WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 11 || WBP Constable GK Questions Answers Part 11

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 11 || WBP Constable GK Questions Answers Part 11

WBP Constable GK Questions Answers Part 11

WBP Constable GK Questions Answers Part 11:আজ গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 11 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

Important General Knowledge 

 

1. দ্বিতীয়বারের জন্য কোন গুপ্ত সম্রাট সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন?:- স্কন্দগুপ্ত

2. স্যার থমাস মুনরো কোন জমি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন?:- রায়তওয়ারী

3. মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি?:- মেনিনজেস

4. ভেম্বানদ কয়াল কোথায় অবস্থিত?:- কেরালা

5. কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য নৌকা দৌড়?:- ওনাম

6. মরীচিকার সৃষ্টি হয় আলোর কোন ধর্মের ফলে?:- অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে

7. কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?:- গুজরাট

8. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত?:- কয়লা

9. অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন?:- আর সি দত্ত।

10. ফ্লুরোসেন্ট বাতিতে কি ধরনের বাষ্প ব্যবহার করা হয়?:- পারদ বাষ্প

11. NATO- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?:- ব্রাসেলস

12. “দ্য গড অফ স্মল থিংস” -কার লেখা?:- অরুন্ধতী রায়।

13. সম্প্রতি প্রয়াত সালাম বিন রাজ্জাক কোন ভাষার লেখক ছিলেন?:- উর্দু ভাষার।

14. Kincentric-এর দ্বারা ‘Best Employer 2023’ তকমা পেল কে?:- DBS Bank India.

15. Madrid Open 2024-এর পুরুষ বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কে?:- Andrey Rublew.

16. ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে?:- সালিমা টেটে।

17. পুনর্ভাবা এবং আত্রাই হলো কোন নদীর শাখা নদী?:- তিস্তা

18. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর?:- ৬৫ বছর।

19. দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করেন?:- অবতল দর্পণ

20. পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন?:- বিরোধী দলনেতা।

21. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধরবনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত করা হয়?:- ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।

22. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্ধ কমিশন গঠন করেন?:- ২৮০ নম্বর অনুচ্ছেদ।

23. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?:- ৩৫৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে

24. জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়?:- ২৯ আগস্ট।

25. কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে কোন নদীতে?:- হলদি নদী

26. কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়?:- মিলখা সিং

27. কোন কোন রাজ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়?:- পশ্চিমবঙ্গ ও আসাম

28. মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন?:- উইলিয়াম হার্ভে

29. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?:- ৬১ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে।

30. মনিকরণ ভূ-তাপশক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?:- হিমাচল প্রদেশ

 

 

 

Leave a comment