WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 10 || WBP Constable GK Questions Answers Part 10

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 10 || WBP Constable GK Questions Answers Part 10

WBP Constable GK Questions Answers Part 10

WBP Constable GK Questions Answers Part 10:আজ গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 10 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

Important General Knowledge 

1. বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয়?:- ৭ই মে।

2. Cannes Film Festival অনুষ্ঠানে Palme d’Or সম্মান পাচ্ছেন কোন হলিউড অভিনেত্রী?:- Meryl Streep.

3. United Nations Food Programme (UNFPA) মিটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে?:- নীরু যাদব।

4. UNESCO Guillermo Cano Prize 2024 পেলেন কোন দেশের সাংবাদিকরা?:- প্যালেস্টাইন।

5. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?:- জেনেভা।

6. কোন দেশের সংসদের নাম মজলিস ওয়াতানি?:- সুদান।

7. হিমু কোন সম্রাটের মন্ত্রী ছিলেন?:- মোহাম্মদ আদিল শাহ।

8. মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল?:- পাটলিপুত্র।

9. কে বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন?:- আশুতোষ মুখার্জি।

10. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?:- ১৯৪৮ সালে।

11. ভারত এবং কোন প্রতিবেশী দেশ ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালন করে?:- বাংলাদেশ

12. কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?:- অন্ধ্রপ্রদেশ

13. ওস্তাদ আলী আকবর খান কোন বাদ যন্ত্রের সাথে যুক্ত?:- সরোদ

14. দ্বিতীয় আঙলো-মাইশোর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?:- ওয়ারেন হেস্টিংস

15. ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয়?:- 4th ডিসেম্বর

16. ইংরেজ এবং সিন্ধ্রিয়াদের মধ্যে দেওগাঁও এর সন্ধি হয় কোন সালে?:- ১৮০৩ সালে

17. ভাতিনদা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?:- পাঞ্জাব

18. পারুল উৎসব মূলত কোন রাজ্যের প্রধান উৎসব?:- বিহার

19. রাষ্ট্রপতির শপথ বাক্য কে পাঠ করান?:- ভারতের মুখ্য বিচারপতি।

20. সংবিধানের ধারণা কে দিয়েছিলেন?:- এম এন রায় (১৯০৪ সালে)‌।

21. প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়?:- Genesiology.

22. গৌহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?:- ব্রহ্মপুত্র

23. মিকি মাউস চরিত্রের সৃষ্টি কে করেছেন?:- ওয়ার্ল্ড ডিজনি।

24. চুন জলে কার্বন ডাই অক্সাইড মেশালে সেটি সাদা দুধের মত হয়ে যায় কারণ বিক্রিয়ার পরে কি গঠিত হয়?:- ক্যালসিয়াম কার্বনেট

25. তালকোনা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?:- অন্ধ্রপ্রদেশ

26. ভিতরকণিকা ম্যানগ্রোভ জলভূমি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে?:- উড়িষ্যা

27. ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একদা সম্পাদক কে ছিলেন?:- মতিলাল নেহেরু

28. ১৯৩০ সালে কোন দেশ প্রথমবার ফুটবল বিশ্বকাপ জেতে?:- উরুগুয়ে।

29. প্রথম কোন দেশে সংবিধান রচিত হয়?:- মার্কিন যুক্তরাষ্ট্র।

30. অম্লবৃষ্টির মূল উপাদানগুলি কি কি?:- HNO3 এবং H2SO4.

31. কত সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন?:- ১৯৪৩ সালে।

32. জাপানের জাতীয় ক্রীড়ার নাম কি?:- সুমো ও জুডো।

33. ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?:- সার

34. রাজ্যসভা ও লোকসভা, উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সংসদের দ্বারা নির্বাচিত কে হন?:- উপরাষ্ট্রপতি

35. একটি এন্টি-কিটোজিনিক হরমোন এর নাম কি?:- ইনসুলিন

 

 

 

 

 

Leave a comment