WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 13 || WBP Constable GK Questions Answers Part 13

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 13 || WBP Constable GK Questions Answers Part 13

WBP Constable GK Questions Answers Part 13:আজ গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 13 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

WBP Constable GK Questions Answers Part 13

Important Questions Answers 

1. মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি?:- গোবিন্দ সাগর।

2. “Drain of Wealth” বইয়ের লেখক কে?:- দাদাভাই নৌরজী।

3. আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়?:- ১২ই মে।

4. ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:- আর. লক্ষ্মী কান্ত

5. Indian Farmers Fertilizer Cooperative (IFFC)-এর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে?:- দিলীপ সংঘানি

6. সম্প্রতি কোন ভারতীয় রেসলারকে ২০২৪ সালের জন্য সাসপেন্ড করা হলো?:- বজরং পুনিয়া।

7. দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি?:- কুতুবউদ্দিন আইবক।

8. কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল?:- ১৯২৫ সালে

9. সালোকসংশ্লেষের আলোক দশায় থাইরক্সিল আয়ন হাইড্রোক্সিল মৌলকে পরিণত হয়:- ইলেকট্রন ত্যাগ করে।

10. “Dynamic Viscosity” এর এস আই এককের নাম কি?:- প্যাসকেল সেকেন্ড।

11. বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি?:- Felis Domesticus.

12. বাম দিকের ফুসফুসের লতির সংখ্যা কটি?:- দুটি

13. মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে?:- ৩ জোড়া।

14. কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?:- ১৯৩২ সালে।

15. সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন?:- রুদ্রদমন

16. সালোকসংশ্লষীয় কার্যবর্ণালীর হল বর্ণালীর:-নীল ও লাল অংশ।

17. মিথোজীবী ও পুষ্টি লক্ষ্য করা যায়:- লাইকেন এর।

18. আলিপুর বোমা মামলায় শ্রীঅরবিন্দের কৌঁসুলি কে ছিলেন?:- চিত্তরঞ্জন দাস

19. ভারতে খাল দ্বারা জলসের সবচেয়ে বেশি হয় কোন স্থানে?:- উত্তর ভারতে

20. পিয়েত্রা দুরা কি?:- মূল্যবান পাথর ব্যবহার করে মোজাইক কাজ।

21. বৃত্তপথে ভ্রমণরত কোনো বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে?:- অসমবেগ

22. কোন হরমোনের কম ক্ষরণের ফলে ক্রিটিনিজম রোগ হয়?:- থাইরক্সিন

23. রাডার রিসিভার কাজ করে কোন কম্পাঙ্ক (Frequency )তে?:- Microwave.

24. মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত?:- বাবর

25. ফুসফুস যে দিস্তরীয় পর্দা দ্বারা আবৃত তাকে কি বলে?:- প্লুরা

26. কোনো ট্রেন হঠাৎ ঘটেছিল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছনে দিকে হেলে পড়ার কারণ কি?:- স্থিতি জাড্য।

27. ২০১১ সালের সমীক্ষা অনুসারে দীর্ঘতম পৃষ্টতলের রাস্তা ভারতের কোন রাজ্যে রয়েছে?:- মহারাষ্ট্র

28. সোনার আপেক্ষিক ঘনত্ব কত?:- ১৯.৩০

29. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে?:- সাইটোপ্লাজমে

30. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে?:- কানপুর কে।

31. তামাকে আছে এমন একটি কারসিনোজেন এর নাম কি?:- নিকোটিন

32. অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখ?:- অ্যাসকারিস

 

 

 

 

Leave a comment