WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 5 || WBP Constable GK Questions Answers Part 5

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 5 || WBP Constable GK Questions Answers Part 5

WBP Constable GK Questions Answers Part 5

WBP Constable GK Questions Answers Part 5:আজ গুরুত্বপূর্ণ ২৫টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 5 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

WBP Constable Practice Set 

1. সিজদা ও পাইবস প্রথার প্রবর্তক কে?:- গিয়াসউদ্দিন বলবন।

2. কাশ্মীরের নববর্ষ উৎসব কি নামে পরিচিত?:- নওরোজ

3. সাল্লাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে?:- চন্দ্রভাগা

4. গোল্ডেন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?:- হর্টিকালচার

5. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড?:- ল্যাকটিক অ্যাসিড।

6. ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল?:-শ্রীরামপুর

7. পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত?:- হিমোলিম্ফ

8. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?:- সুচেতা কৃপালিনী।

9. কয়লা উৎপাদনে ভারতের স্থান কত?:- দ্বিতীয়

10. ভারতীয় বিক্ষোভের জনক হিসেবেকে বিখ্যাত ছিলেন?:- বালগঙ্গাধর তিলক

11. কে মৌলিক অধিকার রদ করতে পারেন?:- রাষ্ট্রপতি

12. দুধওয়া জাতীয় পার্ক কোথায় অবস্থিত?:- উত্তরপ্রদেশ

13. আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল?:- সেলুকাস

14. ভারতে পোস্ট কার্ডের প্রচলন হয় কবে?:- ১৮৭৯ সালে

15. ভারতের কোন রাজ্যের আইনসভা সর্ববৃহৎ?:- উত্তরপ্রদেশ

16. ইথিলিন গ্যাস কোন কাজে ব্যবহৃত হয়?:- ফল পাকাতে

17. অপারেশন ফ্লাট কোন বিপ্লবের সঙ্গে যুক্ত?:- শ্বেত বিপ্লব

18. কার কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষিত হন?:- উপগুপ্ত

19. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?:- রাজা রামমোহন রায় কে।

20. কবে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?:- ১৯৭২ সালে

21. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?:- অক্ষয় কুমার দত্ত।

22. কোন সালে ভারতে মিশ্র অর্থনীতির কথা ঘোষণা করা হয়?:- ১৯৫২ সালে।

23. যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলে?:- জেরোফাইট।

24. মৃচ্ছকটিক কে রচনা করেন?:- শূদ্রক

25. কত সালে ব্যাংককে প্রথম আজাদ হিন্দ পোস্ট গঠিত হয়?:- ১৯৪২ সালে।

 

Leave a comment