WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 12 || WBP Constable GK Questions Answers Part 12

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 12 || WBP Constable GK Questions Answers Part 12

WBP Constable GK Questions Answers Part 12

WBP Constable GK Questions Answers Part 12:আজ গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 12 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

 

Important General Knowledge 

 

1. সেলসিয়াস স্কেলে 400K উষ্ণতার মান কত?:- 127°C.

2. Pandit Lacchu Maharaj Award পাচ্ছেন কে?:- হেমা মালিনী ও সাইরা বানু।

3. Golden Environment Prize 2024 পেলেন কে?:- অলোক শুক্লা

4. 2024 Global Media Award পেল কোন AI সংবাদ পরিবেশিকা?:- সানা

5. সম্প্রতি কোন মর্যাদা পেল Indian Renewable Energy Development Agency Ltd(IREDA)?:- নবরত্ন

6. তড়িৎ রোধের SI একক এর নাম কি?:- ওহম

7. ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয়?:- রিখটার স্কেল

8. ইবনে বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন?:- মহম্মদ বিন তুঘলক

9. নাদির শাহ কোন সালে ভারত আক্রমণ করেছিলেন?:- ১৭৩৯ সালে

10. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”- কে রচনা করেন?:- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

11. কোন সালে তিলক “কর দেব না” অভিযান করেছিলেন?:- ১৮৯৯ সালে

12. “দ্য লাস্ট সাপার”-কে অঙ্কন করেছিলেন?:- লিওনার্দো দ্য ভিঞ্চি

13. ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার এর নাম কি?:- জ্ঞানপীঠ পুরস্কার

14. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত?:- শতদ্রু

15. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ এর নাম কি?:- গঙ্গা বদ্বীপ

16. রাষ্ট্রপতির কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে?:- 5 বছর

17. বিশ্ব বাণিজ্য সংস্থার আর এক নাম কি?:- GATT.

18. কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি প্রয়োজনীয় তাপকে কী বলা হয়?:- তাপগ্রাহিতা

19. কোন রশিটি সবচেয়ে বিপদজনক?:- গামা রশ্মি

20. পানীয় জলে অতিরিক্ত ফ্লুরাইড কোন রোগ ঘটায়?:- ফ্লুরোসিস

21. ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে?:-ম্যাগনেসিয়াম

22. ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন সালে?:- ১৯৬০ সালে।

23. টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ কি?:- পরিকাঠামো

24. পশ্চিমবঙ্গে “Dry Port” কোন জায়গাকে বলা হয়?:- কলকাতা

25. ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়?:- ২৬ শে নভেম্বর।

26. “তারিখ ই ফিরোজশাহী”- গ্রন্থটির রচয়িতা কে?:- জিয়াউদ্দিন বরানী।

27. জালালউদ্দিন মঙ্গরবানি কে ছিলেন?:- খোয়ারিজম ও খিবার শাসক।

28. ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল?:- মহারাষ্ট্র

29. ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল?:- বাংলাতে

30. জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত?:- লাহোর এ।

31. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?:- মনিপুর

32. পোলাভরম প্রজেক্ট কোন নদীর সাথে যুক্ত?:- গোদাবরী

33. ভারতের উচ্চতম গ্ৰ্যাভিটি বাঁধটির নাম কি?:- তেহরি বাঁধ

34. কাকে ক্ষরিত পদার্থের ভান্ডার বলা হয়?:- গলগিবডি কে।

35. অরনিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়?:- যকৃতে

36. মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে?:- তিন জোড়া।

37. গবলেট কোষ কোথায় দেখতে পাওয়া যায়?:- ক্ষুদ্রান্ত্রে

38. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?:- ৩টি

39. তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়?:- ২০০৫ সালে

 

 

 

আরও পড়ুন:- WBP Constable GK Questions Answers Part 11

Leave a comment