WB School Summer Vacation 2024:রাজ্যে ঘোষণা হলো গরমের ছুটির তারিখ, কবে থেকে জেনে নিন

আজ সবে এপ্রিল মাসের ১ তারিখ, এরই মধ্যে রাজ্যে যে হারে গরম বাড়ছে দুপুর বেলার দিকে বাইরে বেড়ানো এক প্রকার দায় হয়ে উঠেছে। কোনো দরকার ছাড়া কেউই বাইরে বের হচ্ছে না। দুপুরবেলা বাইরে বেড়ানোর কারণে, রোদ্দুর গায়ে লাগার ফলে নানা ধরনের রোগের সৃষ্টি পারে, যেমন-চামড়ায় ঘামাচি হতে পারে এছাড়াও সানস্টোক সম্ভাবনা বাড়বে।

WB School Summer Vacation 2024

আর এই প্রচন্ড রোদের মধ্যে দিয়ে, বাচ্চাদের স্কুলে যাওয়া এক প্রকার দায় হয়ে উঠেছ। যত বেলা বাড়তে থাকছে গরমও তত বাড়ছে, যার ফলে স্কুলের বাচ্চাদের অস্বস্তি কারণও বাড়ছে।এই ভাবে কিছুদিন চলতে থাকলে অনেক পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে। এইসব কথা মাথায় রেখে, মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল ছুটির সিদ্ধান্ত গ্ৰহণ করেছে।

তাই এই বছর গরমের ছুটির তারিখ, আরও সামনে এগিয়ে নিয়ে আসা হলো প্রচন্ড গরমের কারণে। ৬ই মে(সোমবার) থেকে, রাজ্যে গরমের ছুটি জন্য সমস্ত সরকারি স্কুলগুলি বন্ধ থাকবে। প্রতিবছর এই গরমের ছুটি শুরু হয়, ৯ই মে থেকে কিন্তু এই বছর প্রচন্ড গরমের কারণে এগিয়ে নিয়ে আসা হলো। এই ছুটি চলবে টানা ২রা জুন(রবিবার) পর্যন্ত(ছুটির দিন এবং রবিবার বাদে ২২ দিন)।

এই বছর গরমের ছুটি বেশিদিন চলার আরেকটি প্রধান কারণ হলো, রাজ্যের লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯শে এপ্রিল থেকে। ৪২ টা আসনে দফায় দফায় ভোট চলার কারণে গন্ডগোল আটকানোর জন্য, অনেক স্কুলে আধা সামরিক বাহিনীরা এসে থাকতে শুরু করবে। যেই কারণে স্কুল বন্ধ রাখা হবে।

রাজ্য এই লোকসভা ভোট চলবে সাত দফায়। ভোটের তারিখ হল ১৯, ২৬ এপ্রিল ও মে মাসের ৭, ১৩,২০, ২৫ তারিখে এবং মে মাসের ১ তারিখে। এই ভোটের ফল প্রকাশ হবে ৪ই জুন। সেইদিন স্কুল ছুটি থাকবে কিনা, এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়নি।

 

 

 

 

Leave a comment