WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 3 || WBP Constable GK Questions Answers Part 3

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 3 || WBP Constable GK Questions Answers Part 3

WBP Constable GK Questions Answers Part 3:আজ গুরুত্বপূর্ণ ২৫টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 3 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

WBP Constable GK Questions Answers Part 3

1. মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে?:- হিমাচল প্রদেশ

2. তামা ও দস্তার একটি সংকর ধাতু কোনটি?:- পিতল

3. নিউট্রন কে আবিষ্কার করেন?:-জেমস স্যাডউইক

4. ইউয়ান কোন দেশের মুদ্রার নাম?:- চীন।

5. ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল?:-রাষ্ট্রকূট।

6. সিসটোসোমিয়াসিস রোগ ছড়ায় কোন প্রাণী থেকে?:- শামুক।

7. “প্যারাডাইস লস্ট” বইটি কার রচনা?:-জন‌ মিল্টন।

8. ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সম্পাদিত পরিবেশ সংক্রান্ত চুক্তি কি নামে পরিচিত?:-মন্ট্রিল চুক্তি।

9. রাজ্যপালের পদ শূন্য অবস্থায় তার দায়িত্ব কে পালন করেন?:- হাইকোর্টের প্রধান বিচারপতি।

10. “শ্বেত বিপ্লব” কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়?:- তৃতীয়।

11. রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?:-৬ বছর।

12. চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে?:- সুন্দরলাল বহুগুণা (১৯৭৩সালে)।

13. অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কত নম্বর আর্টিকেলে রয়েছে?:- ৭৬ নম্বর আটিকেলে।

14. ভারতীয় সংবিধানের কোন অংশে “পঞ্চায়েতী রাজ” ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে?:- নির্দেশাত্মক নীতি(৩৬-৫১)।

15. NCEP-এর পূর্ণরূপটি লেখ?:- National Centers for Environmental Prediction

16. ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?:-১৯৪২ সালে।

17. গির ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত?:- সিংহ (গুজরাট)।

18. কোনটি বেদান্ত নামেও পরিচিত?:- উপনিষদ।

19. কোন স্থানটি ল্যান্ড অফ মিডনাইট সান নামেও পরিচিত?:- নরওয়ে।

20. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল প্রথম কে ব্যবহার করেন?:- বাবর।

21. কে তৈমুর লং ও চেঙ্গিস খান এর উত্তরপুরুষ?:- বাবর।

22. কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন?:- জব চার্নক (১৬৯০)।

23. দিন-ই-ইলাহী ধর্মের কে সূত্রপাত করেছিলেন?:- আকবর (১৫৮২ সালে)।

24. কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়?:- বিজ্ঞান বিষয়ে।

25. ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কবে?:- ১৯৫১ সালে

26. হৃদপিণ্ডের আবরণীর নাম কি?:- পেরিকার্ডিয়াম

27. বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়?:- লিউকোপ্লাস্ট

28. “আসমোফোবিয়া” বলতে কোন ধরনের ভীতি বোঝানো হয়?:- গন্ধ ভীতি

29. ভিনেগার এর প্রধান উপাদান কি?:- অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH).

 

আরও পড়ুন:- WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 1

আরও পড়ুন:- WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 2

Leave a comment