WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 4 || WBP Constable GK Questions Answers Part 4

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 4 || WBP Constable GK Questions Answers Part 4

WBP Constable GK Questions Answers Part 4

WBP Constable GK Questions Answers Part 4:আজ গুরুত্বপূর্ণ ২৫টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 4 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

 

1. মানব শরীরের বৃহত্তম ধমনীর নাম কী?:- এ্যাবডোমিনাল এ্যাভটা

2. The Hungry Tide -কার লেখা?:- আমিতাভ ঘোষ

3. বিশ্বের প্রথম “ওম” আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায়?:- রাজস্থানে

4. IPL-এর ইতিহাসে সর্বাধিক দলগত রান করলো কোন টিম?:- Sunriser Hyderabad.

5. Women’s Asio Cup 2024 হোস্ট করবে কোন দেশ?:- শ্রীলঙ্কা

6. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনবিশ প্ল্যান নামে পরিচিত?:-দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

7. কোন পাসটি তাওয়াংকে লাসার সাথে সংযুক্ত করে?:- বোমা লা পাস।

8. কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আলমাট্টি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল?:- কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ

9. নালন্দা তাম্রলিপি কোন গুপ্ত সম্রাটের সাথে সম্পর্কিত?:- সমুদ্রগুপ্ত

10. মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন!:- ১৯২৪ সালে।

11. পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, আলফা কণা এবং বিটা কণা আবিষ্কৃত করেছিলেন কে?:- রাদারফোর্ড

12. জেমস ওয়াটসন কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?:- ডিএনএ স্ট্রাকচার

13. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?:- নাইট্রাস অক্সাইড (N2O).

14. কোন শহর সাত পাহাড়ের শহর (City of Seven hills)নামে পরিচিত?:- রোম

15. কৃষ্ণ বিপ্লব কিসের উৎপাদনের সাথে সম্পর্কিত?:- পেট্রোলিয়াম

16. ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটারটির নাম কি?:- পরম যুবা ২

17. কোন রাজ্যে মিনি উপজাতি দেখতে পাওয়া যায়?:- অরুনাচল প্রদেশ

18. “Dream of a Billion: India and the Olympic Games” বইটি লিখেছেন কে?:- বোরিয়া মজুমদার

19. হুমায়ূনের সমাধি কোন শহরটিতে অবস্থিত?:-দিল্লিতে

20. ভারতে GI ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটির নাম কি?:- দার্জিলিং চা।

21. ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে কোন যুদ্ধ হয়েছিল!:- হিদাসপিস

22. বুলন্দ দরওয়াজা কে তৈরি করেছিলেন?:- আকবর

 

 

আরও পড়ুন:- WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 3 

আরও পড়ুন:- WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 2

আরও পড়ুন:- WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 1

Leave a comment