WBCHSE Class12 Board Result 2024:আর তিন দিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ৮ই মে

WBCHSE Class12 Board Result 2024:আর তিন দিন পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ৮ই মে

WBCHSE Class12 Board Result 2024

WBCHSE Class12 Board Result 2024: ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। রেজাল্টের অপেক্ষায় দিন‌ গুণ ছিল লাখ লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। আর মাত্র তিন দিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ অর্থাৎ ৮ই মে। অন্যান্য বছরের মত অবশ্য এ বছরেও প্রার্থীরা অনলাইন মারফত এবং এসএমএস এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। রেজাল্টের শেষ মুহূর্তের আপডেট (HS Result 2024 Latest Update) কি রয়েছে? অনলাইনে মোবাইলের মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবেন? সমস্ত কিছু আগে থেকেই জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে।

WB HS Result 2024 Live Updates: উচ্চ মাধ্যমিক রেজাল্ট আপডেট ২০২৪

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৮ই মে বুধবার দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং তার ঠিক ২ ঘন্টা পর অর্থাৎ বিকেল ৩ টে থেকে প্রার্থীরা তাদের ফলাফল অনলাইনের মাধ্যমে জানতে পারবেন।

কোন কোন ওয়েবসাইটে ফলাফল জানা যাবে

মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে স্বীকৃত ওয়েবসাইট গুলিতে তাদের ফলাফল জানতে পারবেন। যে সকল ওয়েবসাইটে প্রার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন এগুলি হল –

  • www.wbchse.wb.gov.in
  • www.wbresults.nic.in
  • www.results.shiksha

অবশ্য প্রার্থীরা এই সকল পোর্টালে রেজাল্ট জানার পাশাপাশি তাদের সম্ভাব্য ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন।

কিভাবে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা? (How to Check HS Result 2024)

1st Step নীচে লেখা Click Here লেখায় ক্লিক করতে হবে।

2nd Step – তারপর “Enter Your Roll No.”-এর ঘরে রোল নম্বর টাইপ করতে হবে এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে।

3rd Step – তারপর নীচে দেওয়া “Enter Captcha” এর জায়গায় Captcha Code টা বসাতে হবে।

4th Step – তারপর “Submit” (সাবমিট) বাটনে ক্লিক করতে হবে।

5th Step – এরপর আপনার ডিজিটাল স্ক্রিনে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল।

রেজাল্ট দেখার ডিরেক্ট লিংক :: Click Here (৮ই মে বিকাল ৩ টার সময় লিংক আপডেট করে দেওয়া হবে)

 

 

 

 

 

Leave a comment