কীভাবে প্রথমবারের চেষ্টায় WBP পুলিশ পরীক্ষায় পাশ করবেন? | WBP Constable Full Syllabus 2024

কীভাবে প্রথমবারের চেষ্টায় WBP পুলিশ পরীক্ষায় পাশ করবেন? | WBP Constable Full Syllabus 2024

যে টপিকগুলো থেকে বারবার প্রতিবছর পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ কমনযজ্ঞ পুলিশ পরীক্ষার জন্য ট্রেডিং টপিক সমূহ। এইভাবে পড়াশোনা করলে কেউ আটকাতে পারবে না।

WBP Constable Full Syllabus 2024

কীভাবে প্রথম চেষ্টায় WBP পুলিশ পরীক্ষায় পাশ করবেন?

প্রথমবারের চেষ্টায় পশ্চিমবঙ্গের WBP কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জন্য যেসব ট্রপিক গুলি পড়তে হবে তা বিস্তারিত আলোচনা করা হলো। এগুলি ট্রপিক অনুযায়ী পড়লে প্রথম চেষ্টায় WBP পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হবে।

জেনারেল স্টাডিজ:

কারেন্ট অ্যাফেয়ার্স:

১) গুরুত্বপূর্ণ পুরস্কার, বিগত দু’বছর। ২) আসন্ন খেলার তারিখ ও স্থান। ৩) সাম্প্রতি কে কোন পদে আছে। ৪) গুরুত্বপূর্ণ CEO. ৫) বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম। ৬) সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড়। ৭) চন্দ্রযান 3. ৮) ক্রিকেট বিশ্বকাপ 2023. ৯) লোকসভা ভোট 2024. ১০) বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান।

GK Static:

১) বিভিন্ন পুরস্কার। ২) বিভিন্ন প্রদেশের নৃত্য। ৩) উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম। ৪) প্রথম পুরুষ ও মহিলা। ৫) দেশ ও রাজধানীর নাম। ৬) বিভিন্ন দেশের মুদ্রার নাম। ৭) বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস। ৮) বিভিন্ন দেশের সীমারেখা। ৯) বিভিন্ন স্থানের নাম, উপনাম। ১০) গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা। ১১) বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম। ১২) বিভিন্ন বিষয়ের জনক। ১৩) বিভিন্ন গবেষণাগার। ১৪) বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা। ১৫) বিভিন্ন সদর দপ্তর। ১৬) বিভিন্ন বাদ্যযন্ত্র ও ব্যক্তিত্বের নাম। ১৭) ছদ্মনাম, বিভিন্ন চরিত্র, স্রষ্টার নাম। ১৮) পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ। ১৯) পশ্চিমবঙ্গের রাজ্য পশু, বৃক্ষ, পাখি, ফুল তালিকা। ২০) বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম, ২১) বিভিন্ন দেশ এর অবস্থান (মহাদেশ অনুযায়ী)।

ইতিহাস:

১) সিন্ধু সভ্যতার ইতিহাস। ২) বৈদিক সভ্যতা। ৩) ষোড়শ মহাজনপদ। ৪) বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। ৫) মৌর্য বংশ ও গুপ্ত বংশ। ৬) সুলতান ও মুঘল বংশ। ৭) ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ সম্প্রসারণ। ৮) ভারতের স্বাধীনতা সংগ্রাম। ৯) গুরুত্বপূর্ণ সভা ও প্রতিষ্ঠার নাম। ১০) জাতীয় কংগ্রেস। ১১) গুরুত্বপূর্ণ উক্তি। ১২) ঐতিহাসিক বই ও রচয়িতার নাম। ১৩) সংবাদপত্র ও সম্পাদকের নাম। ১৪) গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল। ১৫) গুরুত্বপূর্ণ বিভিন্ন সন্ধি। ১৬) সভা ও প্রতিষ্ঠাতা। ১৭) বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ ও সময়কাল। ১৮)বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা।

 সংবিধান:

১) গণপরিষদ। ২) প্রস্তাবনা ও উৎস। ৩) সংবিধান ধারা ও তপশিলি সমূহ। ৪) মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য। ৫) রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। ৬) সংবিধান সংশোধন। ৭) পার্লামেন্ট। ৮) প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৯) অ্যাটর্নি জেনারেল ও অর্থ কমিশন। ১০)UPSC & CAG. ১১) বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট।

 ভূগোল:

১) ভারতের ভৌত ভূগোল। ২) ভারতের সীমানা। ৩) ভারতের ভূপ্রকৃতি হিমালয় ও পাহাড়ি অঞ্চল। ৪) ভারতের ভূপ্রকৃতি উত্তরের সমভূমি ও মরুভূমি অঞ্চল। ৫) উত্তর ভারতের নদনদী। ৬) ভারতের নদনদী। ৭) ভারতের মৃত্তিকা, জলবায়ু, অরণ্য ও কৃষি। ৮) মহাকাশ ও সৌরজগৎ। ৯) গুরুত্বপূর্ণ নদী এবং বাঁধ। ১০) নদী তীরবর্তী শহর ও জলপ্রপাত। ১১) রবিশস্য ও খারিফ শস্য। ১২) পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি ও অবস্থান। ১৩) স্থানীয় ও আঞ্চলিক বায়ুপ্রবাহ। ১৪)গুরুত্বপূর্ণ ভৌগলিক দিবস। ১৫) বিভিন্ন অভারণের অবস্থান। ১৬) বিভিন্ন খনি ও অবস্থান। ১৭) বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ১৮) বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ (নদী, বায়ু, হিমবাহ সঞ্চয় কার্য ও ক্ষর কার্যের ফলে)। ১৯) ভারতের বিভিন্ন পর্যটন স্থলের অবস্থান। ২০)বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। ২১) বিভিন্ন বন্দরের অবস্থান।

বিজ্ঞান(পদার্থবিদ্যা):

১) বিভিন্ন রাশির একক সমূহ। ২) নিউটনের গতিসূত্র ও লিভার। ৩) মহাকর্ষ। ৪) তাপ ও তাপমাত্রা। ৫) শব্দ তরঙ্গ। ৬)আলো ও আলোর প্রতিসরণ। ৭) স্থির তড়িৎ ও চুম্বকত্ব। ৮) ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর। ৯) পরিমাপক যন্ত্র। ১০) আবিষ্কার ও আবিষ্কারক। ১১) সংকর ধাতু। ১২)আইসোটোপ, আইসোবার, আইসোটোন।

(রসায়নবিদ্যা):

১) পরমাণুর গঠন। ২) পর্যায় সারণী। ৩) তেজস্ক্রিয়তা। ৪) এসিড ও জল। ৫) সাধারণ‌ গ্যাস। ৬) রাসায়নিক বন্ধন। ৭) বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম ও সংকেত। ৮) রাসায়নিক বিক্রিয়া। ৯) জৈব রসায়ন।

(জীববিদ্যা):

১) কোষ তত্ত্ব। ২) বংশগতি। ৩)অস্থি, পেশি, চলন ও গমন। ৪) রক্ত ও সংবহনতন্ত্র। ৫) স্নায়ুতন্ত্র। ৬) ভাইরাস ও ব্যাকটেরিয়া। ৭) রেচনতন্ত্র। ৮) পৌষ্টিকতন্ত্র। ৯) সালোকসংশ্লেষ। ১০) পুষ্টি, ভিটামিন। ১১) হরমোন।

অর্থনীতি:

১) পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ২) বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি। ৩) ভারতের কর কাঠামো। ৪) অন্যান্য বিবিধ প্রশ্ন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি:

১) গুরুত্বপূর্ণ ফুল ফর্ম। ২) কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন।

খেলাধুলা:

১) কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত। ২) খেলার বিভিন্ন ব্যবহৃত শব্দ। ৩) খেলা ও ট্রফির নাম। ৪) গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় স্টেডিয়াম ও অবস্থান।

 গণিত:

১) অংক, সংখ্যা ও বিভাজ্যতা। ২) অনুপাত ও সমানুপাত। ৩) গড় (Average). ৪) লসাগু ও গসাগু। ৫) সরলীকরণ। ৬) বর্গ ও বর্গমূল। ৭) অংশীদারি কারবার। ৮) শতকরা। ৯) লাভ ও ক্ষতি। ১০) সময় এবং দূরত্ব। ১১) সময় এবং কার্য। ১২) ভগ্নাংশ। ১৩) নল ও চৌবাচ্চা। ১৪) সরল সুদ। ১৫) চক্রবৃদ্ধি সুদ। ১৬) মিশ্রণ। ১৭) বয়স। ১৮) নৌকা ও স্রোত। ১৯) বীজগণিত। ২০) পরিমিতি (বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, গোলক, ঘনক, লম্ব বৃত্তাকার চোঙ, শঙ্কু) ২১) ত্রিকোণমিতি।

রিজনিং:

১)বিন্যাস ও ক্রম নির্ণয় (Sequence and Ranking Test). ২)সংখ্যা শ্রেণী (Number Series). ৩)অক্ষর শ্রেণী (Letter Series). ৪)সাংকেতিকরণ ও অসংকেতিকরণ (Coding & Decoding). ৫)সামঞ্জস্য বিধান (Analogy). ৬)দিকনির্ণয়(Direction). ৭)গাণিতিক সমস্যা (Mathematically Problems). ৮)লুপ্ত সংখ্যা নির্ণয় (Missing Number). ৯) পারিবারিক সম্পর্ক নির্ণয় (Blood Relations). ১০) শ্রেণীবিভাজন (Classification). ১১)ক্যালেন্ডার(Calendar). ১২)ঘনক ও ছক্কা(Cubic and Dise). ১৩)ভেনচিত্র(Venn Diagram). ১৪)নন ভার্বাল রিজনিং(Non-verbal Reasoning). ১৫)প্রতিবিম্ব(Image).

 English:

1)Tense. 2) Voice Change. 3) Narration Change. 4) Articles. 5) Preparation. 6)One Word Substitution. 7)Idiom and Phrase. 8) Synonym and Antonym. 9)Phrasal Verbs. 10) Gender Change. 11)Suffix. 12)Prefixes. 13) Sentence. 14) Spotting Error on Noun. 15)Parts of Speech.

 

 

WBP পরীক্ষার পুরো সিলেবাস অনুযায়ী নোটস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের WBP Constable পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি 2024

Leave a comment